২০১৩ সালের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘চাঁদের পাহাড়’। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ওই সময় এই ছবিটির বক্স অফিস কালেকশন ছাপিয়ে গিয়েছিল আর বাকি সকল সিনেমাকে। টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ব্যবসায়িক ভাবে সফল ছবি হল ‘চাঁদের পাহাড়’। ‘চাঁদের পাহাড়’ চলচ্চিত্রে শঙ্কর অর্থাৎ ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা দেব। সেই সময়ে এই ছবিতে দেবের পারফরম্যান্স প্রশংসিত হয়েছিল দর্শকদের মাঝে, বিশেষ করে শিশুরা বেশ উপভোগ করেছিল এই ছবির সম্পূর্ণ গল্প। এরপর শঙ্করের অভিযান দেখা গিয়েছিল ‘অ্যামাজন অভিযান’- এ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি বিখ্যাত উপন্যাসকে অবলম্বন করে কমলেশ্বর মুখোপাধ্যায়ের বড় পর্দায় নির্মাণ করেছিলেন ‘চাঁদের পাহাড়’। ফের একবার ১১ বছর পর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।
শঙ্কর হিসেবে প্রত্যাবর্তন করছেন দেব
পর্দায় শঙ্কর এবং বুনিপের লড়াই আবারও একবার দেখতে চলেছেন দর্শকরা। চলতি মাসের ২০ তারিখ বড়পর্দায় আবারো দেব ওরফে শঙ্করকে দেখা যাবে। ‘চাঁদের পাহাড়’ ছবির প্রযোজনা করেছিল টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রযোজনা সংস্থা এসভিএফ। কিছুদিন আগে সেই প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি পোস্টার তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হয়। সেই পোস্টারে দেখা পাওয়া গেল শঙ্কর ওরফে দেবের। সেই পোস্টারে লেখা ছিল , ‘ আরও একবার, বড়পর্দায়। ২০ সেপ্টেম্বর’। তার সঙ্গে সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল , ‘ চাঁদের পাহাড় তোমায় ডাকছে, শঙ্করের অ্যাডভেঞ্চার আবারও ফিরছে বড়পর্দায়’। একটি সূত্র মারফত জানা গিয়েছে, সম্ভবত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৩০ তম জন বার্ষিকী উপলক্ষে এই ছবিটি পুনর্বার প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। যদিও এই সম্পর্কে তাদের থেকে কোনোরকম অফিশিয়াল পোস্ট পাওয়া যায়নি। এই পোস্টটি শেয়ার করে সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত লেখেন, ‘ এবার পুজোয়, পুনরায় মুক্তি পাচ্ছে’।
দেব ও চাঁদের পাহাড় নিয়ে উচ্ছসিত দর্শকরা
তবে এর আগেও একবার প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি রিল পোস্ট করা হয়। সেই পোস্টের মাধ্যমে দর্শকদের থেকে জানতে চাওয়া হয় যে তারা আবারো বড় পর্দায় ‘চাঁদের পাহাড়’ দেখতে চান কিনা! আশ্চর্যজনকভাবে সেই পোস্টের কমেন্ট বক্সের নীচে দর্শকদের ব্যাপক সাড়া মেলে। অনেকেই জানিয়েছেন তারা একেবারে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবেন এই ছবি। উল্লেখযোগ্য, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের পুজোয় মুক্তি পেতে চলেছে এক ঝাঁক নতুন ছবি। ঠিক তার কিছুদিন আগেই ২০ সেপ্টেম্বর পুনরায় মুক্তি পাচ্ছে দেব অভিনীত ‘চাঁদের পাহাড়’। এবার আসলেই দর্শকরা এই ছবি দেখতে সিনেমা হলে ভিড় করেন নাকি তার উত্তর দেবে সময়।