Movie Tollywood

টলিউডে এবার নয়া চমক! প্রেমের সম্পর্কে মমতা-ভিক্টর!

জুটি গঠনের নির্দিষ্ট কোনো বয়েস থাকেনা, থাকতে নেই। নাহলে বড়সড় চমক দেখা হয় না দর্শক ভক্তদের। সেরকমই এক চমক এবার বড়পর্দায় আনতে চলেছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। তবে জুটি গঠন তিনি করলেও এবারে ছবির পরিচালনা তিনি করছেন না। বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর ও ভিক্টর ব্যানার্জিকে নিয়ে নতুন জুটি বাঁধবেন অরিন্দম ভট্টাচার্য। ছবি পরিচালনায় থাকবেন অভিজিৎ চৌধুরী।

প্রথমবার বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধবেন ভিক্টর-মমতা। তাঁদের নিয়ে প্রেমের সম্পর্কের গল্প বাঁধবেন অভিজিৎ। মমতা ও ভিক্টর দুজনেই বাঙালির আইকন। বাংলা সংস্কৃতির সঙ্গে মিশে আছেন দুজনেই। সংস্কৃতি চর্চাও করেন দুজনেই। অথচ অবাক করা বিষয় হলো এরআগে কখনো বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধেননি মমতা শঙ্কর ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সেই পাওনা এবার মেটালেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। সিনেমার নাম যদিও এখনো চূড়ান্ত হয়নি। তবে এই ছবিতে পরিচালকের আসনে থাকছেন না অরিন্দম ভট্টাচার্য।

পরিচালকের আসনে থাকছেন না অরিন্দম

অরিন্দমের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো ‘শিবপুর’। এই ছবি নিয়ে বহু বিতর্ক উঠেছিলো সেসময়। সিনেমার এক প্রযোজকের বিরুদ্ধে তো অশ্লীলতার অভিযোগ তুলে বসেন টলিউডের বোল্ড কুইন স্বস্তিকা মুখোপাধ্যায়। সে সময় কম জলঘোলা হয়নি এসব নিয়ে। এরপর অরিন্দম শপথ নিয়ে বসেছিলেন আর তিনি বাংলা ছবি করবেন না। বরং পা বাড়াবেন মুম্বইয়ের পথে। সেখানে গিয়েই কাজ করবেন।

তবে বাংলা ছবি প্রযোজনা করবেন না, এমন কথা কিন্তু বলেননি অরিন্দম। তাই এবারে প্রযোজকের ভূমিকায় থাকছেন অরিন্দম ভট্টাচার্য। মমতা শঙ্কর ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন ছবি পরিচালনা করবেন অরিন্দমের সহকারী পরিচালক অভিজিৎ চৌধুরী। টলিপাড়া তাঁকে বাপ্তান নামে চেনে।

প্রসঙ্গত এরআগে আজকালকার মেয়েদের শাড়ি পরা নিয়ে মমতা শংকরের মন্তব্যেও তাঁকেও বেশ অপমান করে বসেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।এবারে মমতা শঙ্করের সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। গতবছর পুজোতে ভিক্টর ব্যানার্জি অভিনীত ‘রক্তবীজ’ সিনেমা ব্যাপক সাফল্য পেয়েছে বক্সঅফিসে। আবারো বাংলা ছবিতে দেখা যাবে অভিনেতাকে।

প্রযোজক অরিন্দম বলেছেন এই সিনেমার মুখ্য চরিত্রের চেহারায় আভিজাত্যের ছাপ প্রয়োজন ছিল। সেই বনেদিয়ানা তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর একমাত্র ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই খুঁজে পেয়েছেন। আর সেকথা ভেবেই হয়েছে সিনেমার কাস্টিং। মমতা শঙ্কর এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায় কে জুটি বানানোর কথা আগে কেউ ভাবেনি কেন তা নিয়ে বেশ অবাক হয়েছেন অরিন্দম।

ছবিতে থাকছে একাধিক চমক!

এখানেই সিনেমার চমক শেষ নয়, আরও আছে। সিনেমার শ্যুটিং উত্তরাখণ্ডে হবে বলে জানান অরিন্দম। সিনেমা জগত থেকে বেশ অনেকটাই দূরে থাকেন অভিনেতা ভিক্টর ব্যানার্জি। পাহাড়ী এলাকা ভালোবাসেন বলে এখন তাঁর ঠিকানাও মৌসুরী। বোধহয় অভিনেতার পছন্দের জায়গা বলেই অরিন্দম ঠিক করেছেন উত্তরাখন্ডেই ছবির শ্যুটিং করবেন। ছবির কাস্টিং নিয়ে মমতা শঙ্কর ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়ে গেছে। এরআগে সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মমতা নিজেই বলেছিলেন সেকথা।

তবে সিনেমার বাকি গল্প অনুসারে তরুণ নয়া অভিনেতাদের কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। তবে আগামি বছরেই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে। অরিন্দমের ছবি মানেই সেই গল্পে থাকে রহস্য-রোমাঞ্চ। এবার অবশ্য ছক ভাঙছেন তিনি। নিজে পরিচালনা করছেন না বলে এমন সিদ্ধান্ত কিনা তা ঠিক বলা যাচ্ছে না। তবে এই ছবির গল্প হবে প্রেম, সম্পর্কের টানাপোড়ন দিয়ে গাঁথা। এরআগে মমতা শঙ্করকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছে ‘বিজয়ার পরে’ ছবিতে। অপরদিকে গত বছর পুজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’ সিনেমায় দেখা গিয়েছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে।

Priyanka Sarkar

Priyanka Sarkar

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome to Xplorent Media, where every click brings the colourful worlds of Bollywood and Tollywood  to life. 

Our Company

Get Latest Updates and big deals

    Come along and discover the wonders of television, films, and celebrity culture like never before!

    Xplorent Media @2024. All Rights Reserved.