বড়দিনে টলিউড একইসঙ্গে মুক্তি পেয়েছে চারটে বাংলা ছবি। দেব অভিনীত-প্রযোজিত ‘খাদান’ বা রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ সিনেমার প্রচার হয়েছে রমরমিয়ে। ‘খাদান’ সিনেমার প্রচার তো পুরো বাংলা জুড়ে হয়েছে। র্যাপ করে সিনেমার প্রচার করেছেন রাজ। সঙ্গে ছিল স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি। তবে বাকি দুটো সিনেমা প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ ও মানসী সিনহা পরিচালিত ‘৫ নং স্বপ্নময় লেন’ সিনেমা দুটোর খুব বেশি হাকডাক শোনা যাচ্ছে না। তবে যখন বাংলা সিনেমার খারাপ পরিস্থিতি চলছিল তখন মানসী সিনহাই সে পরিস্থিতি থেকে হালে ফিরিয়েছিলেন প্রেক্ষাগৃহকে।
তবে সিনেমার রমরমা না থাকার প্রধান কারণ হলো দক্ষিণী সিনেমার প্রভাব। তবে এতো সবের মধ্যেও প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ সিনেমাটি বেশ ভালই দাগ কেটেছে দর্শকমনে। ইতিমধ্যেই সিনেমার ট্রেইলার বেশ জনপ্রিয়তা পেয়েছে সিনেপ্রেমীদের কাছে। দুই বাংলার দর্শকই বেশ পছন্দ করেছেন এই সিনেমার ট্রেইলার। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ওপার বাংলায় মুক্তি পায়নি এই ছবি।
তাঁর চোখ কথা বলে! অপূর্বর মাঝে শাহরুখের ছাপ দেখতে পান পরিচালক অপূর্ব!
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমায়। ট্রেইলার দেখে আশঙ্কা করা হচ্ছে সম্ভবত খলনায়কের চরিত্রে দেখা যাবে অপূর্বকে। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তাঁর ভক্তরা বলেন, তাঁর চোখ কথা বলে। চোখের ইশারায় তাঁর অভিনয়ের অনেকটা সম্পন্ন হয়ে যায়।
২০ ডিসেম্বর বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রতিম ডি গুপ্ত পরিচালিত সিনেমা ‘চালচিত্র’। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশী অভিনেতা অপূর্ব। এই ছবির মাধ্যমেই এপার বাংলার সিনেমায় পা রাখলেন ঢাকাই তারকা। সিনেমা মুক্তির আগে সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অপূর্বর প্রশংসা করেন সিনেমার পরিচালক। অপূর্বর মধ্যে বলিউড বাদশা শাহরুখ খানের চার্ম খুঁজে পেয়েছেন নির্মাতা প্রতিম ডি গুপ্ত।
সংবাদমাধ্যমের কাছে চালচিত্রের পরিচালক বলেন, ‘অপূর্বর মধ্যে শাহরুখের একটা চার্ম আছে। আর তাই অতি নাটকীয়ভাবে তাঁকে ব্যবহার করতে চেয়েছি। আগে ওর অনেক নাটক আমি দেখেছি। সেগুলো দেখেই মনে হয়েছে ওর মধ্যে শাহরুখের যে চার্মটা আছে, সেটাই ধরতে হবে।’ বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ড্রামা তারকা অপূর্ব।
তারকার মেলা বসেছে চালচিত্র সিনেমায়! অপূর্বকে নিয়ে কি বললেন অভিনেতা টোটা?
চালচিত্র মূলত থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা। অপূর্ব ছাড়াও এই সিনেমাতে আছে এক ঝাঁক তারকার মেলা। চার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বসু ও গঙ্গুবাঈ খ্যাত শান্তনু মহেশ্বরী। সিনেমার নারী চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেনগুপ্ত, স্বস্তিকা দত্তর মতো অভিনেত্রীরা। এর আগে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।
ট্রেলারে অপূর্বকে দেখে বেশ উচ্ছ্বসিত দুই বাংলার শিল্পীরা। ট্রেলার ঝলকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন দুই বাংলার শিল্পীরা। এর আগেই ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অপূর্বর বেশ প্রশংসা করেছিলেন ছবির আরএক প্রধান অভিনেতা টোটা রায়চৌধুরী। টোটা বলেছিলেন, অপূর্ব যে এত বড় একজন তারকা সেটা নাকি তিনি শুটিংয়ে বুঝতেই দেন না। এপাড় বাংলাতেও অপূর্বর ভক্তসংখ্যা অনেক। এমনকি টোটা নিজেও তাঁর ভক্ত একথা জানিয়েছিলেন সাক্ষাৎকারে।
সিনেমা মুক্তির আগের দিন নিজের ফেসবুক থেকে ‘চালচ্চিত্র’ সিনেমার পোস্টার শেয়ার করেছিলেন অপূর্ব। সঙ্গে শেয়ার করেছিলেন বড়দিনে মুক্তি পাওয়া বাকি তিনটে সিনেমার পোস্টারও। সেখানে নিজের সিনেমার টিম ও বাকি সিনেমাগুলোকেও শুভকামানা জানিয়েছিলেন অপূর্ব।