বাঙালি উৎসবপ্রেমী, ১২ মাসে ১৩ পার্বণ তাঁদের লেগেই থাকে। আর বাঙালিও ভালোবাসে উৎসবে মশগুল হতে। পুজো পার্বণ, খেলা ধুলো, সাহিত্য বা সিনেমা সবকিছু নিয়েই বাঙালির উৎসবের কমতি নেই। কমতি নেই আগ্রহ কৌতুহল ও উদ্দীপনার। সিনেমাপ্রেমী বাঙালি ভালোবাসে চলচ্চিত্র উৎসব। প্রতিবছর তাই বাঙালির চাহিদা মেটাতেই অনুষ্ঠিত হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অধীর আগ্রহে এই উৎসবের অপেক্ষায় থাকে বাঙালি। তবে এবছরের মতো অপেক্ষার অবসান ঘটেছে। এবারে হয় ৪ঠা ডিসেম্বর থেকে শুরু হয়ে গেলো বাঙালির জনপ্রিয় সিনে উৎসব।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিনেমার স্ক্রিনিং
৪ঠা ডিসেম্বর বুধবার থেকে শুরু হয়ে গেছে বাঙালির জনপ্রিয় চলচ্চিত্র উৎসব কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলা সিনেমা দেখতে মুখ্যমন্ত্রী ডাক দিলেন গোটা বিশ্বকে। বাংলা সিনেমার জয়গান গেয়ে বক্তৃতা রাখলেন মহারাজ সৌরভ গাঙ্গুলি। মুখ্যমন্ত্রী করলেন দেব রুক্মিণীর সঙ্গে খুনসুঁটি। সব মিলিয়ে বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়ে গেল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর এবার ৫ তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হবে সিনেমা স্ক্রিনিং। উৎসবের প্রথমদিন কি কি সিনেমা থাকছে সেটা জেনে নেওয়া যাক।
সন্ধ্যে ৭ টায় দর্শকদের জন্য থাকছে বিশেষ স্ক্রিনিং
নন্দন ১-এ সকাল ৯ টায় দেখানো হবে, তপন সিনহা পরিচালিত ‘কাবুলিওয়ালা’। নস্ট্যালজিয়ায় ফিরতে হলে এই পঞ্চাশের দশকের এই ছবি দেখা কিন্তু খুবই জরুরী। এছাড়াও, আরেকটি ছবি ঘিরে সিনেপ্রেমীদের প্রত্যাশা এবং উন্মাদনা দুটোই মারাত্মক! সেটি হল পাবলো সিজারের পরিচালিত ‘থিঙ্কিং অফ হিম’। নন্দন ১-এ সন্ধে ৭টায় কিন্তু রয়েছে স্পেশাল স্ক্রিনিং।
নন্দন ২-তে এদিন বেলা দেড়টায় থাকছে রনজিৎ রায় পরিচালিত ‘পুতুলনামা’। সন্ধে সাড়ে ৬টায় দেখানো হবে ‘হোয়েন ফল ইজ কামিং’। চলতি বছরেই মুক্তিপ্রাপ্ত এই ফরাসি ছবি ফ্রান্সে বহুল প্রশংসিত হয়েছে। পয়লা দিনে নন্দন ৩-তে বড় চমক রেজওয়ান রব্বানি শেখ পরিচালিত ছবি ‘কালীকথা কলিকাতা’। জানা গিয়েছে, এই স্বল্প দৈর্ঘের ছবিতে ভিন্ন আঙ্গিকে তিলোত্তমাকে তুলে ধরেছেন পরিচালক। বিকেল ৫টায় শো রয়েছে নন্দন ৩-এ।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিনের সবথেকে বড় চমক সুমন ঘোষ পরিচালিত তথ্যচিত্র ‘পরমা’। যা কিনা একাধারে অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের জীবন অবলম্বনে তৈরি। ক্যামেরার সামনে থেকে শুরু করে ক্যামেরার নেপথ্যের অপর্ণা সেনের জার্নি দেখা যাবে এই তথ্যচিত্রে। দুপুর দেড়টায় শিশির মঞ্চে দেখা যাবে এই তথ্যচিত্র। রবীন্দ্র সদনে সন্ধে ৬টায় থাকছে অর্ক মুখোপাধ্যায় পরিচালিত বাংলা প্যানোরমা ‘কাল্পনিক’। যে ছবি নিয়েও প্রত্যাশার পারদ চড়েছে দর্শকমহলে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সিনেমাপ্রেমীদের ভালো ভালো সিনেমা উপহার দিক এমন আশা রয়েছে দর্শকের। দর্শক প্রাণ ভরে সিনেমা উপভোগ করবেন এমন আশা রাখছেন আয়োজকরা।