অস্কার মনোনয়নে জায়গা করে নিয়েছিল বাংলার সংগীত শিল্পী ইমনের গান। ‘পুতুল’ সিনেমার ‘ইতি মা’ গান মৌলিক বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ইমন। তবে এবারে অস্কার থেকে ছিটকে পড়লো ইমনের গান। কি বললেন ‘পুতুল’ ছবির পরিচালক ইন্দিরা?
অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। ইমন চক্রবর্তীর গাওয়া এই গান মনোনয়ন পেয়েছে জেনে ভীষণ খুশি ছিলেন বাংলার শ্রোতামহল। বাংলার জন্য বেশ গর্বের ব্যাপারও বটে। তবে শেষমেশ আর জায়গা করে নিতে পারল না সেরা ১৫ এর তালিকায়। অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় জায়গা করে নিলেও, অস্কারের ফাইনাল রাউন্ডে এগোতে পারল না ইমনের এই গান।
প্রথম কোনো বাংলা গান অস্কারের দৌড়ে পা রেখেছে, এই বা কম কি? বললেন ছবির পরিচালক ইন্দিরা…
ইমনের কন্ঠে গাওয়া ‘ইতি মা’ গানটির গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়। গানটি যে বাংলার জন্য এককথায় গৌরবমন্ডিত তা বলার অপেক্ষা রাখে না। তাই অস্কার থেকে ‘ইতি মা’ ছিটকে যাওয়ার পর পুতুল ছবির পরিচালক ইন্দিরা ধর বলেছেন, অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় জায়গা করার পর, সবাই ইতি মা গানটি নিয়ে যে উচ্ছ্বাস দেখিয়েছিলেন তার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এই প্রথম কোনও বাংলা গান যে অস্কারের তালিকায় এসেছিল এটাই বিরাট এক পাওনা।
গানের পর এবার সিনেমা নিয়েও বেশ আশাবাদী ইন্দিরা!
ইন্দিরা বলেন, তিনি ও টিমের বাকিরাও খুবই খুশি, যে পুরোটাই ঘটেছে স্বতঃস্ফূর্তভাবে। কারণ অস্কারের জন্য খুব বড়মাপের ক্যাম্পেন করতে হয়। পুতুল-এর জন্য তাঁরা কোনও ক্যাম্পেনই করেননি। ইতি মা সেরা ১৫-তে জায়গা করে নিতে পারেনি ঠিক, তবে এখনও ফিল্ম সিলেকশন তালিকা বের হওয়া বাকি। আর সেই নিয়ে বেশ আশাবাদী সিনেমার পরিচালক। সবাইকে ধন্যবাদ জানিয়ে ছবির পাশে থাকার জন্য অনুরোধ করেছেন তিনি।
ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের প্রথম সিনেমা ‘পুতুল’। এই ছবি, এমন শিশুদের গল্প বলে, যাঁরা সমাজের অবহেলার পাত্র। যাদের বসবাসের ঠিকানা রাস্তা। আস্তাকুড়ের মতো জীবন। অথচ দেশ বা সমাজের ভবিষ্যত তো এরাও। কান চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছিল ইন্দিরার ছবি ‘পুতুল’।
এর আগে সংবাদমাধ্যমের কাছে ইন্দিরা বলেছিলেন, যখন গানটা তৈরি হচ্ছিল, তখন তিনি ভাবতেই পারেননি এই গান অস্কারে মনোনীত হবে। এই প্রথম কোনও বাংলা গান অস্কারে মনোনয়ন পেল। ইন্দিরা বলেন এটা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করল। অ্যাকাডেমির জুরি মেম্বার, অস্কার টিমকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। পাশাপাশি পুতুল ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানিয়েছিলেন ইন্দিরা।