আগের দশকের জনপ্রিয় রোমান্টিক হিরো ইমরান খান। এরপরের দশকে আর তাঁকে দেখা যায়নি বড়পর্দায়। অভিনেতা ইমরান খানকে শেষ দেখা গিয়েছিল ২০১৫ সালের ছবি কাট্টি বাট্টিতে। এবার তিনি আবার বলিউডে তাঁর প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত।
ইমরান খান ও পরিচালক দানিশ আসলাম ২০১০ এ রোমান্টিক কমেডি সিনেমা ‘ব্রেক কে বাদ’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছিলেন। এই ছবিতে আরও অভিনয় করেছিলেন দীপিকা পাডুকোন, শর্মিলা ঠাকুর এবং শাহানা গোস্বামী। এবারে এই পরিচালকের মাধ্যমেই বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন ইমরান খান।
বলিউডে তাঁর প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইমরান খানের ভক্তরা। অভিনেতাকে শেষবার ২০১৫ সালে ‘কাট্টি বাট্টি’ ছবিতে দেখা গিয়েছিল। যেখানে তিনি কঙ্গনা রানাওয়াতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। তবে বক্সঅফিসে খুব একটা সাফল্যের মুখ দেখেনি এই সিনেমা।
এর পরে, তিনি ২০১৮ সালে ‘মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া’ নামে একটি শর্ট ফিল্ম পরিচালনা করেন। তবে ২০১৫ সাল থেকে পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। তবে সেই অপেক্ষার অবসান হতে চলেছে এবার। ব্রেক কে বাদ সিনেমার পরিচালক দানিশ আসলাম নিশ্চিত করেছেন যে তিনি অভিনেতার সাথে একটি নতুন প্রজেক্টে কাজ করছেন।
পরিচালক দানিশের হাত ধরে কাজে ফিরছেন ইমরান
সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারের সময় দানিশ বলেছেন, তিনি এই মুহূর্তে সিনেমাটি সম্পর্কে খুব বেশি কথা বলতে পারছেন না। তিনি ইমরানের সাথে নতুন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। ইতিমধ্যেই সংবাদপত্রেও এটি সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে।
তিনি আরও প্রকাশ করেছেন যে শীঘ্রই একটি অফিসিয়াল ঘোষণা করা হবে। এই প্রজেক্টের কাজ এখনো চলছে। পরিচালক বলেছেন, যে মুহূর্তে সিনেমার কাজগুলো শেষ হয়ে যাবে তখন তাঁরা বেশ আনন্দের সঙ্গে সিনেমার ব্যাপারে কথা বলবেন। সেই সময় সিনেমার ঘোষণা করবেন বলেও জানান তিনি। তবে এখন শুধু এটুকুই বলেছেন যে তিনি ইমরান খানের সাথে কিছু নিয়ে কাজ করছেন।
বিষয়টি নিয়ে একাধিক সংবাদমাধ্যমে মুখ খুলেছেন দানিশ। জানিয়েছেন, অভিনয় জীবনে দীর্ঘ বিরতি থাকা সত্ত্বেও ইমরানের সঙ্গে পরিচালকের বন্ধুত্ব নষ্ট হয়নি। প্রায়শই পুরনো ছবি নিয়ে আলোচনা করেন তাঁরা। সেই জায়গা থেকেই তাঁরা ফের একসঙ্গে কাজ করতে চলেছেন।
বড়পর্দায় ফিরছেন ইমরান খান
পাশাপাশি দানিশ এও আভাস দিয়েছেন, ‘রমকম’ ছবি দিয়েই হয়তো ফিরবেন ইমরান। আগে সমাজমাধ্যমে একই কথা বলতে শোনা গিয়েছিল আমির খানের ভাগ্নেকেও। জানিয়েছিলেন, এই বিশেষ ধারার ছবিতেই তাঁকে দেখতে চান অনুরাগীরা। তাই ভক্তদের মন রাখতে নিজের গ্রহণযোগ্য রূপেই আবার বড়পর্দায় ধরা দেবেন ইমরান।
অভিনয়ে ফিরছেন ইমরান খান। একটা সময়ের পরে সকলে ধরেই নিয়েছিলেন, তাঁর অভিনয় জীবন শেষ। পর্দায় তো তিনি নেই, কোনও ফিল্মি পার্টিতেও দেখা যেত না তাঁকে। এর পরেই সমাজমাধ্যমে ইমরান খানের প্রত্যাবর্তন। আমির খানের অভিনেতা ভাগ্নেকে সমাজমাধ্যমে পেয়ে অনুরাগীদের উল্লাস চোখে পড়ার মতো।
তখনই তিনি জানান, উপযুক্ত ছবি পেলে আবারও অভিনয়ে ফিরবেন তিনি। সম্প্রতি ‘ব্রেক কে বাদ’ ছবির পরিচালক দানিশ আসলাম ঘোষণা করেছেন, তিনি আবারও ইমরানকে নিয়ে অভিনয় করতে চলেছেন।