দেশ ছেড়ে বিদেশে পাড়ি লাপতা লেডিস-এর। সমস্ত জল্পনা কাটিয়ে সামনে এল সেই খবর। পরিচালক কিরণ রাও-এর মুকুটে যুক্ত হল নয়া পালক। অস্কারের মঞ্চে দেখানো হবে একজন সাধারণ গ্রামের বধূর দৈনন্দিন জীবনের গল্প।
প্রসঙ্গত, চলতি বছর ১ মার্চ এই ছবি প্রথম মুক্তি পায় সিনেমা হলে। তবে বক্সঅফিসে তেমন সাফল্য লাভ করতে পারেনি ৷ পরবর্তীকালে ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে আশার আলো দেখতে পায় এই ছবি৷ ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় কিরণ রাও পরিচালিত লাপতা লেডিস। এরপরই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ছবিটি। সমাজের বাস্তব রূপকে মজার ছলে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক কিরণ রাও। তাঁর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন দর্শকরা৷
এখানেই শেষ নয়, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও স্পেশাল স্ক্রিনিং-এর মাধ্যমে দেখানো হয়েছিল এই ছবিটি। পরিচালক কিরণ রাও এই ছবি তৈরি করার পর থেকেই আশাবাদী ছিলেন। এবার সেই স্বপ্নই পূরণ হতে চলেছে তাঁর। অস্কারের মঞ্চে দেখানো হবে এই ছবি।
তুমুল লড়াই এর পর মনোনীত লাপতা লেডিস
২০২৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নমিনেশনে ভারত থেকে মনোনীত হয়েছে কিরণ রাও পরিচালিত ছবি “লাপতা লেডিস”। এই মনোনয়ন তালিকায় ছিল প্রায় ২৯টি ছবির হাড্ডাহাড্ডি লড়াই।তার মধ্যে থেকেই সেরার সেরা শিরোপার মুকুট উঠল কিরণ রাও এর মাথায়। শুধুমাত্র কিরণ রাও নয় এই এই ছবির সঙ্গে ওতঃপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন বলিউড অভিনেতা আমির খান। কারণ ছবির প্রযোজনার দায়িত্বে ছিল অভিনেতার প্রযোজনা সংস্থা। তাই এই সাফল্যের ভাগিদার তিনিও।
আরও পড়ুন
এদিন “ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া”-র তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানেই উঠে এসেছে এই খবর। বিবৃতিতে বলা হয়েছে, “২০২৫ সালে অস্কারের মঞ্চে লাপাতা লেডিস’কে একাডেমি অ্যাওয়ার্ডে ভারতের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে বেছে নেওয়া হয়েছে”।
এই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত দর্শক থেকে সকল অনুরাগীরা।