বলিউডের জনপ্রিয় মুখ হৃত্বিক রোশন।তাঁর অভিনয় দক্ষতা বার বার মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদের।’কভি খুশি কভি গম’, ‘ওয়ার’, ‘ফাইটার’এর মতো একধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তাঁর দর্শকদের।হৃত্বিক রোশন নাকি গোপনে প্রোফাইল খুলেছেন ডেটিং সাইটে।এই কথাটি রটে যায় গোটা বলিউড জুড়ে।ডেটিং অ্যাপে নাকি বেশ কিছু ছবিও আপলোড করেছেন তিনি।তবে কি সাবা আজাদের সঙ্গে সম্পর্কে ফাটল ধরলো হৃতিকের?এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
ডেটিং সাইটে প্রোফাইল খুললেন হৃত্বিক রোশন সত্যি না মিথ্যে
সত্যি কি তবে ডেটিং সাইটে প্রোফাইল খুললেন তিনি?একটি ডেটিং অ্যাপ খোলা মাত্রই দেখা যাচ্ছে হৃত্বিক রোশনের একটি ছবি।না কোনও সিনেমা বা ফটোশুটের জন্য এটি নয়। বরং সত্যিই সঙ্গী খুঁজছেন হৃত্বিক রোশন।এই বিষয় নিয়ে আবার সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।তাঁদের মতে, কেউ হয়তো অভিনেতার ছবি ব্যবহার করে ভুয়ো প্রোফাইল তৈরি করেছেন। তবে এ ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেননি হৃত্বিক রোশন।
আরও পড়ুন
কোন চাঞ্চল্যকর অভিযোগটি করলেন সাবা?
হৃত্বিক রোশনের প্রেমিকা সাবা আজাদ।তিনি একজন অভিনেত্রী ও কন্ঠ শিল্পী।ইনস্টাগ্রাম স্টোরিতে একটি চাঞ্চল্যকর অভিযোগ করেন সাবা। তিনি বলেন দুই বছর ধরে তিনি কোন ভয়েস ওভারের কাজ পাননি।শুধুমাত্র সুপারস্টারের প্রেমিকা বলেই কি কোন কাজ দেওয়া হয়নি তাঁকে।সাবা এই প্রশ্ন নিয়ে একবার এক পরিচালকের কাছে যান।
সাবার এই প্রশ্নে চমকে যাওয়ার মতো উত্তর দিয়েছিলেন পরিচালক।পরিচালক বলেছিলেন সাবা এখন সফল এক পুরুষের সঙ্গিনী। সেই কারণেই সকলে ভেবে নিয়েছেন ভয়েস ওভারের মতো কাজ তিনি আর করবেন না।এই কথায় ভীষণ বিরক্ত হয়েছেন সাবা। সোশাল মিডিয়ায় সাবা লেখেন, “আমরা কি সত্যিই সেই অন্ধকার যুগে বাস করছি যেখানে ধরে নেওয়া হয় যে মহিলার সফল সঙ্গী আছে তাই তাঁকে আর নিজের খাবার জোগাড় করতে হবে না? কিংবা নিজের ভাড়া বা বিল দিতে হবে না? নিজের কাজে গর্বিত হওয়ার সুযোগ থাকবে না অথবা নিজের ও পরিবারের খেয়াল রাখার প্রয়োজন নেই? অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি এটা একরোখা পিতৃতান্ত্রিক ও পিছিয়ে পড়া মানসিকতা”।