আর জি কর কাণ্ডে উত্তাল রাজ্য থেকে রাজনীতি। ঘটনার পর অতিবাহিত একমাস। তবুও থেমে থাকেনি জনগণের প্রতিবাদ। দিকে দিকে চলছে আন্দোলন ও জমায়েত। রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা সকলে পা মিলিয়েছেন আন্দোলনে। বাদ যাননি কন্টেন্ট ক্রিয়েটের এবং ইউটিউবাররাও। যে সমস্ত সোশ্যাল মিডিয়া তারকারা প্রথমদিন থেকেই এই ধর্ষণ ও খুনের মামলায় আওয়াজ তুলেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন ইউটিউবার কিরণ দত্ত।
কটাক্ষ কিরণ দত্তকে
প্রথমদিন থেকেই তিনি সাধারণ মানুষের সঙ্গে উপস্থিত থেকেছেন জমায়েতে। তাঁর মুখেও ছিল প্রতিবাদের স্লোগান, “বিচার চাই”। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা দিনরাত বিচার চাওয়ার আশায় অবস্থান করছেন রাস্তায় তাঁদের কাছে যাতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে যায় সেই বিষয়টিও নিশ্চিত করেছিলেন কিরণ দত্ত। তবে প্রতিবাদের মঞ্চে স্বশরীরে উপস্থিত থাকলেও সমাজমাধ্যমের পাতায়ও প্রতিবাদে জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও। আরজিকর কাণ্ডে সরব হয়ে একের পর এক পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। তবে এই সমস্ত পোস্ট করার ফলে তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষের ঝড়। পোস্টগুলির কমেন্ট বক্স খুললেই দেখা যাচ্ছে নেটিজেনদের একাংশ তীব্রভাবে আক্রমণ করছেন এই ইউটিউবারকে। কেউ কেউ আবার সর্বসমক্ষে হুমকিও দিয়েছেন কিরণ দত্তকে।
ফের বিতর্কে কিরণ দত্ত
সম্প্রতি ফের একবার নিজের ফেসবুকের পাতায় পোস্ট করে বিতর্কের মুখে পড়লেন কিরণ। তিনি নিজের ফেসবুকে প্রায় একদিন আগে শেষ পোস্ট করেন, যেখানে তিনি লেখেন , “ত্রিপল গুলো একবার গুনে নেবেন”। এই পোস্টের মাধ্যমে তিনি যে শাসক দলের ‘ ত্রিপল চুরি ‘ বিতর্ককে খানিকটা উস্কে দিলেন তা স্পষ্ট। এরপরেই এই পোস্টের কমেন্ট সেকশনে কটু ভাষায় মন্তব্য করা শুরু হয় কিরণ দত্তকে। কোনো কোনো কমেন্টে ইউটিউবারের পরিবারকেও নোংরা ভাষায় আক্রমণ করা হয়। একজন ব্যবহারকারী রীতিমতো কিরণের বাড়িতে লোক পাঠানোর হুমকিও দিয়েছেন।
কিরণ দত্তের প্রতিক্রিয়া
আর এই সমস্ত কটাক্ষের পর সেই পোস্টের কমেন্ট বক্সেই নিজের প্রতিক্রিয়া লিখলেন কিরণ দত্ত। তিনি লিখেছেন, ” আমার বিশ্বাস সবার মধ্যেই ভালো মানুষ এখনো জীবিত আছে। ভুল বুঝে মানুষ অন্যকে শত্রু ভাবতে শুরু করে।আপনারা কেউ আমার শত্রু নন , আমিও নই আপনাদের। তাই শেষবারের মতো একদম নীচে নেমেই আমি আমার মতো বোঝানোর চেষ্টা করছি।” এছাড়া তিনি আরো যোগ করলেন , ” আপনার সত্যি মনে হয় আমি টাকার জন্য এগুলো করছি? শেষ দুমাস তো এক টাকাও রোজগার করিনি। কিন্তু বন্যার জায়গা গুলোয় ১ লাখের ও বেশী টাকা আমি পাঠিয়েছি।, ঢাক পিটিয়ে বলতাম ডোনেট করেছি।ভিডিও করতাম। তা করেছি? আমাকে কোনোদিনই রাজনীতিতে দেখবেন না আমি কথা দিলাম। ”
প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের জেরে বর্তমানে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত রয়েছেন জুনিয়ার ডাক্তাররা, সেখানেই হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই এই পোস্ট সমাজমাধ্যমের পাতায় করেছিলেন কিরণ দত্ত।