বয়স কম হলে কি হবে? বাবা মায়ের সঙ্গে ক্ষুদে দেখে নিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত। মায়ের আবার ইচ্ছে তাঁকে সঙ্গে নিয়ে পুরো দুনিয়া ঘুরে দেখার। এই অজুহাতে কম বয়সেই টুরিস্ট হয়ে গেছে এই ক্ষুদের। বলা হলে ফেলুদা খ্যাত সব্যসাচী চক্রবর্তীর নাতি ধীর চক্রবর্তীর।
ধীরকে কোলে নিয়ে স্বর্ণমন্দির দর্শন গৌরব-ঋদ্ধিমার
ছেলের এক বছর বয়স না হতেই বিশ্বের নানা প্রান্তে ঘুরতে গিয়েছেন দম্পতি। এ বার ছেলেকে সঙ্গে নিয়ে অমৃতসরের স্বর্ণমন্দির ঘুরতে গেলেন গৌরব-ঋদ্ধিমা। সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন সেইসব মুহূর্তের ছবি।
এবারে পাঞ্জাবে পাড়ি দিয়েছে গৌরব রিদ্ধিমার প্লেন। স্বর্ণমন্দির দর্শনে গেছেন গৌরব-ঋদ্ধিমাI ঘুরতে যেতে বরাবরই বড্ড ভালোবাসেন গৌরব-ঋদ্ধিমা। সেই অভ্যাসেই বড় করেছেন তাঁদের একরত্তি পুত্র ধীর’কে। বয়স সবে এক বছর পেরোলে কি হবে, অতটুকু ছেলের এরম ঘুরে ঘুরে বেড়াতে কোনও ক্লান্তি দেখা যায় না। জন্মের পর থেকেই তাকে নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়ান দম্পতি। এ বার অমৃতসরের গোল্ডেন টেম্পল-এ ঘুরতে যাওয়ার ছবি ভাগ করলেন তাঁরা। সেখানে বাবা-মায়ের কোলে চেপে ছবিও তুলল ধীর।
ছেলেবেলা থেকেই বাবা মায়ের সঙ্গে বা কখনো বন্ধুদের সঙ্গে বা কখোনো একা, নানা অ্যাডভেঞ্চার সফরে গিয়েছেন গৌরব। ঘুরতে গিয়ে হয়েছে নানা ধরনের অভিজ্ঞতাও। পুত্র ধীরকেও সে সব মজা, আনন্দ ও অভিজ্ঞতা থেকে বঞ্চিত করতে চান না তাঁরা। ঋদ্ধিমার ইচ্ছা তিন জনে একসঙ্গে গোটা পৃথিবী দেখবেন।
ঘুরে বেড়াতে একটুও ক্লান্তি নেই ধীরের!
তবে অতটুকু ছেলের নাকি কোনও ক্লান্তি নেই ঘুরতে যাওয়ায়। বরং, বাবা-মায়ের সঙ্গে দিব্য সমস্ত ধরনের সফর উপভোগ করে সে। জন্মের পর থেকেই মা বাবার সঙ্গে নানা জায়গায় ঘুরতে যায় ধীর। এ বারেও তেমনই বাবা মায়ের সঙ্গে একসাথে সময় কাটাতে দেখা যায় তাঁকে।
অমৃতসরের স্বর্ণমন্দিরের ছবি ভাগ করে ঋদ্ধিমা লিখেছেন, ‘আধ্যাত্মিকতা এবং প্রকৃতির উষ্ণতায় পরিপূর্ণ এই স্থান। স্বর্ণমন্দির আমাদের মনকে শান্ত করেছে। এবং এই সুন্দর মুহূর্ত আমাদের হৃদয় পরিপূর্ণ করেছে।’ বাবা-মায়ের কোলে ছোট্ট ধীর উপভোগ করছে প্রকৃতির এই অনবদ্য সৌন্দর্য।
ছেলের জন্মের পর থেকেই অনেকটা সময় তার সঙ্গেই কাটাচ্ছেন ঋদ্ধিমা। তাঁর কথায়, ‘এই সময়টা আমি ধীরের সঙ্গে কাটাতে চাই। ওর বেড়ে ওঠা দেখতে চাই। ছোট ছোট মুহূর্তগুলো মনের ভিতর গেঁথে রাখতে চাই।’
তাঁদের পোস্ট করা ছবিতে কেউ লিখেছেন ছোট্ট ধীরকে ফেলুদা লাগছে। কেউ মন্তব্য করে জিজ্ঞেস করেছেন, গোল্ডেন টেম্পল কেমন লাগল ধীর-এর? হালকা শীতের পোশাকে ভোরের স্বর্ণমন্দিরের ছবিতে একরত্তিই যে সকলের নজর কেড়েছে সে কথা বলাই যায়।