আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। দিকে দিকে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আওয়াজ। বিচারের দাবিতে দফায় দফায় রাজপথে নামছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত। রাজ্য-জুনিয়র ডাক্তার তরজা তুঙ্গে। এবার সেই প্রতিবাদের একটুকরো ছবি উঠে এল ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে।
প্রসঙ্গত, কয়েকমাস আগে শুরু হয়েছে ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের নতুন সিজন। এবার সেই ন্যাশনাল রিয়েলিটি শোয়ের মঞ্চে নাচের মধ্যে দিয়ে উঠে তিলোত্তমার প্রতি হওয়া এই ঘৃণ্য অপরাধের প্রতিবাদ। এবারের প্রতিযোগী অর্জুন শাটে এবং কোরিওগ্রাফার পঙ্কজ থাপা “জিতে হে চল” গানে নাচ করে প্রতিবাদ জানিয়েছেন। এই দুজন মানুষ বাংলার না হলেও বাংলার বুকের ওপর ঘটে যাওয়া এই নারকীয় ঘটনা ভাবিয়ে তুলেছে তাঁদের।
এই নতুন সিজনে বিচারকের আসনে রয়েছেন, টেরেন্স লুইস, গীতা কাপুর ওরফে গীতা মা এবং করিশ্মা কাপুর। অর্জুন শাটে ও পঙ্কজ থাপার এই প্রতিবাদী নাচ দেখে বিচারক আসনে থাকা তিনজনই বাকরুদ্ধ হয়ে যান। এই নাচের মাধ্যমে দেওয়া হয়েছে এক বিশেষ বার্তাও, ছেলেদের পুরুষ হয়ে ওঠার আগে, তাদের মধ্যে মনুষত্বের বীজ বপন করা প্রয়োজন।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই এপিসোড। মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো। যা দেখার পর প্রশংসা করেছেন নেটিজেনরা।
এর আগে বাংলা সারেগামাপা- এর মঞ্চে পরিবেশিত হয়েছিল নারী শক্তির বন্দনা। বাচিক শিল্পী মুনমুন মুখোপাধ্যায়ের কণ্ঠে মল্লিকা সেনগুপ্তের বিখ্যাত কন্যাশ্লোক ‘আমার দুর্গা’ পাঠ শিহরণ জাগিয়েছিল। এবার নাচের মাধ্যমে উঠে এল প্রতিবাদের ভাষা।
Sudeshna
About Author
You may also like
Culture & Society
দীর্ঘদিনের দাম্পত্য এবার বিচ্ছেদ, কোন পথে হাঁটছে চন্দ্রবিন্দু খ্যাত অনিন্দ্যর সম্পর্ক?
- BY ankitaghosh
- August 21, 2024
- 0 Comments
Culture & Society
কলকাতার জলছবি ট্রাম , ক্যামেরা ফিল্মে আজ তা ইতিহাস, থেকে যাবে শটে-শটে
- BY soumee
- August 22, 2024
- 0 Comments