গতকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হল এক অভিনব প্রতিবাদ কর্মসূচি। সারা রাজ্যবাসী নিজেদের বাড়ি সহ রাস্তার নানান জায়গায় আলো নিভিয়ে দেন , এরপর সকলে সেই অন্ধকারে মোমবাতির আলো জ্বালিয়ে পালন করলেন মানববন্ধন কর্মসূচি। কলকাতা শহরের বিভিন্ন জায়গায়তেও এই কর্মসূচি পালন করা হয়। সাধারন মানুষদের সঙ্গে যোগ দেন বাংলা চলচ্চিত্র জগতের বহু অভিনেতা এবং অভিনেত্রীরা। বাদ গেলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও, তিনি শ্যামবাজারের জমায়েতে সামিল হতে গিয়েছিলেন। তবে সেখানে পা রাখতেই তাকে চরম বিক্ষোভের সম্মুখীন হতে হয়।
শাঁখে ফুঁ দিয়ে বিপাকে ঋতুপর্ণা
প্রসঙ্গত এর আগেও আর জি কর কাণ্ডের প্রতিবাদে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তিনি শঙ্খ বাজিয়ে তিলোত্তমার বিচার চেয়ে একটি ভিডিও আপলোড করেছিলেন নিজের সমাজমাধ্যমের পাতায়। আর সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতেই একের পর এক মন্তব্য ধেয়ে আসে অভিনেত্রীর দিকে। তবে নেটিজেনদের কটাক্ষ তাকে প্রতিবাদ করা থেকে আটকাতে পারিনি। বিচার চেয়ে প্রতিনিয়ত পোস্ট করে গেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। এমনকি গতকালের মানববন্ধন কর্মসূচিতে যোগদান করতে তিনি হাজির হয়েছিলেন শ্যামবাজার মোড়ে। তবে সেখানে পা রাখতেই শুরু হয় হইচই। সেখানে উপস্থিত সকলে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ঘিরে “গো ব্যাক” স্লোগান দিতে থাকেন। অভিনেত্রী জনরোষের কবলে পড়ে ফিরে যেতে চাইলে তাঁর গাড়িতেও ধাক্কা দেওয়া হয়ে বলে জানা গিয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সুদীপ্তা চক্রবর্তী এবং অনন্যা চট্টোপাধ্যায় পাশে দাঁড়ালে ঋতুপর্ণার।
ঋতুপর্ণার পাশে দাঁড়ালেন সহশিল্পীরা
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পোস্ট করেন। অভিনেত্রী মতে, ” তার আসা আপনাদের পছন্দ হয়নি। ওর এডিট করা ভিডিও আপনারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন, তাও খুব ভালো। সে আসতেই গো ব্যাক স্লোগানও তুলেছেন। সেই বিষয়ও মেনে নেওয়া যায়। ও এই বিষয় মেনে নিয়ে ওই স্থান ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। তা সত্ত্বেও তাঁর গাড়ির জানলায় কেন মারা হল? কেন গাড়িতে ধাক্কা দেওয়া হল যখন তিনি ভিতরে বসে? এটা অত্যন্ত ভয়াবহ। তীব্র ধিক্কার জানাচ্ছি এই ঘটনার।”
গতকালের ঘটনায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে সমর্থন করে সুদীপ্তা চক্রবর্তী আরো লেখেন, ” আপনারা ভুলে গেছেন আপনার মহিলাদের রাত দখলের জন্য রাস্তায় নেমেছেন? নারীদের সুরক্ষার জন্য রাস্তায় নেমে আরেক নারীর সম্মানহানি করছেন? একজন মহিলা নাগরিকের সাধারন অধিকার কেড়ে নিতে চাইছেন? কলকাতাবাসী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে করা তোমাদের কাজকে সমর্থন করি না”
এর পাশাপশি প্রতিবাদে সরব হলেন অভিনেত্রী অন্যান্য চ্যাটার্জী। তিনি ফেসবুকের পাতায় ঋতুপর্ণা সেনগুপ্তর পাশে দাঁড়িয়ে পোস্ট করলেন, ” ঋতুপর্ণা সেনগুপ্তর অপমানের তীব্র সমালোচনা করছি। মানুষকে অনুরোধ করছি, লড়াইটা ঠিক ভাবে বেছে নিন। এখন আমাদের অনেকেই লক্ষ্যভ্রষ্ট করতে চাইবেন। তাঁদের সফল হতে দেবেন না। প্লিজ”
বাকি সকলের মতই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন ঋতুপর্ণা। তবে আন্দোলনে সামিল হলেও তাকে শুনতে হয় “গো ব্যাক” স্লোগান। বাধ্য হয়ে গাড়ি করে সেই স্থান ছেড়ে বেরিয়ে আসতে হয় অভিনেত্রীকে।