পুজোর আগে নতুন উত্তেজনার উন্মোচন হল।সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ টেক্কা ‘ নতুন পোস্টার প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই যেখানে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে এক নতুন লুকে দেখে যাচ্ছে। দেবের সঙ্গে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রুক্মিণী।
পোস্টারে রুক্মিণীকে দেখা যাচ্ছে একেবারেই অন্য চরিত্রে। সাদা শার্টের ওপর লেদার জ্যাকেট ও চোখে সানগ্লাস। হাতে একটি বন্দুক ধরে তিনি নতুন লুকে ধরা দিয়েছেন। দেবের পোস্টার দেখে জানা গিয়েছে এই চরিত্রের নাম হবে ‘ মায়া ‘ যে তাঁর অদম্য ক্ষমতা দিয়ে পথঘাট শাসন করবেন। দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর নতুন লুক প্রকাশ করে লেখেন, ‘ সাহেবের বিবি গোলামের দেশে, আস্তিন থাক । এবার পুজোয় দেখা হচ্ছে ‘ টেক্কা ‘ সঙ্গে।’ তিনি আরও বলেছেন , ‘ক্ষমতা, দায়িত্ব, বিচার! মায়ার সঙ্গে আলাপ করুন যে পথঘাট শাসন করে বেড়ায়।’ এভাবে পোস্টার দেখে বোঝা যাচ্ছে ‘ টেক্কা ‘ শুধু থ্রিলার নয়, বরং এক বিশাল প্রভাবশালী চরিত্রের গল্পও।
‘ টেক্কা ‘ ৮ অক্টোবর মুক্তি পাবে বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে পুজোর সময় এই ছবির যে দর্শকদের কাছে একটি বড় আকর্ষণ হবে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে দেবের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল এবং নতুন পোস্টার ছবির প্রেক্ষাপট এবং চরিত্রের গভীরতা সম্পর্কে আরও কিছু ধারণা দেয়। তিনি তাঁর নতুন ছবি নিয়ে দর্শক মহলে উত্তেজনা পারুদ তুঙ্গে তুলেছেন। দেবের পাশাপাশি ছবিতে অভিনয় করবেন স্বস্তিকা মুখোপাধ্যায় , সৃজা দত্ত ও আরও বেশ কয়েকজন অভিনেতা। এই ছবির মাধ্যমে সৃজিত মুখোপাধ্যায় আবারও একটি নতুন থ্রিলার তৈরি করছেন যা নিশ্চিতভাবে দর্শকদের মনে সাড়া ফেলবে বলেই সকলে আশাবাদী। পুজোর সময় বিভিন্ন ছবির মুক্তির সঙ্গে ‘ টেক্কা ‘ জনপ্রিয়তা কতটা বৃদ্ধি পাবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।তবে রুক্মিণীর নতুন লুক এবং দেবের ছবির প্রচার ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, এই ছবি দর্শকদের জন্য একটি বড় আকর্ষণ হয়ে উঠতে চলেছে।