বয়সে ফারাক বা ধর্ম নিয়ে বাঁধা কোনকিছুতেই হার মানে না ভালোবাসা। সাধারণ মানুষের জীবন হোক বা বলিউড সেলিব্রিটি ভালোবাসার জয় হয়েছে সর্বত্রই। অন্য ধর্মে বিয়ের বিষয় সেই ৮০র দশক থেকেই বলিউডে ঘটে আসছে। আবার বয়েসের ফারাক ও বলিউডের বেশ পুরোনো বিষয়।
তবে বয়েসের ফারাক নিয়ে এক অনন্য নিদর্শন তৈরি করেছেন নবাব পুত্র সাইফ আলী খান। নিজের থেকে ১৩ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন তাঁর প্রথম জীবনে। যদিও সেই বিয়েতে ফাটল এসেছে আজ বহুদিন। বর্তমানে বলিউডের বেবো অর্থাৎ কারিনা কাপুরের সঙ্গে সুখের সংসার চলছে নবাবের। প্রসঙ্গত কারিনা কাপুর আবার সাইফের থেকে ১০ বছরের ছোট। নেটিজেনরা একসময় নবাবের খেয়াল বলে ব্যাঙ্গও করেছেন সাইফকে।
তবে বয়েসের ফারাক ভালোবাসায় কোনোদিনই বাঁধা হয়ে দাঁড়ায়নি সাইফিনার। গুটি গুটি পায়ে বিয়ের ১২ বছর পার করে ফেললেন তাঁরা। এরআগে ২০১২ সালের ১৬ অক্টোবর দুজনার নিকাহ্ অর্থাৎ ইসলামি ধর্মমতে বিয়ে সম্পন্ন হয়। চার বছরের প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। তাঁদের দুই সন্তান তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খান। তবে বিয়ের পরেও কিন্তু নিজের ধর্ম বদলাননি অভিনেত্রী।
কবে থেকে সম্পর্ক ছিলো সাইফিনার?
এর আগে অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন বেবো। সেই সম্পর্ক পরিণতি না পাওয়ায় বেশ কষ্ট পেয়েছিলেন দর্শক ভক্তরা। অন্যদিকে নিজের থেকে ১৩ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন নবাব সাইফ। তাঁদের দুই সন্তানও রয়েছে, সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। তবে ২০০৪ সালে ভাঙন হয় সাইফ-অমৃতার বিয়ের। বিবাহ-বিচ্ছেদ ঘটে। তারপরেও নাকি রোজা নামের এক বিদেশিনির সঙ্গে বহুদিন লিভ ইনে ছিলেন সাইফ। ২০০৮ সালে বিচ্ছেদ হয় সেই সম্পর্কেরও।
এরপর ২০০৮ সালে তাশান সিনেমার শ্যুটিং চলাকালীন একে অপরের কাছাকাছি আসেন সাইফ ও কারিনা। দুজনার প্রেমের যাত্রাও শুরু হয় সেখানেই।
শোনা যায় সাইফ ও অমৃতার বিয়ের রিসেপশনে নাকি অতিথি হিসেবে এসেছিলেন বেবো। সেখানে কারিনা সাইফকে শুভেচ্ছা জানালে সাইফ আদুরে গলায় উত্তর দেন ‘ধন্যবাদ বাচ্চা’। যদিও এ ঘটনার সত্যতা যাচাই করা যায়নি। সাইফ বা কারিনা কেউই এই বিষয়ে মুখ খোলেনি কোনোদিন। তবে সাইফকন্যা সারার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বেবোর।
সাইফ কারিনার প্রথম দেখা
এক জনপ্রিয় রিয়ালিটি শো’য়ের মঞ্চে নিজেদের প্রথম দেখা নিয়ে মুখ খুলেছিলেন সাইফিনা। সঞ্চালক ছিলেন স্বয়ং বলিউড বাদশাহ শাহরুখ খান। সাইফ বলেন, ফিল্মস্তান স্টুডিওতে শ্যুটিংয়ের সময় প্রথম দেখা হয় তাঁদের। মেকআপ রুমের বাইরে বাচ্চা মেয়েকে দেখে সাইফ অন্যদের কাছে তাঁর পরিচয় জানতে চায়। উত্তর আসে তিনি অভিনেত্রী কারিশমা কাপুরের বোন কারিনা কাপুর। অভিনয়ের সূত্রে কারিশমা এবং সাইফ বেশ ভালো বন্ধু। আর বন্ধুর সূত্রেই প্রথম পত্নী দর্শন হয় ছোটো নবাবের। সেদিন প্রথম দেখাতেই নাকি কারিনাকে বেশ রুপবতী মনে হয়েছিল সাইফের। সম্ভবত সেদিনই কারিনার প্রেমে পড়েন তিনি।
নিজের থেকে পুরো ১০ বছরের বড়, দুই ছেলেমেয়ের বাবা সাইফকে ভালোবেসেছেন অভিনেত্রী কারিনা।তাঁর ডিভোর্সি তকমা, বিধর্মীর ভয় বা বয়েসের ফারাক কিছুই যেনো বাঁধা হয়ে দাঁড়ায়নি তাঁদের জীবনে। ভালো মন্দ মিলিয়ে বিয়ের ১২ বছর পার করে ফেললেন। এরআগে সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বেবো বলেছিলেন, সাইফকে দেখে কিন্তু মনেই হয় না যে তাঁর বয়েস ৫৩। এমনিতেও সাইফের বেশি বয়েস নিয়ে কোনো মাথাব্যথাই নেই অভিনেত্রীর। ১০ বছরের ছোটো হওয়ায় সে স্বামীর বেশ আদুরে। আর জীবনে সবথেকে বেশি যা দরকার তা হলো একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান যা তাঁদের জীবনে ভরপুর আছে।
প্রতিবেদন : প্রিয়াংকা সরকার