প্রকাশ্যে এলো দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের মেয়ের প্রথম ছবি। দীপাবলির পরের দিন নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সে ছবি শেয়ার করলেন তারকা দম্পতি। একরত্তির পরনে গোলাপী রঙের চুড়িদার। কিন্তু মেয়ের মুখ এখনো প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। শুধু মেয়ের ছোট্ট দুটি পায়ের ছবি দিয়েই ভক্তদের সাথে মেয়ের প্রথম সাক্ষাৎকার করালেন এই দম্পতি।
একরত্তির নাম দুয়া
দীপাবলির পরদিন ভক্তদের সঙ্গে মেয়ের ছবি ভাগ করে নিলেন দীপিকা-রণবীর। আর শুধু ছবিই নয়, এই শুভক্ষণে তাঁরা সারলেন মেয়ের নামকরণও। সেই নামও সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারকা দম্পতি। মেয়ের নাম রেখেছেন দুয়া পাডুকোন সিং। মেয়ের ছবির সঙ্গে সঙ্গে ক্যাপশনে দীপিকা মেয়ের নাম ঘোষণা করলেন। আরও জানালেন দুয়া শব্দের অর্থ প্রার্থনা। আর তাঁদের একমাত্র মেয়ে তাঁদের প্রার্থনারই উত্তর। ভালোলাগার আরেকটি বিষয় হলো একরত্তির নামকরণ শুধু বাবার পদবী নিয়েই হয়নি। বরং মায়ের পদবীকে আগে রাখা হয়েছে।
আরবিতে দুয়া শব্দের অর্থ প্রার্থনা। এটিকে ‘দোয়া’ও বলা যায়। দু’মাস হতে চললো দীপিকা রণবীরের জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়। কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন তাঁরা। চলতি বছর ৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের একটি হাসপাতালে সন্তান জন্ম দেন দীপিকা। ২০১৮ সালের ১৪ নভেম্বর একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপিকা রণবীর। বিয়ের ৬ বছরের মাথায় তাঁদের কোল আলো করে এসেছে ছোট্ট দুয়া।
তারকারা শুভকামনা জানিয়েছেন
দুয়ার নাম ও ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন নেটিজেনরা। দুয়াকে ছোটো মা লক্ষ্মী বলে ডেকেছেন অনেক ভক্ত। ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। দুয়াকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী পত্রলেখা পাল। দুয়াকে বেবী সিমবা বলে ডাকলেন অভিনেতা অর্জুন কাপুর। প্রসঙ্গত একই দিনে মুক্তিপেয়েছে সিংঘম রিটার্নস সিনেমা। যেখানে রণবীর ও দীপিকা দুজনেই পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন।
তবে কিছু ভক্ত আবার তর্ক বিতর্ক শুরু করেছে দুয়ার নাম নিয়ে। দুয়া একটি আরবিক নাম অর্থাৎ মুসলিম নাম। তারকা দম্পতি মুসলিম নাম রাখায় মনক্ষুন্ন অনেক ভক্ত। অনেকে বলেছেন তাঁর নাম তো ‘প্রার্থনা’ও রাখা যেতো। অর্থ তো একই থাকতো এবং সেটি একটি সনাতনী নাম হতো। তবে তারকামহলের বিষয় নিয়ে বিতর্ক হবে তা খুবই স্বাভাবিক। সে বিতর্ককে খুব বেশি পাত্তা দিচ্ছেন না দীপিকা-রণবীর দম্পতি।
বিতর্ককে এর আগেও বহুবার বুড়ো আঙ্গুল দেখিয়েছেন দীপিকা। সন্তানসম্ভবা থাকাকালীন কাজ চালিয়ে যাওয়ায় সরোগেসির মাধ্যমে সন্তান জন্মের অভিযোগ উঠেছিল দীপিকার বিরুদ্ধে। এরপর বেবী বাম্পের ছবি দিয়ে সমালোচকের মুখ বন্ধ করেন দীপিকা। মেয়ের দেখাশোনার জন্য কোনো লোক রাখেননি দীপিকা। আপাতত মেয়ের দেখভাল নিজেই করবেন এবং ততদিন নিজেকে কাজ থেকে দূরে রাখবেন অভিনেত্রী।