জন আব্রাহাম জনপ্রিয় বলিউড অভিনেতা এবং মডেল হিসেবে পরিচিত। তিনি তাঁর অভিনয়ের দক্ষতা ও সুদর্শন ব্যক্তিত্বের জন্য ভারতীয় চলচ্চিত্র জগতে বিশেষ স্থান অর্জন করেছেন। ২০০৩ সালে জিসম সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। তারপর ধুম , দোস্তানা, গরম মসালা , পরমাণু , পাঠান ইত্যাদি একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। অ্যাকশন এবং থ্রিলার এই ধরনের সিনেমায় অভিনয়ের জন্য বিশেষভাবে তিনি পারদর্শী। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজ এবং পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য তিনি প্রশংসিত হয়েছেন।এক পড কাস্ট শো – তে এসে অভিনেতা জন আব্রাহাম তাঁর অভিনয় জগতে আসার আগের সময়ের কথা বলেছেন। বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে তিনি জীবন যাপন করতেন। সেই সময় তিনি মাসিক আয় করতেন প্রায় ৬৫০০ টাকা এবং দুপুরের খাবারের খরচ ছিল ৬ টাকা। বলিউড জগতে তিনি ২০০৩ সালে জিসম সিনেমার মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু করেন। সম্প্রতি ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্ট এ এসে তিনি তার জীবনের কঠিন সময়ের কথা জানালেন। জন আব্রাহামের অভিনয় ক্যারিয়ারের সবথেকে বড় ব্রেক ছিল যশরাজ ফিল্মের ব্যানারে ধুম । তিনি এও জানান যে অভিনেতা হিসেবে প্রোডাকশন এর ওপর কোন চাপ তৈরিতে বিশ্বাসী নন । তিনি মনে করেন সিনেমা যদি লাভ করে তবে তিনিও লাভ করবেন। জন তার সামর্থ্য অনুযায়ী সিনেমা তৈরি করেন এবং তিনি তাঁর সিনেমার বক্তব্য নিয়ে খুব ই পরিষ্কার। তিনি আরোও বলেছেন অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করতেন তাই এমন অনেক সময় হয়েছে ব্রেকফাস্ট এমনকি ডিনার করার সময়টুকু মেলেনি।একবার একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন জন আব্রাহাম যেখান থেকে তিনি প্রায় ৪০,০০০ টাকা পুরস্কার পান,সেইসময় সেটা ছিল তাঁর কাছে বেশ বড় পরিমাণ অর্থমূল্য।জন আব্রাহামের সাম্প্রতিক সিনেমা বেদা বক্স অফিসে ভালোই ফল করেছে। ১৫ ই আগস্ট ২০২৪ এর মুক্তি পেয়েছে এই সিনেমাটি।
ankitaghosh
About Author
You may also like
Bollywood
হৃত্বিক-শ্রদ্ধার রোম্যান্স! কোন খবর কানে আসতেই মন খারাপ ভক্তদের
- BY admin
- August 21, 2024
- 0 Comments
Bollywood
প্রথম রাখি উদযাপন ভামিকা- অকায়ের, বিশেষ মুহূর্ত পোস্ট করলেন অনুষ্কা শর্মা
- BY admin
- August 21, 2024
- 0 Comments