‘ লাপাতা লেডিজ ‘ ছবিতে দীপকের চরিত্রে অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব। নিজের অভিনয়ের গুণে আগেই সকলের মন জয় করেছিলেন তিনি। তবে অভিনয় ছাড়াও নাচ এবং গান এই দুটি শিল্পেও সমানভাবে পারদর্শী স্পর্শ শ্রীবাস্তব। এবার নিজের গানের জাদুতে দর্শকদের মন মাতাতে আসছেন এই অভিনেতা। তিনি নিজেই সবাইকে জানিয়েছেন যে নতুন ইপি – তে একজন গায়ক হিসেবে আত্মপ্রকাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটি সাক্ষাৎকারে অভিনেতা গানের প্রতি তাঁর ভালোবাসা এবং অনুরাগের কথা জানান।
২০২৩ সালে সিনেমা হলে মুক্তি পায় ‘লাপাতা লেডিজ’। ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক কিরণ রাও। এই ছবিতে অভিনয় করেছিলেন প্রতিভা রান্তা, নীতাংশী , স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষান প্রমুখ অভিনেতা এবং অভিনেত্রীরা। তবে ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্য লাভ করতে পারেনি। এরপর ‘ লাপাতা লেডিজ ‘ রিলিজ করে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ব্যস তারপর ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকে এই ছবি। প্রত্যেক অভিনেতা এবং অভিনেত্রীদের অভিনয় আলাদা করে মন জয় করে নেয় দর্শকদের। অন্যদিকে এই ছবিতে ফুল এবং দীপকের মিষ্টি কেমিস্ট্রি নিয়ে তুমুল চর্চা হয় নেটিজেনদের মধ্যে।
গায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন স্পর্শ শ্রীবাস্তব
‘ লাপাতা লেডিজ ‘ ছবিতে দীপকের চরিত্রে অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব। নিজের অভিনয়ের গুণে আগেই সকলের মন জয় করেছিলেন তিনি। তবে অভিনয় ছাড়াও নাচ এবং গান এই দুটি শিল্পেও সমানভাবে পারদর্শী স্পর্শ শ্রীবাস্তব। এবার নিজের গানের জাদুতে দর্শকদের মন মাতাতে আসছেন এই অভিনেতা। তিনি নিজেই সবাইকে জানিয়েছেন যে নতুন ইপি – তে একজন গায়ক হিসেবে আত্মপ্রকাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটি সাক্ষাৎকারে অভিনেতা গানের প্রতি তাঁর ভালোবাসা এবং অনুরাগের কথা জানান।
নিজের গায়ক হিসেবে আত্মপ্রকাশ করার ব্যাপারে সেই সাক্ষাৎকারে তিনি জানান, ” হ্যাঁ, আমি এটার পরিকল্পনা করছি। আসলে আমরা মাত্র কয়েকটি গান শেষ করেছি”। এই বিষয়ে নিজের উত্তেজনা প্রকাশ করে তিনি আরও যোগ করেন , ” প্রথম কয়েকটি ট্র্যাক হল নাচের সংখ্যা। ইপি-এর ভাবনাটা বেশ নতুন। আমি মনে করি ইন্ডাস্ট্রিতে এই উদ্যোগ নতুন, এমনকি বাণিজ্যিক এবং কিছুটা শহুরে দিক থেকেও। আমি মনে করি সেগুলি শোনার সময়, আপনি মজা পাবেন”। তবে এই ট্রাক কোন শিরোনামে প্রকাশ পাবে সেই বিষয়ে এখনো কিছু জানায়নি স্পর্শ। অন্যদিকে অভিনেতা বললেন এই মুহূর্তে তাঁর গানের সাউন্ড মিক্সিং এবং মার্জারিংয়ের কাজ চলছে। নিজের আসন্ন মিনি অ্যালবামের ব্যাপারে কথা বলতে পেরে খুশি অভিনেতা স্পর্শ শ্রীবাস্তব।’
লাপাতা লেডিজ প্রসঙ্গে
লাপাতা লেডিজ ‘ এই মুহূর্তে সকলের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। ভারত থেকে অস্কার ২০২৫ – এর জন্য এই ছবিকে নির্বাচিত করা হয়েছে। দীপক ফুলকে বিয়ে করে নিজের গ্রামের বাড়িতে নিয়ে আসছিল , তবে আচমকা মাঝপথে সে অর্থাৎ ফুল হারিয়ে যায়। তবে দীপকের তাকে খুঁজে পেতে বেশ কষ্ট করতে হয় কারণ ফুলের মুখ ঢাকা ছিল এক গোলা ঘোমটা দিয়ে , অন্যদিকে জয়া যে পালিয়ে আসে নিজের অত্যাচারিত স্বামীর হাত থেকে মুক্তি পাওয়ার আশায়। এরপর মূলত এই দুই মহিলা চরিত্রকে ঘিরে এগিয়ে চলে ছবির গল্প। আসলে ‘ লাপতা লেডিজ ‘ – কে বেশিরভাগ দর্শক মহিলা কেন্দ্রিক ছবির আখ্যা দিয়েছেন। তবে তার মাঝে দীপক ওরফে স্পর্শ শ্রীবাস্তব নিজের অভিনয় দিয়ে আলাদা করে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে।
আরও পড়ুন
উল্লেখ্য, ‘ দোপাহিয়া ‘ নামক ওয়েব সিরিজে এরপর দেখা যাবে স্পর্শ শ্রীবাস্তবকে। খুব শীঘ্রই এই ওয়েব সিরিজ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে।