বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন ভারতের অন্যতম জনপ্রিয় সুরকার এ আর রহমান। ইচ্ছে সত্বেও পূরণ করতে পারলেন না বিয়ের ৩০ বছর। ২৯ বছরেই ভাঙতে হলো দাম্পত্য। তবে হঠাৎ ২৯ বছরের দাম্পত্য ভাঙার কারণ কি? গুঞ্জন উঠেছে, নেপথ্যে রয়েছে পরকীয়ার সম্ভাবনা।
বঙ্গতনয়ার মোহে ঘায়েল হয়েছেন সুর সম্রাট
সহকারী বাদক মোহিনী দের মোহে ঘায়েল হয়েছেন রহমান। সেই মোহের বসেই কি বিচ্ছেদ ডাকলেন ২৯ বছরের দাম্পত্য জীবনে? এমনিতেই বঙ্গ তনয়াদের বদনাম আছে তাঁরা নাকি কালাজাদু করে বহু কিছু বশে আনতে পারেন। এবার সেই কালাজাদুতেই কি ঘায়েল হলেন সুরসম্রাট? একই দিনে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন রহমান ও তাঁর সহকারী গিটারিস্ট। তারপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। এবারে এই বিষয়ে মুখ খুললেন খোদ মোহিনী।
নিজের বিবাহ বিচ্ছেদের সঙ্গে রহমানের বিবাহ বিচ্ছেদের সংযোগ কেন করা হচ্ছে সেই নিয়েই মুখ খুললেন মোহিনী। তাঁদের নিয়ে যাবতীয় গুঞ্জন, জল্পনা নিয়ে কথা বললেন খোদ রহমানের টিমের গিটারবাদক। এ আর রহমানের ঊনত্রিশ বছরের দাম্পত্য ভাঙার নেপথ্যে কি কলকাতা কন্যার আদৌ হাত আছে? মিউজিক মায়েস্ত্রোর বিচ্ছেদের পর থেকেই সংবাদের শিরোনামে বঙ্গললনা মোহিনী দে। কারণ, এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই তাঁর টিমের সহযোগী বেসিস্ট মোহিনী দে-ও সোশ্যাল মিডিয়ায় স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন।
মোহিনী দে বর্তমানে ফ্রান্সে। নিজের শো নিয়ে ব্যস্ত তিনি। নানা গুঞ্জন, জল্পনা বিদেশে ব্যস্ত মোহিনীর কানে পৌঁছতে দেরি হয়নি। এদিকে চারদিক থেকে সাক্ষাৎকারের আবেদন এলেও সকলকে সবিনয়েই প্রত্যাখ্যান করেছেন গিটারবাদক বঙ্গকন্যা। সকলের জ্ঞাতার্থে মোহিনী সাফ জানিয়ে দিলেন যে, এসব ভুয়ো রটনা, জল্পনা নিয়ে কথা বলে নিজের শক্তিক্ষয় করতে নারাজ তিনি।
গুঞ্জনের মুখে একদম ঝামা ঘষে দিলেন মোহিনী! রহমানের সঙ্গে সংযোগ নিয়ে কি বললেন তিনি?
‘সাক্ষাৎকারের জন্য পাহাড়প্রমাণ অনুরোধ উপচে পড়েছে আমার কাছে। আর আমি খুব ভালো করেই জানি যে, ঠিক কোন বিষয়ে আমার কাছ থেকে জানতে চাইছেন বা কী নিয়ে সকলে কথা বলতে চাইছেন। তাই খুব বিনয়ের সঙ্গেই সকলকে ফিরিয়ে দিচ্ছি কারণ এসব ভুয়ো তথ্য, রটনা-জল্পনাযজ্ঞে কোনওরকম ঘৃতাহূতি করতে নারাজ আমি। এসব ফালতু গুজবে আমার শক্তিক্ষয় করার মতো সময় নেই। তাই দয়া করে, আমার গোপনীয়তাকে সম্মান করুন।’ ইনস্টাগ্রাম স্টোরিতে একথা লিখে পোস্ট করেছেন রহমানের টিমের সহযোগী বেসিস্ গিটারিস্ট।
মোহিনী দে আদতে কলকাতার মেয়ে। বয়স মাত্র ২৯। জনপ্রিয় বেসিস্ট হিসেবে কলকাতায় বহুদিন আগে থেকেই পরিচিত। তাঁর নিজেরও একটি ব্যান্ড রয়েছে, তবে রহমানের সঙ্গেও তিনি পারফর্ম করেন। রহমানের সঙ্গে বিশ্বজুড়ে প্রায় ৪০ টি শোতে পারফর্ম করেছেন মোহিনী। গান বাংলা এস উইন্ড অব চেঞ্জের মাধ্যমেই জনপ্রিয়তা পান। তার পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। অস্কারজয়ী শিল্পীর সঙ্গে কাজের পাশাপাশি নিজের দেশ-বিদেশে নিজের ব্যান্ডের শো নিয়েও ব্যস্ত থাকেন তিনি।
তবে দুই ঘন্টার তফাতে আসা খবর নিয়ে যোগসূত্র খুঁড়ে নানা জল্পনা নেটপাড়ায়। রটে গিয়েছে, রহমান-সায়রাবানুর ত্রিশ বছরের দাম্পত্যে ডিভোর্সের নেপথ্যে নাকি এই বঙ্গকন্যার কারসাজি রয়েছে। মিডিয়াতে চলছে রহমানের সঙ্গে তাঁর পরকীয়ার গুঞ্জন। এবার যাবতীয় গুঞ্জন, জল্পনার ওপর একদম ঝামা ঘষে দিলেন মোহিনী। তিনি সাফ জানিয়ে দিলেন যে, এসব ভুয়ো রটনা, জল্পনা নিয়ে কথা বলে নিজের শক্তিক্ষয় করতে নারাজ তিনি।