তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্ত দুজনেই চলচ্চিত্র জগতে অন্যতম পরিচিত মুখ। ২০১৪ সালে তথাগত মুখোপাধ্যায় দ্বিতীয়বার দেবলীনা দত্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপরই তাঁদের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি আগমনের গুঞ্জন শোনা যায়। ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রথম তাদের দুজনের আলাদা হওয়ার কথা সামনে আসে। একই ছাদের তলায় থাকলেও ডিভোর্সের পথে হাঁটেননি তাঁরা। সেকথা অনেকবার জানিয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। তৃতীয় ব্যক্তি হিসেবে বারবার শিরোনামে উঠে এসেছে বিবৃতি চট্টোপাধ্যায়ের নাম। তাঁকে নিয়ে নানা মন্তব্য করতে দেখা গিয়েছে দেবলীনা দত্তকে। কখনও “টক্সিক” তো আবার কখনও “চিনি না” বলেও দাবি করেছেন দেবলীনা।
এক সংবাদ মাধ্যমের স্বাক্ষাতকারে বিবৃতি চট্টোপাধ্যায় পাল্টা প্রশ্ন করে বলেছিলেন, “তাহলে তথাগতর প্রথম সংসারটাও কি তবে ভাঙা হয়েছিল”?। এই বিষয়কে কেন্দ্র করে বারবার নানা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন তাঁরা। তবে এবার শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কের সমীকরণটা নাকি পাল্টে গিয়েছে।
প্রসঙ্গত, সদ্য ইউটিউবে মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ভটভটি। সেখানে অভিনয়ও করেছেন বিবৃতি চট্টোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। সেই ছবিরই প্রচারে এক ফ্রেমে ধরা দিলেন বিবৃতি চট্টোপাধ্যায়ের, দেবলীনা দত্ত এবং তথাগত মুখোপাধ্যায়। এরপরই এক অদ্ভুত ইচ্ছা প্রকাশ করে বসলেন দেবলীনা দত্ত। বিবৃতির সঙ্গে সমকামী চরিত্রে অভিনয় করতে চান। এ বিষয় তিনি বলেন, “শুধুমাত্র দুই বোন বা বান্ধবী চরিত্র কেন, লেসবিয়ান চরিত্র হলেও আমার অভিনয় করতে আপত্তি নেই। আর আপত্তি থাকবেই বা কেন? অভিনেতা সত্ত্বা তো সবকিছুই করবে। কেন করবে না?”। এ কথা শুনে রীতিমতো হতবম্ভ হয়ে যান বিবৃতি।
একটা সময় তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় আর কাজ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে বর্তমানে সেই ভাবনা থেকে বেড়িয়ে এসেছেন তিনি। এখন আর তথাগত মুখোপাধ্যায়ের সাথে কাজ করতে কোনও অসুবিধা নেই বলেই জানিয়েছেন দেবলীনা। যদিও এই কথা শোনার পর কোনও প্রতিক্রিয়া করেননি পরিচালক।
ইতিমধ্যে তথাগত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি “গাকি” তেও অভিনয় করেছেন বিবৃতি চট্টোপাধ্যায়। পাশাপাশি খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় ‘দেবী চৌধুরানি’তে।
Sudeshna
About Author
You may also like
Movie
সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, স্বাধীনতা দিবসে রয়েছে একগুচ্ছ সিনেমা রিলিজ
- BY admin
- August 10, 2024
- 0 Comments
Movie
থিয়েটার জগতের নটী বিনোদিনীকে টেক্কা দিতে এসেছে বড় পর্দার বিনোদিনী
- BY admin
- August 10, 2024
- 0 Comments