মা-মেয়ের মিষ্টি সম্পর্ক তাঁর ভক্ত এবং অনুরাগীদেরও সমান ভাবে আনন্দ দেয়। তাই প্রিয়াঙ্কা চোপড়ার থেকে মালতিকে নিয়ে করা পোস্টের জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা। আর সম্প্রতি প্রিয়াঙ্কা, মালতির সেরকমই কিছু মনছুঁয়ে যাওয়া ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে।
এরআগেও কয়েকবার প্রিয়াঙ্কা ইনস্টাগ্রাম স্টোরিজে মালতিকে নিয়ে কাটানো মুহূর্ত বা তাঁর বিভিন্ন কর্মকান্ড শেয়ার করেছেন। এরআগে প্রিয়াঙ্কা মালতির একটি রঙিন জ্যাকেট পরা ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে মালতিকে ঘিরে একরাশ বুদবুদ উড়ে বেড়াচ্ছে, আর ছোট্ট মালতি অবাক চোখে তা দেখে আনন্দ নিচ্ছে। আবার কখনো অতটুকু ক্ষুদেকে রুটি বেলতে দেখা গেছে।
এটি ছাড়াও এরআগে প্রিয়াঙ্কা মালতির আরও একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে অবশ্য মালতি একা ছিল না সে। তাঁর সঙ্গে ছিল তাঁর আরও কিছু ক্ষুদে সহচর। তাঁদের মধ্যে একজন মালতির সঙ্গে একটি খেলনা পিয়ানোতে বাজাতে মগ্ন, অন্যজন খেলনা খুঁজতে ব্যস্ত। এই ছবিগুলি শেয়ারা মাধ্যমে প্রিয়াঙ্কা কেবল মালতীর সুন্দর মুহূর্তই নয়, তাঁর শৈশবের বিকাশের, বন্ধুত্বের এবং খেলার গুরুত্বকেও তুলে ধরেছন।
মেয়েকে নিয়ে জীবন কাটাচ্ছেন বিশ্বসুন্দরী
এবারে সেরকমই আরও একটি মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করলেন মালতি। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তাঁর সুন্দর পারিবারিক ছবিতে পূর্ণ। সম্প্রতি, তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তার মেয়ে মালতি মারিকে একটি ব্যালে ক্লাসে অংশ নিতে দেখা যায়।
ছবিতে, মালতির বয়সী কিছু ছোট বাচ্চা মেয়েকে সুন্দর ব্যালেরিনা পোশাকে তাদের পদক্ষেপ অনুশীলন করতে দেখা যায়। মালতিকেও দেখা যাচ্ছে গোলাপি রঙের পোশাকে ম্যাচিং জুতার সঙ্গে। যদিও ইমোজি দিয়ে বাচ্চাদের মুখ আড়াল করে রেখেছিলেন প্রিয়াঙ্কা। তিনি লিখেছেন, “আমার ছোট ব্যালেরিনা।”
অভিনেত্রী তার অক্টোবরের ফটো ডাম্প শেয়ার করেছেন। যেখানে তিনি নিক জোনাস এবং মালতির সাথে তার দিওয়ালোউইন উদযাপনের একটি আভাস দিয়েছেন। অর্থাৎ দিওয়ালি ও হ্যালোইন একসঙ্গে উদযাপন।
একটি ছবিতে, ক্ষুদেকে শুয়ে থাকতে এবং স্কেচ করতে দেখা গেছে। অন্য ছবিতে তাঁকে একটি ভারতীয় বারবি ডল ধরে থাকতে দেখা গেছে। দীপাবলির জন্য, মা-মেয়ের জুটি ভারতীয় পোশাকে সেজেছিলেন।প্রিয়াঙ্কা ফুলের এমব্রয়ডারি করা রাহুল মিশ্রের একটি শাড়ি পরেছিলেন। সেই সঙ্গে মিলান্তি করিয়ে তাঁর মেয়েকে অনুরূপ একটি সুন্দর লেহেঙ্গা পরিয়েছিলেন।
কাজ ও সন্তান সমান তালে সামলাচ্ছেন অভিনেত্রী
অভিনেত্রী তাঁর ব্যস্ত কেরিয়ার সঙ্গে মাতৃত্বের ভারসাম্য বজায় রেখেছেন তা বলাই বাহুল্য। প্রিয়াঙ্কা একটি নস্টালজিক রিল ভাগ করেছিলেন মাস খানেক আগে। সেখানে তাঁকে লন্ডনে ‘সিটাডেল ২’- এর সেটে মালতির সঙ্গে সুন্দর সময় কাটাতে দেখা গিয়েছে। মনছুঁয়ে যাওয়া এই সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল৷ তাঁর এইসব ছবিগুলি থেকেই বোঝা যায় কীভাবে তিনি মায়ের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে কাজও সমান তালে চালিয়ে যাচ্ছেন।
প্রিয়াঙ্কা চোপড়াকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ‘লাভ এগেইন’ ছবিতে। অন্যদিকে ডকুমেন্টারি ছবি টাইগারের জন্যও তিনি কণ্ঠ দিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়ার এখন আসন্ন দুটি ছবি রয়েছে, ‘হেডস অফ স্টেট’ এবং ‘দ্য ব্লাফ’।