বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুরকার ছিলেন আদেশ শ্রীবাস্তব। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি লড়াই করেছিলেন ক্যান্সার নামক মারণ রোগের সঙ্গে। তবে শেষ রক্ষা হয়নি, ২০১৫ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান আদেশ শ্রীবাস্তব। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার শাহরুখ খান ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আদেশের। এই সুরকারের শেষ সময় তিনি তাঁর সঙ্গে দেখাও করতে যান বলে জানা যায়। সেই সময় শাহরুখ খান নাকি আদেশের স্ত্রী বিজয়তা পণ্ডিতকে কথা দিয়েছিলেন ভবিষ্যতে তিনি তাঁদের সন্তান অভিতেশের কর্ম জীবনের দায়িত্ব নেবেন।
তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বিজয়তা পণ্ডিত দাবি করেছেন যে শাহরুখ খান যে কথা দিয়েছিলেন সে কথা তিনি রাখেননি। এমনকি কিং খান তাকে একটি ফোন নাম্বার দিয়েছিল, বর্তমানে সে ফোন নাম্বারে ফোন করলেও ফোন নাকি তুলছেন না অভিনেতা শাহরুখ খান।
শাহরুখ এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজয়তা
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিজয়তা পণ্ডিত শাহরুখ খানের বিরুদ্ধে এমনই অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন। এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আভেশ নিজের বাবার মতন একজন সুরকার হতে চায়, তবে এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে সে নাকি কোনো কাজের সুযোগ পাচ্ছে না। এমনকি কীভাবে নিজের কেরিয়ার শুরু করবে আভেশ সেটাই বুঝে উঠতে পারছে না সে। বিজয়তা পণ্ডিতের কথায় বিদেশ থেকে কাজ শিখে এসেছে তাঁর ছেলে, তবে তিনি দুঃখ প্রকাশ করেছেন এই ভেবে যে তাঁর ছেলে নিজের দেশেই কোনো কাজ পাচ্ছে না।
এই সাক্ষাৎকারে তিনি শাহরুখ খান প্রসঙ্গে বলেছেন , আদেশ যখন মৃত্যু শয্যায় ছিলেন সেই সময় তাঁর সঙ্গে শাহরুখ খান দেখা করতে এসেছিলেন। আদেশ তাঁর হাত ধরে অনুরোধ করেছিলেন যাতে ভবিষ্যতে তিনি তাঁর ছেলেকে দেখেন। শাহরুখ খানও কথা দিয়েছিলেন তিনি তাঁর সন্তানকে দেখে রাখবেন। তবে তিনি যে ফোন নম্বরটি দিয়েছিলেন সেটি এখন আর কাজ করছে না বলে জানান বিজয়তা।
শাহরুখ কে বার্তা দিলেন বিজয়তা
বিজয়তা পণ্ডিত এই সাক্ষাৎকারের মাধ্যমে শাহরুখ খানকে বলতে চেয়েছেন, তিনি আদেশের খুব ভালো বন্ধু ছিলেন। এই মুহূর্তে তাঁর সাহায্যের ভীষণ প্রয়োজন। বিজয়তা এই মুহূর্তে রোজগার করেন না, তাঁদের বাড়ির একমাত্র রোজগেরে মানুষ হলো তাঁর ছেলে আভেশ। সেই কারণে এই মুহূর্তে শাহরুখ খানের সাহায্য চাইছেন তিনি। বিজয়তা পণ্ডিত এটাও জানিয়েছেন যে শাহরুখ খানের এই সফল অভিনয় জীবনের পেছনে তাঁর দাদা যতীন এবং ললিতের একটি বড় ভূমিকা রয়েছে। শাহরুখ খানের কাছে তিনি আবেদন করেছেন কিং খান যেন এই বিষয়টি মাথায় রেখে তাকে সাহায্য করে।
আরও পড়ুন
এছাড়া তাঁর মতে তাঁর ছেলে আভেশ একজন ভালো অভিনেতাও তাই শাহরুখ খান যদি তাঁর প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেইনমেন্ট- কোনো কাজের সুযোগ করে দেন তাঁর ছেলেকে তাহলে তিনি খুবই কৃতজ্ঞ থাকবেন শাহরুখ খানের কাছে।
উল্লেখ্য , এই মুহূর্তে আভেশ ‘ স্যার , এক ফ্রাইডে ‘ নামক ছবিতে কাজ করছে। যা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। এছাড়া সে বেশ কিছু আন্তর্জাতিক স্তরের সুরকারের সঙ্গে কাজ করেছে বলেও জানান বিজয়তা।