অক্টোবরের ১১ তারিখ মুক্তি পেতে চলেছে আলিয়া ভাট অভিনীত ছবি ‘জিগরা’। এই ছবিতে একজন দিদির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাটকে।
জিগরা – র ট্রেলার
কিছুদিন আগেই এই ছবির ট্রেলার মুক্তি পায়। সেই ট্রেলারে দেখা গেল সম্পূর্ণ অ্যাকশন অবতারে হাজির হয়েছেন আলিয়া। ভাই বিদেশে পুলিশের হাতে গ্রেপ্তার হয়, এবং তাকে বাঁচাতেই এক দিদির সংগ্রামের গল্প তুলে ধরবে এই ছবি। একজন দিদি নিজের ভাইকে নির্দোষ প্রমাণ করতে পুরো দুনিয়ার সঙ্গে লড়তে রাজী। ‘জিগরা’ ছবিতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না। ট্রেলারের একটি অংশে দেখা যায় নিজের ভাইয়ের সঙ্গে দেখা করতে হাত কাটতেও রাজি আলিয়া।
অন্যদিকে বেদাঙ্গর মুখে শোনা গেল সংলাপ , ” কে আমাকে বিরক্ত করবে?, তুমি যে আমার দিদি”। ভাই এবং দিদির সুন্দর সম্পর্কই এই ছবির মূল ইউএসপি। ছবিটির পরিচালনা করেছেন ভাসান বালা। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই কমেন্ট বক্সে ধেয়ে এসেছে নেটিজেনদের প্রচুর প্রশংসা। তাঁরা এই ছবি বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
জিগরা-র প্রশংসায় রাজামৌলি ও রামচরণ
এবার সম্প্রতি প্রকাশ্যে এলো এই ছবির তেলেগু ভাষার ট্রেলার। সেই ট্রেলার দেখে পরিচালক এস. এস রাজামৌলি এবং অভিনেতা রামচরণ প্রশংসা করলেন এই আসন্ন ছবির। তাঁরা দুজনেই নিজেদের এক্স হ্যান্ডেলে ট্রেলার সম্পর্কে নিজেদের মতামত জানিয়েছেন। এস. এস রাজামৌলি ‘জিগরা’ ছবির তেলেগু ভাষার ট্রেলার শেয়ার করে তাঁর ক্যাপশনে লিখেছেন, ” আলিয়া কখনোই তাঁর অসাধারণ পারফরম্যান্স দিয়ে আমাদের মুগ্ধ করতে ব্যর্থ হন না, এবার তিনি এসেছেন জিগরা নিয়ে, তাকে এবং তাঁর পুরো টিমকে অক্টোবরের ১১ তারিখ ছবির বড় পর্দায় মুক্তির জন্য শুভকামনা রইল”।
অন্যদিকে রামচরণ পোস্ট করেন, ” জিগরার ট্রেলার অসাধারণ লেগেছে, যা সকলকে এক ইমোশনাল জার্নির মধ্যে দিয়ে নিয়ে যায়। ছবির গোটা টিমকে শুভেচ্ছা ১১ তারিখে সিনেমা হলে ছবির মুক্তির জন্য”।প্রসঙ্গত, আলিয়া ভাট আরআরআর ছবিতে রামচরনের বিপরীতে অভিনয় করেছেন। সেই ছবির পরিচালনা করেছিলেন এস.এস রাজামৌলি।
‘জিগরা’ ছবিতে বেদাঙ্গ রায়না শুধু অভিনয়ই করেনি তাঁর কন্ঠে ‘ ফুলকা তারকা সাবকা কেহেনা হে এক হাজারো মে মেরি বেহেনা হে’ এই গানটিও শোনা যাবে গোটা ছবি জুড়ে। ট্রেলার দেখে উচ্ছ্বসিত দর্শকরা। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গোটা টিম শুরু করে দিয়েছেন ছবির প্রমোশন। হিন্দি এবং তেলেগু এই দুটি ভাষাতেই মুক্তি পাবে ‘ জিগরা’। এবার ১১ তারিখ বড় পর্দায় এই ছবি তার কারিশমা দেখাতে পারে নাকি তার উত্তর দেবে সময়।