বেশ অনেকদিন ধরেই রাজনীতির ময়দানে ব্যস্ত ছিলেন অভিনেত্রী জয়া বচ্চন ৷ দীর্ঘ সময় পর তাঁকে দেখা যাবে সিলভার স্ক্রিনে ৷ আসছে তাঁর নতুন ছবি ‘দিল কা দরওয়াজা খোল না ডার্লিং’ ৷ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক।
নির্মাতা পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হলো জয়া বচ্চনের নতুন সিনেমার ছবি। ছবিতে দেখা যাচ্ছে হাসি মুখে, মাইক হাতে গান করছেন জয়া বচ্চন। জানা গিয়েছে, ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গোয়াতে চলছে এই সিনেমার শুটিং৷
ছবি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, ভালোবাসা ও হাসির দরজা খোলা হচ্ছে ৷ দিল কা দরওয়াজা খোল না ডার্লিং প্রেক্ষাগৃহে আসবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে। নতুন সিনেমার মাধ্যমে বন্ধ দরজা খোলার জন্য দর্শককে প্রস্তুত থাকতে বলেছে নির্মাতা পক্ষ।
সিনেমা থেকে কেন দূরে ছিলেন জয়া বচ্চন?
জয়া বচ্চনকে দর্শক বড় পর্দায় দেখেছেন সেও প্রায় দেড় বছর আগের কথা। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির পর অভিনয় থেকে কিছুটা দূরেই ছিলেন জয়া বচ্চন। তাঁদের পারিবারিক ঝামেলা অশান্তির খবরও বাইরে এসেছে। তবে অনুরাগীদের জন্য সুখবর, নতুন ছবির শুটিং শুরু করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সেই ছবিতে জয়ার লুক প্রকাশ্যে এসেছে।
হাতে মাইক্রোফোন, পরনে পাশ্চাত্য পোশাকে জয়ার আধুনিক লুক দেখেই ভক্তদের মনে নানা প্রশ্ন। ছবি দেখে অনুমান করা যায়, অভিনেত্রী গান গাইছেন।ছবি পরিচালনা করছেন বিকাশ বহেল। জয়া বচ্চনের পাশাপাশি মুখ্য চরিত্রে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ওয়ামিকা গাব্বি ৷ সিদ্ধান্ত নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ছবির ঘোষণা করেছেন ৷
নির্মাতারা বৃহস্পতিবার ছবির যে লুক প্রকাশ করেছেন, সেখানে দেখা যাচ্ছে মঞ্চে ওয়ামিকা এবং সিদ্ধান্ত ক্যামেরার জন্য পোজ দিয়েছেন। তাঁদের সামনে বসে গান গাইছেন জয়া। পুরো ফ্রেম বেশ রঙিন দেখাচ্ছে।ভক্তদের অনুমান, একটি ব্যান্ডকে কেন্দ্র করে ছবির গল্প এগোবে।
তবে সিনেমাতে জয়ার চরিত্র কি? তিনি কি সেই ব্যান্ডেরই মুখ্য গায়িকা? সেসব কথা বা সিনেমার গল্পের ধরন এখনো জানা যায়নি। শেষ কয়েকটি ছবিতে জয়াকে দর্শক গম্ভীর চরিত্রে দেখেছেন। এ বার তিনি যে অন্য রূপে দর্শকের কাছে ধরা দিতে চাইছেন, তা স্পষ্ট।
আরও পড়ুন
কুইন খ্যাত পরিচালকের সিনেমায় জয়া
বিকাশ বহেল যে নতুন ছবির পরিকল্পনা করছেন, তা ধারণা করা গিয়েছিল বেশ কিছুদিন আগে। তাঁর পরিচালনায় হিট হওয়া জনপ্রিয় দুটি ছবি ‘কুইন’ ও ‘সুপার থার্টি’। এবারে আসতে চলেছে তাঁর পরিচালনায় নতুন ছবি। বরাবরের মতো এই ছবিও বক্স অফিসে সাফল্য অর্জন করবে বলে আশা করা যাচ্ছে।
বৃহস্পতিবার নির্মাতারা এই ছবির শিরোনাম ও অভিনেতাদের প্রকাশ্যে এনেছেন। ছবিটির নাম ‘দিল কা দরওয়াজ়া খোল না ডার্লিং’। নির্মাতাদের দাবি, দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করেই লেখা হয়েছে এই ছবির কাহিনি।