চলতি বছরে পুজোর মরশুমে টলিউডে রয়েছে ধামাকাদার কিছু সিনেমার হাড্ডাহাড্ডি লড়াই। সেই লড়াইয়ের ময়দানে রয়েছেন টলিউডের একাধিক প্রথম সারির পরিচালকেরা। তাঁদের মধ্যে অন্যতম হলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতার রায়। এবারের পুজোয় দর্শকদের তাঁরা উপহার হিসেবে দিতে চলেছেন “বহুরূপী” সিনেমাটি। সেই সিনেমার প্রথম গান শুনেই এবার প্রশংসায় পঞ্চমুখ সঙ্গীত পরিচালক এ আর রহমান।
প্রসঙ্গত, আগামী ৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত “বহুরূপী” সিনেমাটি। আগেই প্রকাশ্যে এসেছে এই সিনেমার প্রথম ঝলক। যা দেখার পর রীতিমতো উচ্ছ্বসিত দর্শকরা।
তবে এবার প্রকাশ্যে এল এই সিনেমার প্রথম গান “শিমূল পলাশ”। এই গানের মধ্য দিয়ে পর্দায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়ের প্রেমের রসায়ন নজর কেড়েছে সকলের। সেই গানই পৌঁছে গিয়েছে অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান-এর কানে। নিজের এক্স হ্যান্ডেলে সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী এবং গোটা “বহুরূপী” টিমকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বহুরূপী সিনেমার এই গানটি লিখেছেন ননীচরন দাস বাউল। সুর দিয়েছেন সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী। ননীচরণ দাস বাউলকে অভিনয় করতেও দেখা যাবে এই সিনেমাতে।
নব্বইয়ের দশকের এক দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতির নেপথ্যে তৈরি করা হয়েছে এই সিনেমার গল্প। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী এবং স্বয়ং পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে।
গতবছর পুজোত মুক্তি পেয়েছিল রক্তবীজ সিনেমাটি। পরিচালনা থেকে সকলের অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের। বক্সঅফিসে ব্যাপক সাফল্য লাভ করেছিল এই সিনেমাটি। এবার বহুরূপী-তেও তার অন্যথা হবে না বলেই আশা করা যায়। এরপর আমার বস সিনেমাতেও দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে।