এতো বছরে এই প্রথম, জন্মদিনে এই প্রথমবারের জন্য মন্নতের ব্যলকনিতে আসেননি বলিউড বাদশা। তাঁর সমস্ত অনুরাগীদেরই তাই হতাশ হয়ে ফিরে যেতে হয়। শোনা যাচ্ছে বাবা সিদ্দিকির খুন, সালমান খানকে একের পর এক প্রাণ ঘাতক হুমকির কারণেই এবার তিনি একটু বেশি সতর্কভাবেই পা ফেলছেন।
তবে জন্মদিনের আগের দিন রাতে রানি মুখোপাধ্যায়ের দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন শাহরুখ। সঙ্গে ছিলো মেয়ে ও তাঁর বিশেষ বন্ধু। সেখান থেকে ফিরে বাড়িতে একান্তেই স্ত্রী ও সন্তানদের সঙ্গে কেক কেটেছেন বাদশা শাহরুখ খান। তবে সরাসরি দেখা না করলেও সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য অনুরাগীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি শাহরুখ।
২ নভেম্বর, শনিবার ছিল কিং খানের জন্মদিন। ওইদিনই ৫৯ বছরে পা রেখেছেন বাদশা। প্রতিবারের মতো খুবএকটা সেলিব্রেশনের ঘনঘটা ছিল না ঠিকই, তবে এবার জন্মদিনে নিজের জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিয়েছেন বলিউড কিং। আর নিজেই বড় করে সেই ঘোষণা করেছেন একটি অনুষ্ঠানে। যা শুনে একপ্রকার চমকে উঠেছেন শাহরুখের অনুরাগীরা।
সকলকে অবাক করে জীবনের বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন শাহরুখ। কিং খানের এই সিদ্ধান্তে হতবাক অনুরাগীরা। অতি সম্প্রতি দুবাইতে ছেলে আরিয়ানের পোশাক ব্র্যান্ডের লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন বাদশা। দুবাই তাঁর সেকেন্ড হোম সেকথা মাঝে মধ্যেই বলেন তিনি। তাই ছেলের পোশাক ব্র্যান্ডের উদ্বোধনও সেখানেই হলো। ভাইরাল ভিডিয়োটিতে শাহরুখের পোশাক দেখলেই বোঝা যায় সেই অনুষ্ঠানেই ছিলেন বাদশা। সেখানেই এই ঘোষণা করেছিলেন শাহরুখ। কিং খানের ঘোষণা শুনে মুখ হাঁ হয়ে যায় মঞ্চে থাকা সঞ্চালিকারও। কী এমন ঘোষণা হলো কিংয়ের তরফ থেকে?
কি ঘোষণা করলেন বাদশাহ?
সোশ্যাল মিডিয়াতে শাহরুখের অন্যতম ফ্যানক্লাবের পক্ষ থেকে কিং খানের এই ঘোষণার ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে স্টেজে দাঁড়িয়ে তাঁকে বলতে শোনা যাচ্ছে, তিনি তাঁর ভক্ত বন্ধুদের উদ্দ্যেশ্যে বলছেন, তিনি একটি ভালো খবর দিচ্ছেন। খবর হলো, তিনি আর ধূমপান করেন না। যা শুনে রীতিমতো হতবম্ব হয়ে যান ওই সময় স্টেজে দাঁড়িয়ে থাকা সঞ্চালিকাও।
দর্শকের আসনে বসা লোকজনকেও শাহরুখের এমন কথায় উল্লাস করতে শোনা যায়। শাহরুখ আরও বলেন, তিনি ভাবতে পারেন নি ধূমপান ছাড়ার পর তিনি এতোটা শ্বাসকষ্ট অনুভব করবেন। যে শ্বাসকষ্ট তিনি অনুভব করছেন, সেটা তাঁর ধারণার বাইরে ছিল। তবে তিনি সৃষ্টিকর্তার ভরসায় এখনো আশাবাদী যে তাঁর এই সমস্যাও খুব শিগগিরই ঠিক হয়ে যাবে।
ভিডিয়োটিতে শাহরুখের পোশাক দেখে বোঝা যাচ্ছে অতি সম্প্রতি দুবাইতে ছেলে আরিয়ানের পোশাক ব্র্যান্ডের লঞ্চ অনুষ্ঠানে গিয়েই এই ঘোষণা করেছেন শাহরুখ। তবে তাঁর কথাতেই স্পষ্ট জানা গেলো সাম্প্রতিক সময়ে শ্বাস নিতে সমস্যা দেখা দিয়েছিল তাঁর। আর সেকারণেই তিনি নিজের জীবনের এই বড় সিদ্ধান্ত নিয়েছেন।
অনুরাগীদের প্রতিক্রিয়া
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার বেশ ভাইরাল শাহরুখ খানের এই ভিডিয়ো। ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভক্তদের। বরাবরই শাহরুখের অতিরিক্ত ধূমপানের অভ্যাসের কথা প্রায় সকলেরই জানা ছিল। ২০১১ সালে নিজের দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই নিজের অতিরিক্ত ধূমপানের অভ্যাস সম্পর্কে জানিয়েছিলেন। তবে এবার সেই শাহরুখই ধূমপান ছাড়ার কথা বলে সকলকে অবাক করে দিয়েছেন। যদিও কিং খানের এই স্বাস্থ্য সচেতন সিদ্ধান্তে বেজায় খুশি অনুরাগী ও শুভাকাঙ্খীরা।
২০১১ তে দেওয়া সেই সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন, তিনি দিনে অন্তত ১০০টি সিগারেট খান। প্রায় ৩০ কাপ ব্ল্যাক কফি তাঁর নিত্যদিনের অভ্যেস। তবে জল আর খাবার খেতে নাকি একপ্রকার ভুলেই যান তিনি। একথার সাথেই মজা করে তিনি বলেছিলেন, এতো অনিয়মের পরেও যদিও তাঁর সিক্স প্যাক আছে। নিজের যত্নের ব্যাপারে তিনি ঠিক যতটা উদাসীন অন্যরা ততবেশি তাঁর যত্ন নেন।