ওটিটি প্ল্যাটফর্মে আসছে একের পর এক নতুন সিরিজ। এবার হইচই এর পরবর্তী সিরিজে জুটি বাঁধতে দেখা যাবে রোহন ভট্টাচার্য এবং শোলাঙ্কি রায়কে। প্রথমবার জুটি হিসেবে তাঁদের দেখতে চলেছেন দর্শক।
পরিচালক সৃজিত রায় এক ভরপুর রহস্যময় গল্প নিয়ে হাজির হতে চলেছেন। যে গল্পের কেন্দ্রবিন্দু একটি পরিবার। সেই পরিবারের মধ্যে দিয়েই ছড়িয়ে পড়বে রহস্যেরজাল।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের স্বাক্ষতকারে পরিচালক জানিয়েছেন, এই সিরিজের পরিকল্পনা রয়েছে একদম প্রাথমিক পর্যায়ে। এখনই পুরোপুরি এ বিষয় কিছু বলতে নারাজ তিনি।
শোনা যাচ্ছে রোহন শোলাঙ্কি ছাড়াও এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে ময়না মুখোপাধ্যায়, অরুনাভ দে সহ টেলিভিশনের বেশ কিছু পরিচিত মুখকে। এখনও ঠিক হয়নি সিরিজের নাম। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝিই সময় থেকেই শুরু হতে পারে এর শুটিং।
প্রসঙ্গত, সদ্য শেষ হয়েছে রোহন অভিনীত স্টার জলসার একটি সিরিয়াল তুমি আশেপাশে। ধারাবাহিক চলাকালীনই বেশ কয়েকটি সিরিজে কাজও করেছেন তিনি। শোলাঙ্কি রায় এরও একটি সিরিজ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে হইচই তে।এবার একসাথে দুজন কাজ করতে চলেছেন তাঁরা।