বেশ কয়েক দশক ধরে বিগ বাজেট সিনেমা বানিয়ে আসছে ধর্মা প্রোডাকশন এবং যশরাজ ফিল্মস। এবার এই দুই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার পর এক অভিনেতা জানিয়েছেন এই দুই প্রযোজনা সংস্থার নাকি খুব ইগোর সমস্যা। অভিনেতা বিক্রম কাপাডিয়া দাবি করেন এই দুই প্রযোজনা সংস্থা অভিনেতাদের কাজের সুযোগ দেওয়ার অজুহাতে তাঁদের কম পারিশ্রমিক দেয়।
বলিউডের অন্যতম দুই বড় প্রযোজনা সংস্থা হল যশরাজ ফিল্মস এবং ধর্মা প্রোডাকশন। আর এই দুই প্রযোজনা সংস্থার নামেই সম্প্রতি গুরুতর অভিযোগ আনলেন ‘যোদ্ধা, মেড ইন হেভেন’ খ্যাত অভিনেতা বিক্রম কাপাডিয়া। জানালেন উক্ত দুই প্রযোজনা সংস্থার নাকি বিপুল ইগো। আরও বললেন, ধর্মা বা যশরাজ ফিল্মসের নাকি ‘ঘ্যামে’ মাটিতে পা পড়ে না।
কেন এমন অভিযোগ আনলেন বিক্রম?
অভিযোগ উঠল ধর্মা প্রোডাকশন এবং যশরাজ ফিল্মসের বিরুদ্ধে। মারাত্মক ইগো নাকি ধর্মা ও যশরাজ ফিল্মসের। অভিযোগ করে ‘যোদ্ধা’ খ্যাত বিক্রম বললেন, ‘সুযোগ দেওয়ার অজুহাতে কম টাকা দেয়’ এই প্রযোজনা সংস্থা।সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যশরাজ এবং ধর্মাদের ভেতর একধরনের ইগো আছে। তাঁদের মতে, যেহেতু তাঁরা যশরাজ এবং ধর্মা, তাই তাঁরা অভিনেতাদের একটু কম পারিশ্রমিকই দেবেন। সেটাই নাকি তাঁদের কাছে স্বাভাবিক। আর অভিনেতাদেরও সেই নিয়েই খুশি থাকা উচিত। সুযোগের সঙ্গে যে টুকু পারিশ্রমিক তাঁরা দেন সেটাকেই তাঁরা ন্যায্য মনে করেন। বিক্রমের ধারণা এই রকম কাজই তাঁরা সকলের সঙ্গে করে।
প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ
তবে এদিন বিক্রম আরও জানান কম পারিশ্রমিক দিলেও সেটা দিতে এই প্রোডাকশন হাউস কখনও দেরি করেন না। এই প্রসঙ্গে যদিও ধর্মা প্রোডাকশন হাউজের ৫০ শতাংশের মালিক করণ জোহর আগেই জানিয়েছিলেন ইদানিংকালে অভিনেতারা খুবই অতিরিক্ত পারিশ্রমিক চান। আর সেই কারণেই ছবির বাজেট বেড়ে যায়।
অন্যদিকে ধর্মা প্রোডাকশন হাউজের ৫০ শতাংশ বিক্রি হয়ে গেছে। ধর্মা প্রোডাকশনের আর একচ্ছত্র আধিপত্য নেই করণ জোহরের। সম্প্রতি আদর পুনাওয়ালার সিরিন এন্টারটেইনমেন্ট ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ ১০০০ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে।
তবে বাকি ৫০ শতাংশের মালিক এখনও করণ জোহর। প্রসঙ্গত ধর্মা প্রোডাকশন শুরু করেন করণ জোহরের বাবা যশ জোহর। ১৯৭৬ সালে এই প্রযোজনা সংস্থার পথচলা শুরু হয়। যশ জোহরের পর এতদিন এই সংস্থার মালিক ছিলেন করণ জোহর। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’ সহ একাধিক ছবি উপহার দিয়েছে এই প্রযোজনা সংস্থা।