বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা এর সঙ্গে ১ অক্টোবর ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।এই দিন ভোরে গুলিবিদ্ধ হলেন বলিউড অভিনেতা।
বলিউডে নব্বই এর দশকে জনপ্রিয় অভিনেতা গোবিন্দা, গোটা এক দশক জুড়ে বলিউডে রাজত্ব করেছেন তিনি , মূলত কমেডি অভিনয় এর মাধ্যমে প্রচারের আলোয় আসেন অভিনেতা। হিরো নম্বর ওয়ান, হাসিনা মান জায়েগি, হদ কর্দি আপনি, জানোয়ার, বড়ে মিঞা ছোট মিয়ার মতো অজস্র সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা, করিশমা কাপুরের সঙ্গে তার জুটি এক সময় জনপ্রিয়তার শীর্ষে ছিল, চিচি( ডাকনাম) এর সঙ্গে অভিনয় করে প্রচারের আলোয় আসেন রানি মুখার্জি ও। গোবিন্দা কমেডি হিরো হিসেবে প্রচার পেলেও, জানোয়ার ছবিতে তার এন্টি হিরো ভূমিকা যথেষ্ট প্রশংসা অর্জন করেছিল।
কিভাবে ঘটল ঘটনা ?
মঙ্গলবার সকালে বন্দুকের নল পরিষ্কার করার সময় আচমকাই তাঁর হাঁটুর নিচে গুলি লাগে, তার সচিব মারফত জানা গেছে এদিন তিনি কলকাতা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন । সকালেই তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে এ ভর্তি করা হয়, জানা গেছে আপাতত বিপদমুক্ত অভিনেতা। তাঁর পা থেকে গুলিটি বের করতে সক্ষম হয়েছেন চিকিৎসকেরা, এখন গোবিন্দার অবস্থা স্থিতিশীল। ঘটনার সময় তার স্ত্রী সুনিতা বাড়িতে উপস্থিত ছিলেন না , খবর পেয়ে তড়িঘড়ি মুম্বাই ফিরছেন অভিনেতার স্ত্রী।
পুলিশের তরফে জানা গেছে বাড়িতে যারা ছিলেন তাদের সকলকেই তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে, গুলি চালনার ঘটনাটি কিভাবে ঘটলো খতিয়ে দেখা হবে তাও।জুহু পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে এই ঘটনার।সেটির তদন্ত শুরু হয়ে গেয়েছে ইতিমধ্যে। পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি দুর্ঘটনাবশত’।
আরও পড়ুন
কেমন আছেন গোবিন্দা
বেশ কিছুদিন যাবত অভিনয় জগৎ থেকে সরে এসেছেন গোবিন্দা , সাম্প্রতিক কালে বেশ কিছু রিয়েলিটি শো এর মঞ্চে দেখা মিলেছে তাঁর।
আকস্মিক ঘটনায় বেশ চিন্তিত তার অনুগামীরা, তবে হাসপাতাল সূত্রে জানা গেছে বিপদ কেটে গেছে তারকার।