দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন তাঁর অভিনয়,নাচ এবং ব্যক্তিত্বের জন্য ভক্তমহলে নপ্রিয়। ২০০৩ সালে গঙ্গোত্রী সিনেমার মাধ্যমে তাঁর অভিনয়ের জীবন শুরু হয়। এরপর থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন দর্শক এবং বক্স অফিসকে। অভিনয়ের বৈচিত্রপূর্ণ ভূমিকা এবং নাচের দক্ষতা তাঁকে অল্প সময়ের মধ্যে দক্ষিণী চলচ্চিত্র প্রেমীদের মনে স্থায়ী জায়গা করে দিয়েছে। তাঁর অসাধারণ স্টাইল এবং কর্মদক্ষতার কারণে তিনি পুরো বিশ্বে সমানভাবে পরিচিত।দক্ষিণ ভারতের সুপারস্টার কেবল বড় পর্দাতেই নয় বাস্তব জীবনেও এক রূপকথার রাজা। তাঁর বিশাল সম্পত্তি ও বিলাসবহুল জীবনধারা তাঁকে অন্যতম ধনী তারকা করে তুলেছেন। আল্লু অর্জুনের আয়ের প্রধান উৎস হল তাঁর সিনেমা ও বিজ্ঞাপন। তবে এর পাশাপাশি তাঁর ব্যবসায়িক কাজ তাঁকে প্রচুর অর্থ এনে দেয়। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৬০কোটি টাকা। তাঁর বার্ষিক আয় প্রায় ৯০ কোটি টাকা। তিনি প্রতিটি ছবির জন্য প্রায় ৬৫ কোটি টাকা নেন। এছাড়াও তিনি বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসডর, সেখান থেকে তিনি প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি আয় করেন। অভিনেতার বিলাসবহুল বাড়ি দেখলে চমকে যাবেন। হায়দরাবাদে অবস্থিত তাঁর বাড়ি ব্লেসিংস নামে পরিচিত। শুধুমাত্র অভ্যন্তরীণ সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং বিশালত্ব ও আধুনিক ভাবেও সৌন্দর্য। বাড়িটির মূল্য প্রায় ১০০ কোটি। গাড়ির প্রতি তাঁর আকর্ষণ অনেক বেশি, তাঁর গ্যারেজে রয়েছে অনেক বিলাসবহুল গাড়ি। রেঞ্জ রোভার, মার্সিডিজ , হামার এইচ ২,জাগুয়ার এছাড়াও আছে আরও অনেক গাড়ি যার মূল্য প্রায় ৯৬ কোটি টাকার কাছাকাছি। তাঁর নিজস্ব প্রাইভেট জেট ও আছে এছাড়া তাঁর নিজস্ব প্রাইভেট ভ্যান যার মূল্য প্রায় ৭ কোটি টাকা।
Next Article
সংকটে মালায়ালম অভিনেত্রী, চাঞ্চল্যকর তথ্য এল সামনে
ankitaghosh
About Author
You may also like
Bollywood
Celeb Lifestyle
জীবনের কঠিন সময় কেমন কেটেছিল অভিনেতা জন আব্রাহামের
- BY ankitaghosh
- August 21, 2024
- 0 Comments
Bollywood
Celeb Lifestyle
তবে কি সদ্য বিবাহিত দম্পতি সোনাক্ষি সিনহা এবং জাহির ইকবাল পাড়ি দিচ্ছেন বিদেশ?
- BY admin
- August 22, 2024
- 0 Comments