করুণাময়ী রানি রাসমণি’র পর বাংলা ধারাবাহিকের পর্দায় আর দেখা যায়নি দিতিপ্রিয়া রায়কে। প্রিয় রানিমা কে এতদিন বেশ মিস করেছেন বাংলার দর্শক। অনেক দিন তাঁকে পর্দায় দেখতে না পেয়ে মন ভার ছিল বাংলা টেলিভিশনের দর্শকদের। রোজ টেলিভিশনের পর্দায় আর তাঁরা দেখতে পান না দিতিপ্রিয়াকে। এবারে তাঁদের জন্য সুখবর! বছরশেষে, দর্শক ভক্তদের জন্য তাই দিতিপ্রিয়ার তরফ থেকে এলো সুখবর। রানি রাসমণির বছর তিনেক পর মেগা ধারাবাহিকে ফিরছেন দিতিপ্রিয়া।
রানিমার খোলশ ছেড়ে আলাদা অনেক চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া। সেই ইমেজ ভেঙে নতুন জার্নি শুরু করেছেন দিতিপ্রিয়া রায়। ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি কাজ করেছেন বড় পর্দায়। একের পর এক অভিনয় দিয়ে দর্শকের মন ভরিয়ে তুলছেন দিতিপ্রিয়া। তবে বাংলা টেলিভিশনের দর্শকদের বেশ মন খারাপ ছিল এতদিন। কারণ তাঁরা রোজ অভিনেত্রীকে পর্দায় দেখতে পেতেন না। তবে এবারে অপেক্ষার অবসান। এবারে তাঁরা রোজ ছোট পর্দায় দেখতে পাবেন অভিনেত্রীকে। সেই প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ও জি বাংলার অ্যাকাউন্টে। বছরশেষে, নিজের দর্শকভক্তদের সুখবর জানালেন রানিমা তথা দিতিপ্রিয়া। বছর তিনেক পর মেগা ধারাবাহিকে ফিরছেন দিতিপ্রিয়া।
আসছে দিতিপ্রিয়ার নতুন ধারাবাহিক!
বেশ ছোটো বয়স থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত দিতিপ্রিয়া। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তবে জি বাংলার পর্দায় ‘করুণাময়ী রানী রাসমণি’-তে কাজ করার পরে জীবন বদলে যায় দিতিপ্রিয়ার। ইন্ডাস্ট্রিতে একজন এক নামে তাঁকে সবাই চেনেন।কাছের অফারের কমতি হয়না তাঁর। এবারে শেষ যেখানে করেছিলেন, এবার সেই চ্যানেলেই নতুন ধারাবাহিক শুরু করছেন নায়িকা। জি বাংলাতেই আসছে তাঁর নতুন ধারাবাহিক ‘তোমাকে ভালোবেসে’।
শুক্রবার চ্যানেলের তরফে প্রকাশ্যে এল দিতিপ্রিয়ার নতুন ধারাবাহিকের প্রোমো। ধারাবাহিকের প্রচারে লেখা, ‘ভালোবাসা সত্যি হলে, মাটিতেও আকাশ নেমে আসে।’ যা দেখে আন্দাজ করা যাচ্ছে, প্রেমের গল্প ফুটে উঠবে পর্দায়। যদিও অভিনেত্রীর বিপরীতে কাকে দেখা যাবে, কিংবা কোন সময় ধারাবাহিকটি সম্প্রচার হবে, সেসব কিছুই এখনও জানা যায়নি।
কোন চ্যানেলে, কখন দেখা যাবে এই ধারাবাহিক?
প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, ধারাবাহিকের হিরোইন বেশ ডানপিটে চরিত্রের। শুরুতেই দেখা যায়, দিতিপ্রিয়া তাঁর বন্ধুদের সঙ্গে গ্রামের রাস্তায় সাইকেল চালিয়ে একটি হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দিতে চাইছেন। তাঁর কথায়, ‘হওয়ার থেকেও জোরে ছুটতে আমার দারুণ লাগে।’ এদিকে এক বন্ধু সেসময় তাঁকে প্রশ্ন করে, মাটিতে থেকে কখনও হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দেওয়া যায়?
জবাবে অভিনেত্রী বলেন, ‘সেই জন্য পা মাটিতে থাকা উচিত। তাহলে যখন ইচ্ছে ছোটা যায়, আবার দরকার থামাও যায়।’ এমন সময় সেখানে উপস্থিত এক বহুরূপী তাঁকে প্রশ্ন করেন, যদি এই হেলিকপ্টারে করেই তাঁর মনের মানুষ আসে, তাহলে তাঁকে কী করে নামাবেন? এর জবাব দিতে পারেন না দিতিপ্রিয়া। এরপর ঠিক কী কী ঘটে, তা ধীরে ধীরে জানা যাবে ধারাবাহিক শুরু হলেই।
এছাড়াও বাস্তব জীবনে জনপ্রিয় এক ফুটবলারকে মন দিয়েছেন দিতিপ্রিয়া রায়। চুটিয়ে প্রেম করছেন দুজনে। ফুটবলার শমীক মিত্রের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। তিনি চেন্নাইয়িন এফসি টিমের গোলকিপার। জলপাইগুড়ির ছেলে শমীক, এখন দক্ষিণ ভারতে থাকেন কর্মসূত্রে। টলিউডের জল্পনা, দিতিপ্রিয়া-শমীক নাকি একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন। প্রায়ই প্রেমিকার জন্যে উপহারও পাঠান খেলোয়াড়। সে ছবি নিজের সোশ্যাল পেজে শেয়ারও করেন অভিনেত্রী।