ধর্মা প্রোডাকশনের সিনেমার এহেন খারাপ হাল সাধারণত খুব কমই দেখা যায়।সদ্য মুক্তি পেয়েছে আলিয়ার‘জিগরা’ ছবি। যা নিয়ে তুমুল বিরোধ বেঁধেছে অভিনেত্রী দিব্যা কুমার খোসলা, আলিয়া ও করণ জোহরের মধ্যে।দিন কয়েক আগেই দর্শকশূন্য একটি সিনেমা হলের ছবি পোস্ট করে আলিয়ার বিরুদ্ধে ভুয়ো ব্যবসা দেখানোর অভিযোগ উঠেছিল। তা নিয়ে ছবির প্রযোজক মুখ খুললেও বলিউড অভিনেত্রী আলিয়াকে মুখে রা কাটতে দেখা গেল না।
তবে শেষমেশ গোটা ঘটনায় ফের মুখ খুলতে দেখা গেল দিব্যাকে।কি বললেন অভিনেত্রী?
এক সাক্ষাৎকারের মাধ্যমে দিব্যা স্পষ্টকরলেন, ‘করণতাঁর সোশাল মিডিয়া পোস্টে অভিনেত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছেন। কোনও মহিলাকে এরকম মন্তব্য করা একেবারেই উচিত নয় বলে জানিয়ে অভিনেত্রী বলছেন, তিনি বেশ জনপ্রিয় তাই আলাদা করে জনসংযোগের দরকার পড়ে না।’আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’ সিনেমা নিয়ে দিব্যা খোসলা ও করণ জোহরের মধ্যেতুমুল বাকযু্দ্ধ চলছে বলে গোটা বলিউড দুনিয়া সরগরম। আলিয়া-করণ প্রযোজিত ছবির ‘ফেক কালেকশন’ নিয়ে সরাসরি আক্রমণ করেছেন দিব্যা। নাম না করে এর পাল্টা করণের।তবে চুপ করে বসে থাকার পাত্রী দিব্যাও নয়, একের পর এক পোস্ট করে প্রযোজকের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী। করণ-দিব্যার বাকযুদ্ধের সুত্রপাত, নায়িকা-প্রযোজকের মাল্টিপ্লেক্সের একটি ছবি পোস্ট ঘিরে। শুক্রবারই সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘জিগরা’ ছবিটি। ভাসান বালা পরিচালিত ছবিটিতে আলিয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না, মনোজ পাহওয়া।ছবির প্রযোজনা সংস্থা নিয়ে কঠিন অভিযোগে উঠছে কেনো?দিব্যা কুমার ও করণ জোহরের মধ্যকার এই বিতর্কটি সামাজিক মিডিয়ায় এবং বিনোদন জগতে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রযোজক করণ জোহরের মন্তব্যের পর দিব্যার প্রতিক্রিয়া কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতাকেই প্রতিফলিত করে না, বরং ইন্ডাস্ট্রিতে নারীদের অবস্থান, তাদের সম্মান ও অধিকার নিয়ে একটি বড় প্রশ্ন তুলে ধরে।।
‘জিগরা’ প্রসঙ্গে জিগরা’ ছবিতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। অ্যাকশন-থ্রিলারটি পরিচালনা করেছেন ভাসান বালা এবং এতে মনোজ পাওয়া, রাহুল রবীন্দ্রনরা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে আলিয়ার ইটারনাল সানশাইন প্রোডাকশনস এবং করণ জোহরের ধর্মা প্রোডাকশন।