টলিউড স্টারকিড দের কথা উঠলেই সারা সেনগুপ্তর নাম আসবে প্রথম সারিতে। অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর বড় মেয়ে সারা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে শুরু হয়েছিল তাঁর অভিনয়ে পথ চলা। তবে সেই একটি সিনেমার পরে পড়াশোনাতেই মন দিয়েছিলেন তিনি। সম্প্রতি নিজের গ্র্যাজুয়েশন শেষ করেছেন সারা। সমাজমাধ্যমে তাঁর সমাবর্তন অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন।
১১ নভেম্বর সারা সেনগুপ্তর জন্মদিন। পুরো পৃথিবী তোমার অপেক্ষায় জানিয়ে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানান মা নীলাঞ্জনা। ভালোবাসায় মোড়া লম্বা পোস্টে জানিয়েছেন মেয়েকে আগলে রাখার বার্তা। সারা নীলাঞ্জনার বড় মেয়ে ও প্রথম সন্তান বলে কথা।
সারার জন্মদিনে মা নীলাঞ্জনার শুভেচ্ছাবার্তা। নীলাঞ্জনা সমাজমাধ্যমে মেয়ের উদ্দ্যেশ্যে করা শুভেচ্ছাবার্তায় লিখলেন, তিনি সবসময় সারার সবচেয়ে বড় চিয়ার লিডার হিসেবে থাকবেন। নিজের লেখায় মেয়েকে স্পস্ট বুঝিয়েছেন, তিনি সারার সাফল্যে সবচেয়ে জোরে গলা ফাটাবেন সারার জন্য।
জন্মদিনে সারার দু’টি ছবির কোলাজ পোস্ট করে নীলাঞ্জনা লিখলেন, ১১.১১.২৪, শুভ জন্মদিন নিনোলা। তিনি লেখেন, কখনও তিনি সারাকে দেখিয়েছেন যে তিনি কতটা দুর্বল। কখনও তিনি অভিযোগ করেছেন। কখনও মেয়ের কাঁধে মাথা রেখেই কেঁদেছেন। এখন যখন মেয়ে বড় হয়েছে, তিনি বুঝতে পারছেন যে একজন শক্তিশালী যুবতী মেয়েকে বড় করতে পেরেছেন। যে মেয়ে তাঁর থেকেও বেশি শক্তিশালী।
নীলাঞ্জনা আরও লেখেন, মাঝে মাঝে তিনি সারাকে নিজের দুর্বলতা দেখিয়ে ফেলেন মানেই তিনি দুর্বল নন। বা এমনটিও নয় যে তিনি সারাকে আগলে রাখতে পারবেন না। না, সারা তাঁর প্রথম সন্তান। সে চিরকাল নীলাঞ্জনার ছোট্ট মেয়েই থাকবে। তিনি সারাকে আগলাতে পারেন ও আগলে রাখবেন। আরও উজ্জ্বল হয়ে ওঠো নিনি। মেয়েকে অপরাজেয় রাজকুমারী বলে সম্বোধন করেন তিনি। গোটা পৃথিবী দুই হাত ছড়িয়ে সারার জন্য অপেক্ষা করছে একথাও বলেন তিনি।
সত্যিই পুরো বিশ্বই অপেক্ষা করছে বটে। গত বছর সারাকে আন্তর্জাতিক ফ্যাশন শোয়ের মডেল হিসাবে দেখা গিয়েছিল। ব়্যাম্পে নজর কাড়েন যিশু-কন্যা সারা। ইউরোপের বিখ্যাত ফ্যাশন সংস্থা ডিওর মডেল হয়ে ব়্যাম্পে হাঁটেন যিশু সেনগুপ্তর মেয়ে সারা। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বের বাছাই করা ১০০ মডেলের মধ্যে উঠে এসেছিল তাঁর নামও। মুম্বইয়ে অনুষ্ঠিত এই ফ্যাশন শো-এ আত্মবিশ্বাসের সঙ্গে দুর্দান্ত ব়্যাম্প ওয়াক করে সবাইকে তাঁক লাগিয়ে দিয়েছিলেন সারা। বর্তমানে আরও অনেক ফ্যাশন শ্যুট ও র্যাম্প ওয়াকে দেখা যায় তাঁকে।
মা বাবার বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও সত্যি। মাকে সবসময় সাহস জোগায় সদ্য যৌবনে পদার্পণ করা একরত্তি এই মেয়ে। তাঁদের ছেড়ে নতুন সম্পর্কে আলাদা থাকেন বাবা। বাবাকে ইনস্টাগ্রামে আনফলোও করেছেন সারা। জন্মদিনে মা ভালোবাসায় মোড়ানো শুভেচ্ছা বার্তা জানালেও বাবার তরফ থেকে আসেনি কোনো বার্তা। দিন দুয়েক আগেই ছিল তাঁর ছোট বোন জারার জন্মদিন। সেদিন হরগৌরি পাইলস হোটেলের সেটেই ছোট মেয়ের জন্মদিন উদযাপন করেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত। তবে বড় মেয়ের জন্য এখনো আসেনি কোনো শুভেচ্ছাবার্তা।
১১ নভেম্বর, বড়পর্দার ‘উমা’র জন্মদিন। মেয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তার শেষে মা নীলাঞ্জনা আরও মজা করে লিখেছেন, মেয়ের হয়ে গলা ফাটিয়ে চিৎকার করে তিনি সারাকে ‘অপ্রস্তুত পরিস্থিতি’তে ফেলা বন্ধ করবেন না কিছুতেই, তা সেটা মাঠে হোক বা রানওয়েতে। নীলাঞ্জনার পোস্টে বয়েছে শুভেচ্ছার বন্যা। দর্শক ভক্তদের শুভেচ্ছা এসেছে সারার জন্য। সারাকে আগামী জীবনে আরও শক্তিশালী হবার জন্য আশীর্বাদ করেছেন অনেকে।