আরজি কর কাণ্ডে উত্তাল পরিস্থিতি রাজ্যে। দফায় দফায় প্রতিবাদে পথে নামছেন সাধারণ মানুষ থেকে তারকারা। এই প্রতিবাদ মিছিলে কমবেশি সামিল হয়েছেন ছোটপর্দা এবং বড়পর্দার সকল তারকারা।
এরই মাঝে জন্মাষ্টমী পুজো উপলক্ষ্যে মেতে উঠলেন টলিউড তারকারা।
এদিন নিজের বাড়িতেই পুজোর আয়োজন করেছিলেন টলিউডের অন্যতম তারকা জুটি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন কাঞ্চনপত্নী শ্রীময়ী। সেই ছবিতে দেখা গিয়েছে, ছোট্ট একটি পিতলের দোলনার মধ্যে গোপাল বসে রয়েছেন, সেই দোলনাটিকে ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন অভিনেত্রী। এছাড়াও প্রসাদ হিসেবে নাড়ু, ফল, মিষ্টি, দই, মালপোয়া, তালের বড়া সহ অনেক কিছুই খুব সুন্দর করে সাজানো হয়েছে।
কলকাতায় নিজের ফ্ল্যাটে একাহাতেই জন্মাষ্টমী পুজোর আয়োজন করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই ছবি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
অন্যদিকে ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু অর্থাৎ সকলের প্রিয় “মিঠাইরাণী” তিনি বরাবরই কৃষ্ণভক্ত। জন্মাষ্টমী উপলক্ষ্যে তিনিও কৃ্ষ্ণপুজোর আয়োজন করেছিলেন। শুধুমাত্র কৃষ্ণ ঠাকুরই নয় তাঁর সঙ্গে আরাধ্য লোকনাথ বাবারও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
জন্মাষ্টমীতে কৃষ্ণ আরাধনা নিজের মতো করেই করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
বাংলা সিরিয়ালের আরও এক জনপ্রিয় অভিনেত্রী হলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। তিনিও এদিন তাঁর গোপালকে সুন্দর করে সাজিয়ে পুজো করেছেন। পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ জগন্নাথ দেবের আরাধনাও করেন অভিনেত্রী।
এছাড়াও অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়, রুদ্রজিৎ মুখোপাধ্যায়-প্রমিতা চক্রবর্তী সহ টলি পাড়ার অনেক তারকাই জন্মাষ্টমী উপলক্ষ্যে কৃষ্ণ আরাধনায় মেতে উঠেছিলেন।
Sudeshna
About Author
You may also like
Culture & Society
দীর্ঘদিনের দাম্পত্য এবার বিচ্ছেদ, কোন পথে হাঁটছে চন্দ্রবিন্দু খ্যাত অনিন্দ্যর সম্পর্ক?
- BY ankitaghosh
- August 21, 2024
- 0 Comments