২০২২ সালের ১৪ এপ্রিল একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বলিউড ইন্ডাস্ট্রির চর্চিত জুটিদের মধ্যে অন্যতম হলেন এই রালিয়া জুটি। ওই একই বছরে মুক্তি পেয়েছিল আলিয়া এবং রণবীর অভিনীত ছবি ‘ ব্রহ্মাস্ত্র ‘।
আলিয়া এবং রণবীরের কন্যা রাহা
জানা যায় এই ছবির শ্যুটিং চলাকালীন একে অপরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। তারপর থেকে এই জুটি নিয়ে বেশ গুঞ্জন ছড়িয়ে পড়ে বলি পাড়ায়। বিভিন্ন সময়েই আলিয়া এবং রণবীরের এক সঙ্গের মুহূর্ত ধরা পড়তো মিডিয়ার ক্যামেরায়। তবে সকলকে চমকে দিয়ে ২০২২ সালের এপ্রিল মাসে নিজেদের বিয়ের ছবি প্রকাশ্যে আনেন এই তারকা জুটি। তার ঠিক কিছু মাস পর এই দম্পতি তাঁদের সন্তান আসার কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়। প্রেগনেন্ট থাকা অবস্থায় রণবীর কাপুরের সঙ্গে সমানতালে আলিয়া চালিয়ে গেছিলেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচার। এরপর ২০২২ সালের নভেম্বর মাসে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। এই দম্পতি তাঁদের মেয়ের নাম রাখেন রাহা কাপুর।
জুনিয়র এনটিআর এর ইচ্ছা পূরণ
তবে সম্প্রতি জানা গেছে আলিয়া ভাট এবং রণবীর কাপুর রাহা জন্ম নেওয়ার আগে তাদের অনাগত সন্তানের নাম কী কী রাখবেন সেই বিষয়ে প্রথম আলোচনা করেছিলেন অভিনেতা জুনিয়র এনটিআরের বাড়িতে। জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাট একে অপরের সঙ্গে আরআরআর ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন। এরপর থেকেই এই দুই তারকা একে অপরের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শেয়ার করেন। শোনা যায় হায়দ্রাবাদে ব্রহ্মাস্ত্র ছবির প্রেসমিট চলাকালীন অভিনেতা জুনিয়র এনটিআর রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁর বাড়িতে। ওই সময় প্রথমবার এই তারকা জুটি সকলের সামনে তাদের আসন্ন সন্তানের সম্ভাব্য নাম কী হতে পারে সেই বিষয়ে আলোচনা করেছিলেন।
আলিয়া ভাট ও জুনিয়র এন টি আর এর নতুন ছবি
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে আলিয়া ভাট এবং জুনিয়র এনটিআর এর পরবর্তী দুটি ছবি। তাদের ইন্ডিভিজুয়াল প্রজেক্ট আসতে চলেছে। এই দুই অভিনেতা এবং অভিনেত্রী সম্প্রতি তাঁদের আপকামিং ছবির প্রচারের জন্য পরিচালক এবং প্রযোজক করণ জোহরকে একটি সাক্ষাৎকার দেন। করণ জোহারকে দেওয়া সেই সাক্ষাৎকারে একসঙ্গে উপস্থিত ছিলেন আলিয়া এবং এনটিআর।
সাক্ষাৎকার চলাকালীন দুজনে এই বিষয়টি নিয়ে কথা বলেন যে আলিয়া এবং রণবীরের প্রথম সন্তানের নাম তারা কী কী রাখতে চলেছেন সেই সম্পর্কে এনটিআরের হায়দ্রাবাদের বাড়িতে সর্বপ্রথম আলোচনা করা হয়। আলিয়া বলেন, ” এটিই প্রথমবারের মতো আমরা আসলে অন্য সবার সামনে সম্ভাব্য শিশুর নাম নিয়ে আলোচনা করেছিলাম”।
অভিনেত্রী আরো যোগ করেন যে রণবীর সেই আলোচনা চলাকালীন বলেছিলেন “মেয়ে হলে এই নামটা হবে। ছেলে হলে, এই নাম হবে”। অন্যদিকে এই সাক্ষাৎকার চলাকালীন জুনিয়র এনটিআর জানান , তিনি প্রার্থনা করেছিলেন কন্যা সন্তান হলে নামটি যেন রাহা রাখা হয়। আর তাঁর সেই ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে।
আরও পড়ুন
প্রসঙ্গত, আগামী মাস অর্থাৎ অক্টোবরের ১১ তারিখ মুক্তি পেতে চলেছে আলিয়া ভাট অভিনীত ছবি ‘ জিগরা ‘। এই ছবিতে আলিয়া ভাট একজন দিদির চরিত্রে অভিনয় করেছেন। ‘ জিগরা ‘ ছবিতে আলিয়ার বিপরীতে থাকছেন অভিনেতা বেদাঙ্গ রায়না। অন্যদিকে ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জুনিয়র এনটিয়ার এবং জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘দেভারা: পার্ট ১’। একেবারে মারকাটারি অ্যাকশন মুডে এই ছবিতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে।