বড়দিনে প্রেক্ষাগৃহে বড় ঝড় তোলার প্রস্তুতি নিয়েছে বাংলা সিনেমা। একটা দুটো নয়, চার চারটে বাংলা সিনেমা মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে! ইতিমধ্যেই সমাজমাধ্যম খুললেই দেখা যাচ্ছে বাংলা সিনেমার দাপট। বিশেষ করে বাংলার চালবাজ দেবের অভিনীত নতুন ছবি ‘খাদান’ এর রমরমা দেখা যাচ্ছে সমাজমাধ্যমে। তবে অন্য সিনেমাগুলিও কিছু কম নয়। রাজ চক্রবর্তীর পরিচালনায় একসঙ্গে পর্দায় দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলি, মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তীকে। ছবির নাম, ‘সন্তান’। মানসী সিনহার পরিচালনায় একঝাঁক তারকার সমন্বয় দেখা যাবে ‘৫ নং স্বপ্নময় লেন’ সিনেমায়। আরও আসছে ‘চালচিত্র’ সিনেমা। সেখানে একসঙ্গে অভিনয় করছেন দুই বাংলার মোট ৫ জন অভিনেতা। আছেন বলিউডের গাঙ্গুবাই খ্যাত শান্তনু মহেশ্বরী। আছেন ওপার বাংলার অপূর্ব। আছেন টোটা রায় চৌধুরী, আছেন অনির্বাণ চক্রবর্তী। ‘খাদান’ সিনেমাতেও অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে।
বড়দিনে একইসঙ্গে মুক্তি পেতে চলেছে চার চারটে বাংলা সিনেমা!
‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’, এবং ‘৫ নং স্বপ্নময় লেন’ চারটে বাংলা সিনেমা একসঙ্গে মুক্তি পাচ্ছে বড়দিনের মরশুমে। ২০ ডিসেম্বর শীতকালীন প্রেক্ষাগৃহে একসঙ্গে চারটে সিনেমা মুক্তি পেতে চলেছে। তবে গত দু সপ্তাহ ধরে বাংলার প্রেক্ষাগৃহে রাজ করছে দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’। একাই গদি দখল করে আছে দক্ষিণী এই ছবি। আর একারণেই বেশি সংখ্যক শো পাওয়া নিয়ে বেগ পেতে হচ্ছে বাংলা সিনেমাগুলোকে। বাংলাতে বাংলা সিনেমার জন্য শো পাওয়া যাচ্ছে না এব্যাপারে দেব একাই ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
বাংলাতে বাংলা সিনেমার জন্য শো পাওয়া যাচ্ছে না এব্যাপারে গলা তুলেছিলেন দেব। তবে সোশাল মিডিয়ায় আর অন্য কোনও পরিচালক বা প্রযোজক এই নিয়ে কথা বলেনি। তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, ‘সন্তান’ও নাকি একই সমস্যার সম্মুখীন। তবে এই নিয়ে এখনো গলা তোলেনি সেই ছবির পরিচালক বা অন্যান্য শিল্পীরা। তবে বাংলা সিনেমার এই সমস্যা নিয়ে এবার গলা চড়ালেন কুণাল ঘোষ।
এবার বাংলা সিনেমার হয়ে গলা ছাড়লেন, কুণাল ঘোষ। তিনি বলেন, ‘পুষ্পা ২’ ঝড়ে বাংলা সিনেমা কেন ব্রাত্য থাকবে? সেই প্রশ্ন তুলে ইতিমধ্যেই সরব হয়েছে টলিউডের একাংশ। কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে চারটি বড়দিন রিলিজের সিনেমার পোস্টার পোস্ট করে লিখেছেন, “‘পুষ্পা ২’ চলুক। কিন্তু সামনে চারটি নতুন বাংলা সিনেমা আসছে। ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’, এবং ‘৫ নং স্বপ্নময় লেন’। পাশাপাশি ‘বহুরূপী’ এখনও দাপটে চলছে। বাংলা ছবির হল পেতে সমস্যার কথা শোনা যাচ্ছে কেন? হিন্দি বা অন্য ছবি চলবে। কিন্তু বাংলা ছবিকে যথাযথভাবে দর্শকের দরবারে হাজির হওয়ার সুযোগ তো দিতে হবে। দর্শক ভালোমন্দ বিচার করবেন তারপর। চারটি নতুন ছবি একসঙ্গে। কম বড় কথা নয়। হল সমস্যার সুষ্ঠু সমাধান হোক।”
শুক্রবার, ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে চারটে বাংলা ছবি। তবে বুধবার থেকেও ‘খাদান’-এর অগ্রীম বুকিং শুরু করতে পারলেন না দেব। দর্শক-অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি এর জন্যে। দক্ষিণী ব্লকবাস্টার ‘পুষ্পা’ ঝড়ে টলিউড সম্মুখীন শনির দশার। তবে এই প্রথমবার যে বাংলা ছবি এমন সমস্যার সম্মুখীন হচ্ছে তা কিন্তু নয়। এর আগেও বাংলার প্রেক্ষাগৃহেই বাংলা সিনেমা ‘কোণঠাসা’ হওয়ার খবর একাধিকবার শিরোনামে এসেছে।
দক্ষিণী সিনেমার দাপটে শো পাচ্ছে না বাংলা সিনেমা!
সপ্তাহ দুয়েক আগে মুক্তি পাওয়া দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২’র জন্য রীতিমতো আশঙ্কায় রয়েছে টলিউড। টানা দুই সপ্তাহ রমরমিয়ে ব্যবসা করার পরও বড়দিনের সপ্তাহেও যে বাংলার প্রেক্ষাগৃহে দক্ষিণী সিনেমার দাপট বজায় থাকবে, তার আগাম ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই। বুধবার দুপুরে প্রযোজক তথা টলিউড সুপারস্টার দেব খোদ জানালেন, “‘খাদান’-এর অগ্রিম বুকিং শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শেষমুহূর্ত পর্যন্ত লড়ে যাচ্ছি। বাংলার প্রেক্ষাগৃহগুলিতে অন্য ভাষার সিনেমার ডিস্ট্রিবিউশনই এর জন্য দায়ী।”
শোনা যাচ্ছে, ‘খাদান’-এর মতোই একই পরিস্থিতির শিকার বড়দিনের আরও দুই রিলিজ- রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ এবং প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’। তবে বৃহস্পতিবার রাতের মধ্যেই খাদন ছবির রাত ২ টোর শো ও পুরো হাউজফুল। এতে যেন কিছুটা আশার আলো দেখলো সুপারস্টার দেব। বাংলার দর্শক যে বাংলা সিনেমা দেখতেও আগ্রহী তার আভাস মিলেছে। তবে পুরোপুরি সমাধান কিন্তু মোটেই হয়নি। এবার বাংলা সিনেমার শো সংখ্যার সমস্যা সমাধানের জন্য বিশেষ বার্তা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।