“দাইদা বাবু , মা’কে ভোগ দেবেন নি?” অডিও স্টোরি শুনতে ভালোবাসেন বা মাঝে মধ্যে শুনেছেন এমন কেউ নেই যিনি এই লাইনটি শোনেন নি। রেডিও মিরচির সানডে সাসপেন্স অনুষ্ঠানের জনপ্রিয় গল্প এটি। মীর আফসার আলী, সোমক ঘোষ, অগ্নিজিৎ সেনের মতো জনপ্রিয় কয়েকজন রেডিও মিরচির গলায় শোনা গিয়েছিল জনপ্রিয় সানডে সাসপেন্স ‘ভোগ’।
ওটিটিতে আসছে জনপ্রিয় গল্প ভোগ
এবারে খোকা ও পল্টন জুটির মাধ্যমে ওটিটির পর্দায় আসতে চলেছে জনপ্রিয় এই গল্প। যে গল্প শুধু মুখে শুনেই শ্রোতামনে ভয়ানক শিহরন জাগিয়েছিল, সেই গল্প এবার স্ক্রিনিং হতে চলেছে। পরিচালনার দায়িত্ব পালন করছেন স্বয়ং পরমব্রত চট্টোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য ও রজতাভ দত্ত। বৌদ্ধিক তন্ত্রসাধনায় দশমবিদ্যার নবম মহাবিদ্যা, ভয়ংকরী দেবী মাতঙ্গীর গল্প এবার অভিনয় করে ফুটিয়ে তুলবেন বাংলার জনপ্রিয় কলাকুশলীরা।
এই ধর্মীয় থ্রিলার গল্পের জনক অভিক সরকার। রেডিও মিরচি ছাড়াও আরও বহুল চ্যানেলে এই অডিও স্টোরি শোনা গেছে। এবার পরম অনির্বাণের হাত ধরে পর্দায় আসছে এই গল্প। নতুন সিরিজের খবর জানাতে নির্মাতা পক্ষ থেকে পাওয়া গেলো একটি ছবির ঝলক। পরিচালক ও অভিনেতার একসঙ্গে একটি ছবি দেখা গেলো। যেখানে হ্যাট মাথায় বসে আছেন অনির্বাণ তাঁর পাশে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে পরমব্রত। পরমের ডান হাতে ধরা একটি বই যাতে জ্বলজ্বল করছে একটি লেখা, ‘ভোগ’।
পরম ও অনির্বাণের একসঙ্গে কাজ
অতিপ্রাকৃত গল্প নিয়ে এর আগেও কাজ করেছেন পরমব্রত। ‘পর্ণশবরীর সাপ’ বা কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘নিকষ ছায়া’র মতো গল্পগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মনে। এবারে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ের পর্দায় আসছে তাঁর নতুন কাজ ভোগ। সাথে জুটি বাঁধছেন অনির্বাণ। এই পরিবেশনা যে একতুরিতে পর্দা মাত দেবে সে আর বলার অপেক্ষা রাখে না।
একাকী অতীনের জীবন ঘিরে লেখা এই ধর্মীয় থ্রিলার গল্প। বন্ধু সুবেশের আন্টিক দোকান থেকে কেনা এক অদ্ভুত সুন্দর দেবীমূর্তি। যা কিছুটা সরস্বতী আবার কিছুটা কালী মায়ের মতো দেখতে। দেবীমূর্তি ঘরে নিয়ে আসার পর মায়ের তাঁর কাছে পুজো চাওয়া, আবার ভোগ গ্রহণ না করা নিয়েই এগোয় গল্প। হঠাৎ একদিন ডামরির আগমনে মায়ের ভোগ গ্রহণ আর খাবার দিয়ে বাজে গন্ধ। এই মূর্তি বৌদ্ধ তন্ত্রসাধনার সরস্বতীর। তবে বৌদ্ধতান্ত্রিক সহস্রাক্ষ কেন এই মূর্তি বানিয়েছিলেন আর ভবেশবাবু কিকরে তাঁর পুত্রসম অতীনকে বাঁচাবে এই নিয়ে গল্প ভোগের।
ধারণা করা যাচ্ছে অতীনের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে আর ভবেশ বাবুর চরিত্রে থাকবেন রজতাভ দত্ত। সব ঠিক থাকলে এই বছর ডিসেম্বর থেকেই শুরু হবে গায়ে কাঁটা দেওয়া এই গল্পের শ্যুটিং। এই খবর শোনার পর থেকেই অধীর আগ্রহে রয়েছেন শ্রোতা থেকে দর্শকরা। অডিও বুকেই যে গল্পের এতো জয়জয়কার সেই গল্পের চিত্রনাট্য কতটা শিহরণ জাগাতে পারবে দর্শক মনে সেটাই এবার দেখার বিষয়।