চুপি চুপি প্রেমপর্ব সেরে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিয়ারা আডভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বলিউডের বেশ জনপ্রিয় দম্পতি এই তারকা যুগল। মাঝে মধ্যেই খবরের শিরোনামে আসেন তারকা দম্পতি। তবে এবারের কারণ কিছুটা ভিন্ন। বিয়ের বছর দুই না পেরোতেই বাবা মা হওয়ার সিদ্ধান্ত নিলেন সিড কিয়ারা। আর এই নিয়েই যত বিপত্তি।
সমাজমাধ্যমে বড়দিনের শুভেচ্ছা জানালেন সিড-কিয়ারা! তারপরেই গুঞ্জনের ঝড় উঠলো বলিউড জুড়ে—
দিন দুই হলো পেরিয়েছে ক্রিসমাসের দিন। বড়দিনের দিন উৎসবের আমেজ ছিল বলিউড জুড়ে। খোশমেজাজে ধরা দিলেন প্রায় সমস্ত তারকা। উৎসবের মরশুমে একান্ত সময় কাটিয়েছেন সিড কিয়ারাও। সমাজমাধ্যমে সেই ছবিই শেয়ার করেছিলেন তারকা দম্পতি। ছবিতে দেখা যায়, ক্রিসমাস ট্রি সাজানো রয়েছে পিছনে। আর সামনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে জাপটে ধরে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী কিয়ারা আডভানি। পরনে পোলকা ডটসের একটি ড্রেস। ঠোঁটে লাল লিপস্টিক।
সমাজমাধ্যমে এই ছবি সামনে আসতেই গুঞ্জন শুরু হয় বলিপাড়ায়। অথচ এক বছর আগেও ঠিক এমনই পোজে দেখা গিয়েছিল তারকা দম্পতিকে। সে বার কিন্তু তেমন কোনো আলোচনা হয়নি এই তারকা যুগলকে ঘিরে। তবে একটা ছবিতে এমন কি হলো যে ভক্তদের মাঝে শুরু হলো এমন গুঞ্জন। বিষয়টি হলো অভিনেত্রীর পোশাক। বড়দিনের সেই ছবিতে কিয়ারার পরনে পোলকা ডটের ড্রেস দেখা যায়। আর এই ড্রেসকে প্রেগন্যান্সি ঘোষণার অফিসিয়াল ড্রেস হিসেবে ধারণা করছেন দর্শক ভক্তরা।
অনুষ্কা থেকে প্রিয়াঙ্কা, প্রেগন্যান্সিতে সকলেরই পড়নে দেখা গেলো পোলকা ডট ড্রেস!
বড়দিনে কিয়ারার পরনে ছিল পোলকা ডটের ড্রেস। এই ছবি দেখেই অভিনেত্রী অনুষ্কা শর্মার কথা মনে পড়ে গেল ভক্তদের। কন্যা ভামিকার জন্মের আগে এমন একটি পোশাক পরেই ভামিকার আগমনের খবর দিয়েছিলেন অভিনেত্রী। তবে সেখানে নিজেই উল্লেখ করেছিলেন যে তাঁরা দুই থেকে তিন হচ্ছেন। কিন্তু অভিনেত্রী কিয়ারা কিন্তু সেরকম কিছুই জানাননি ভক্তদের। বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মাত্র। তারপরও গুঞ্জনকারীদের চুপ করানো যেন দায়।
বলিপাড়ায় নতুন গুঞ্জন। বিয়ের ২ বছরের মাথায় মা হতে চলেছেন অভিনেত্রী কিয়ারা। অভিনেত্রী অনুষ্কার পথেই হাঁটলেন তিনিও। একই স্টাইলে সন্তান আগমনের ঘোষণা করলেন নায়িকা। শুধু অনুষ্কা নয়, প্রেগন্যান্সি চলাকালীন অনেক অভিনেত্রীই ওই একই পোশাক পড়েছেন। সন্তান জন্মের আগে কারিনা কাপুর, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া সকলের পরনেই ছিল ওই এক পোশাক। তাই ভক্তদের ধারণা কিয়ারা গর্ভবতী বলেই হয়তো ওই ড্রেস পড়েছেন। তবে তারকা দম্পতির পক্ষ থেকে এই বিষয়ে মুখ খোলেননি কেউই।