একসময় বলিউডের প্রথম সারির সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন লাকি আলী। নব্বই দশকের প্রজন্মের কাছে লাকি আলীর গান মানেই ছিল এক আলাদা উন্মাদনা। তাঁর গান শুনে প্রেমে পড়েনি এমন মানুষ হয়তো খুব কমই আছে। তাঁর গাওয়া গানে বারবার মুগ্ধ হয়েছেন সকলে। আজও তাঁর গানগুলি মন খারাপে ওষুধের মতো কাজ করে সকল প্রজন্মের কাছে। সংঙ্গীতশিল্পীর পাশাপাশি তাঁর আরেকটি পরিচয় রয়েছে। তিনি কিংবদন্তি বলিউড অভিনেতা মেহমুদ আলীর সন্তান। আজ ৬৭ বছরে পা রাখলেন জনপ্রিয় সংঙ্গীতশিল্পী। জন্মদিনে ফিরে দেখা তাঁর এই সুদীর্ঘ সফর।
কে এই লাকি আলী
১৯৫৮ সালে ১৯ সেপ্টম্বর মুম্বইয়ে জন্মগ্রহণ করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লাকি আলী। বলিউডের কিংবদন্তি অভিনেতা মেহমুদ আলির সন্তান তিনি। ৮ ভাই-বোনদের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান। ৩৭ বছর বয়সে বলিউডে প্রথম কাজ করেন করেন সঙ্গীতশিল্পী। ১৯৯৬ সালে মুক্তি পায় তাঁর প্রথম মিউজিক অ্যালবাম “সুনহো”। এই অ্যালবামটির জন্য স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা পপ পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছিলেন তিনি। এই অ্যালবামের “ও সানম” গানটি আজও প্রাসঙ্গিক সকলের কাছে।
“দুশমন দুনিয়া কা” ছবির “নাশা নাশা” গানের মাধ্যমে প্রথম বলিউডে আত্মপ্রকাশ হয় গায়কের। এরপর ২০০০ সালে ঋত্বিক রোশন ও আমিশা প্যাটেল অভিনীত প্রথম ছবি “কাহোনা প্যায়ার হ্যায়”-তে তাঁর কণ্ঠে দুটি গান “ইক পাল কা জিনা” এবং “না তুম জানো না হাম” দর্শকদের মন জয় করে নিয়েছিল।
২০০২ সালে মুক্তি পেয়েছিল “সুর - দ্য মেলোডি অফ লাইফ” ছবিটি। এটি ছিল একটি হিন্দি মিউজিক্যাল ফিল্ম। সেখানে মূখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল লাকি আলী এবং গৌরী কার্নিককে। তবে সেই ছবি বক্স অফিসে আশানুরূপ ফল করতে না পারলেও তার প্রত্যেকটি গান দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
গানের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন লাকি আলী। “কাঁটে” এবং “সুর” ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
কেন আর দেখা যায়না তাকে, কী বলছেন শিল্পী
বহু দশক ধরে নিজের সুরেলা কণ্ঠে দর্শকদের অনেক মন ভোলানো গান উপহার দিয়েছেন লাকি আলী। তবে বর্তমানে আর তাঁকে বলিউডে দেখা যায় না। একপ্রকার নিজেকে এই ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নিয়েছেন তিনি। কিন্তু কেন?
এবিষয় এক সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছেন, বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি অনেক বদলে গিয়েছে। আজকাল যে সব ছবি তৈরি করা হচ্ছে তার মধ্যে কোনও অনুপ্রেরণা নেই। গায়কের মতে, এই ধরনের ছবি থেকে আদতে কিছুই শেখার নেই।
আরও পড়ুন
তিনি আরও জানিয়েছেন, বর্তমান ইন্ডাস্ট্রিতে যে ধরণের ছবি তৈরি হয় তা একেবারেই পছন্দ করেন না গায়ক। সেই কারণেই বলিউড ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। এখন যেসব ছবি তৈরি হয় তাতে সমাজে এক খারাপ প্রভাব পড়ছে বলেও দাবি সঙ্গীতশিল্পী লাকি আলী-র।
বর্তমানে অভিনয়ের সঙ্গে যুক্ত না থাকলেও গান নিয়ে চর্চা বন্ধ করেননি গায়ক। প্রত্যেক প্রজন্মের কাছে বারবার তিনি ফিরে এসেছেন একজন মন ভাল করার কারিগর হিসেবে।