কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান তাঁদের আসন্ন সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’-এর প্রচারে কলকাতায় আসেন। ১লা নভেম্বর ছবিটির মুক্তি উপলক্ষে তাঁদের শহরে আগমনের মূল লক্ষ্য ছিল ছবির প্রচার বাড়ানো, কারণ ছবির গুরুত্বপূর্ণ অংশগুলির শুটিং কলকাতায় হয়েছে এবং গল্পেও কলকাতা শহরের প্রভাব রয়েছে। বিশেষ করে মঞ্জুলিকা চরিত্রটি বাঙালি এবং শহরটির অনন্য সংস্কৃতি ছবিতে তুলে ধরা হয়েছে। ফলে শহরে এসে প্রচার করাটা তাদের কাছে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছিল।
কলকাতার লেক-মলের কাছে একটি রেস্তোরাঁয় কার্তিক এবং বিদ্যা সাংবাদিকদের মুখোমুখি হন। অনুষ্ঠানে বিদ্যা তাঁর ঝরঝরে বাংলা বলার দক্ষতা দেখিয়ে সবাইকে মুগ্ধ করেন। বিদ্যা সাংবাদিক বৈঠক শুরু করার আগে বাংলায় বলেন, “চলো শুরু করি।” তাঁর বাংলা শুনে কার্তিক কিছুটা অস্বস্তিতে পড়েন, কারণ তিনি বাংলা ভাষায় বিশেষ দক্ষ নন। তিনি মজার ছলে বলেন, “আমার জন্য সবটা ট্রান্সলেট করতে হবে কিন্তু।” যদিও কলকাতায় আসার আগে বিদ্যা তাঁকে কিছুটা বাংলা শেখানোর চেষ্টা করেছেন, তবুও কার্তিক বাংলা বলতে গিয়ে আটকে যান, এবং শুধুমাত্র “কেমন আছো?” বলেই থেমে যান।
আর জি কর নিয়ে বিদ্যার কি মন্তব্য?
বিদ্যা বালান মূলত মুম্বাইয়ের হলেও, কলকাতার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক রয়েছে। তাঁর প্রথম বাংলা ছবি গৌতম হালদারের ‘ভালো থেকো’ এবং প্রথম বলিউড ছবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘পরিণীতা’দিয়ে তাঁর যাত্রা শুরু। বিদ্যার ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় ছবি ‘কাহানি’-তেও কলকাতার প্রেক্ষাপটই ছিল মূল থিম, যা তাঁকে এই শহরের সঙ্গে আরও বেশি জড়িয়ে দেয়। কিছুদিন আগের আর জি কর মেডিকেল কলেজের ঘটনায় বিদ্যা মর্মাহত হন। তিনি বলেন, “কলকাতা প্রতিবাদের শহর। মায়ের শহরে এই রকম একটা ঘটনা কীভাবে ঘটে গেল বুঝতে পারলাম না।”
কাঞ্চন মল্লিকের প্রশংসা করে কার্তিক কি বলেন?
সাংবাদিক বৈঠকে কার্তিক আরিয়ান টলিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রশংসা করেন। তাঁর মতে, কাঞ্চনের অভিনয়ের দক্ষতা এতটাই প্রখর যে, সংলাপ ছাড়াই চোখের অভিব্যক্তি দিয়ে মুগ্ধ করতে সক্ষম তিনি। কার্তিক বলেন, “খুব ভালো লেগেছে কাঞ্চনের সঙ্গে কাজ করে। তাঁর কমিক টাইমিং এবং অভিনয়ের গভীরতা সত্যিই প্রশংসনীয়। আমরা অনেক গল্প শেয়ার করেছি, এবং তাঁর সাথে কিছু দৃশ্যে কাজ করে খুবই আনন্দ পেয়েছি। তিনি অত্যন্ত গুণী মানুষ এবং শক্তিশালী অভিনেতা।”
কেমন ছিল বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিতের যুগলবন্দী??
এছাড়া ভুলভুলাইয়া ৩-এ বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিতের যুগলবন্দী “আমি যে তোমার” গানে সবাইকে মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে। বিদ্যা বলেন, “মাধুরী ম্যাম-এর মতো একজন নাচের আইকনের সঙ্গে নাচতে গিয়ে শুরু থেকেই ভয়ে ছিলাম। তবে নিজেকে প্রস্তুত করেছি এবং সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।” সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করলে কার্তিক মন্তব্য করেন যে তিনজন অভিনেত্রীরই মঞ্জুলিকা চরিত্রে অভিনয়ের নিজস্ব বিশেষত্ব রয়েছে এবং তাঁরা প্রত্যেকেই দারুণ অভিনেত্রী।