বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। একটা সময় ‘বোঝে না সে বোঝেনা’ সিরিয়ালে তাঁর পাখি চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি টেলিভিশন সিরিয়ালে মধুমিতাকে সেভাবে দেখতে পাওয়া না গেলেও, সিনেমার দুনিয়ায় তিনি ভিত শক্ত করার চেষ্টা করছেন।
শোনা যাচ্ছে মধুমিতা নাকি প্রেম করছেন?
হ্যাঁ, ঠিকই শুনছেন। বাংলার এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে এমন কথাই জানিয়েছেন তিনি। একটি প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলার এই অভিনেত্রী নাকি নতুন প্রেমে পড়েছেন।খবরটি ভাইরাল হতে অবশ্য খুব বেশি সময় লাগেনি।কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রীই ?? অভিনেতা সৌরভ চক্রবর্তীর সাথে প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর বিগত বেশ কয়েক বছর সিঙ্গেলই ছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার ।অভিনেতা পরিচালক সৌরভের সাথে ডিভোর্সের পর মধুমিতার জীবনে এসেছেন নতুন মানুষ।অভিনেত্রীর নতুন বয়ফ্রেন্ডের নাম দেবমাল্য চক্রবর্তী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁরা একটি ছবিও পোস্ট করেছেন।ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন শুরু।’ প্রসঙ্গত, অভিনেতা সৌরভ চক্রবর্তীকে ইতিপূর্বে বিয়ে করেছিলেন মধুমিতা।২০১৯ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে ‘সিঙ্গল’ স্টেটাসই ধরে রেখেছিলেন তিনি।
মধুমিতার ‘নতুন প্রেম’ নিয়ে সৌরভের কি প্রতিক্রিয়া?
বিচ্ছেদের পর পুরোপুরি সিঙ্গেল থাকার কথা জানিয়ে মধুমিতা বলেছিলেন যদি ভবিষ্যতে কোনদিন কোন সম্পর্কে জড়ান তবে সেই খবর তিনি নিজেই সেই খবর অনুরাগীদের সাথে ভাগ করে নেবেন। প্রতিশ্রুতি মতোই সেই খবর সপ্তমীতেই জানিয়েছেন মধুমিতা। উৎসবের মরশুমে নতুন প্রেমিকের সাথে ছবি দিয়ে সকলের সাথে ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই।মাত্র চার বছরের মাথায় ২০১৯ সালে বিচ্ছেদ হয়ে যায় সৌরভ-মধুমিতার।২০১১ সালে সম্প্রচারিত নতুন বাংলা সিরিয়াল ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের হাত ধরে প্রথম পরিচয় হয়েছিল সৌরভ-মধুমিতার। ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সেই সৌরভকে বিয়ে করে নেন মধুমিতা। এরপর আর একসাথে কাজ করতে দেখা যায়নি এই জুটিকে। এবার অতীত ভুলে নতুন জীবন শুরুর দিকে পা বাড়িয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, এদিন সংবাদমাধ্যমের তরফে জানতে চাওয়া হলে সৌরভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমি আসলে এই নিয়ে কোনো রকম মন্তব্যই করতে চাই না”। ইন্ডাস্ট্রি সূত্রে খবর দুজনের মধ্যে যোগাযোগ না থাকলেও কোন তিক্ততা নেই তাঁদের। তবে অনুরাগীদের মধুমিতার জীবনের এই নতুন মনের মানুষ সম্পর্কে জানার কৌতুহলই সবচেয়ে বেশি।তাঁদের ছবি দেখে সকলের একটাই প্রশ্ন যে তাঁরা বিয়ে কবে করছেন? সেই উত্তর অবশ্য ক্রমশ প্রকাশ্য।