টলিউডের প্রথম সারির পরিচালক অরিন্দম শীল। পরিচালনার পাশাপাশি একাধিক সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। আরজি কর কাণ্ডে বিভিন্ন প্রতিবাদ মিছিলেও সাধারণের সাথে পা মিলিয়েছেন তিনি। সেই পরিস্থিতির মধ্যেই যৌন হেনস্থার অভিযোগ ওঠে পরিচালকের ওপর। এই ঘটনা পূর্বপরিকল্পিত বলে দাবি অরিন্দম ঘরণীর।
সম্প্রতি,পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক অভিনেত্রী। এই অভিযোগে সামনে আসতেই ডিরেক্টর্স গিল্ড-এর পক্ষ থেকে সাসপেন্ড করা হয় পরিচালককে। অভিনেত্রীর দাবি, শুটিং সেটে শট বোঝাতে গিয়ে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন পরিচালক অরিন্দম শীল। এরপর সরগরম হয়ে ওঠে টলিউড।
এবিষয় এবার মুখ খুললেন পরিচালকের স্ত্রী শুক্লা দাস। টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক ঘরণীর দাবি ইচ্ছাকৃত ভাবেই পরিচালক অরিন্দম শীলকে ফাঁসানো হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, চলতি বছর ৩ এপ্রিল এই ঘটনাটি ঘটেছিল। তাহলে কেন এতদিন পর ওই অভিনেত্রী জানালেন? অভিনেত্রীকে এবিষয় কেউ প্রভাবিত করতে পারে বলে দাবি পরিচালকের স্ত্রী-র। তাঁর মতে, অরিন্দম শীলের সঙ্গে যেসব অভিনেত্রীরা কাজ করেছেন তাঁদের সঙ্গেও কথা বলা উচিত। শুধুমাত্র একটা ভিত্তিহীন ঘটনার উপর ভিত্তি করে কখনই কারোর দিকে প্রশ্ন তোলা উচিত নয়।
শুক্লা দাস এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁর স্বামী পরিচালক অরিন্দম শীলকে ফাঁসানো হচ্ছে। পরিচালকের ৩৫ বছরের কেরিয়ার জীবনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাঁর স্ত্রী শুক্লা দাস-এর।
অন্যদিকে, পরিচালক ঘরণী নিশানার তীর ছুঁড়ে দিয়েছেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়ের দিকে। তিনি জানিয়েছেন, লীনা গঙ্গোপাধ্যায় বর্তমানে মহিলা কমিশনের চেয়ারপারসন। পাশাপাশি আবার প্রযোজক এবং পরিচালকও বটে। তবে নাকি উল্লেখ্য এই অভিনেত্রী লীনা গঙ্গোপাধ্যায়ের একটি সিরিয়ালেই অভিনয় করেন। তাহলে কি কোথাও স্বার্থের সংঘাত এর বিষয় চলে এসেছে? প্রশ্ন তুলেছেন পরিচালকের স্ত্রী। পরিচালক ঘরণীর দাবি অরিন্দম শীলের প্রায় প্রত্যেকটি সিনেমার সেটেই তিনি থাকেন। সেদিন অবশ্য সেটে ছিলেন না তিনি কিন্তু না থাকলেও ওইদিন কী হয়েছিল তা জানতে পেরেছিলেন পরিচালকের স্ত্রী। কারণ তাঁর পার্টনার পুরো ব্যাপারটাই জানিয়েছিলেন তাঁকে। পার্টনারের ব্যাখ্যা অনুযায়ী পরিচালক কেবলই ওই সিনটা ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন বলে দাবি করছেন পরিচালক অরিন্দম শীল এর স্ত্রী শুক্লা দাস।
Sudeshna
About Author
You may also like
Tollywood
ধর্ষণের হুমকি মিমি চক্রবর্তীকে? তিলোত্তমার পাশে দাঁড়াতে গিয়ে এ কোন পরিস্থিতি
- BY admin
- August 21, 2024
- 0 Comments