একজন দুঁদে মহিলা পুলিশ অফিসারের চরিত্রে এর আগে পর্দায় দু-বার অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন রানি মুখোপাধ্যায়। ‘মর্দানি’ এবং ‘মর্দানি ২’- এ শিবানি শিবরাজ রায় চরিত্রটি দর্শকদের মন জয় করেছিল। এই দুটি ছবিই বক্স অফিসে যথেষ্ট সাফল্য লাভ করেছিল। সমলাোচকদের পছন্দের তালিকাতেও ছিল এই ছবি দুটি। এবার এই ছবির ১০ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য নতুন চমক ঘোষণা করলেন প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে তাঁরা জানিয়েছেন আবারও বড় পর্দায় আসতে চলেছে ‘মর্দানি ৩’। আরও একবার দর্শকদের সামনে শিবানি শিবরাজ রায় চরিত্রে হাজির হতে চলেছেন রানি মুখোপাধ্যায়। এই ভিডিও প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রদীপ সরকারের পরিচালনায় প্রথম মুক্তি পেয়েছিল ‘মর্দানি’। এই ছবিটিতে মুখ্য চরিত্রে অর্থাৎ শিবানি শিবরাজ রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়। পাশাপাশি অন্যান্য সহায়ক চরিত্রে হিসেবে দেখা গিয়েছিল অভিনেতা যিশু সেনগুপ্ত, তাহির রাজ ভাসিন এবং সানন্দ বর্মাকে।
এরপর ২০১৯ সালে গোপী পুথরানের পরিচালনায় মুক্তি পায় মর্দানি ছবির সিকুয়েল হিসেবে মুক্তি পায় ‘মর্দানি ২’। সেখানেও এই পুলিশের ভূমিকায় কাজ করেছিলেন রানি মুখোপাধ্যায়। সেই ছবিও আয় করে বেশ। আগের ছবির দুটি ভাগেই উঠে এসেছিল নারী শক্তির গল্প। এ সমাজে মেয়েদের উপর হওয়া নানা নির্যাতনের গল্প নিয়েই তৈরি হয়েছিল ‘মর্দানি’ এবং ‘মর্দানি ২’। একজন সৎ, নির্ভীক, সাহসী, ন্যায়পরায়ণ পুলিশ অফিসারের ভূমিকায় রানি মুখোপাধ্যায়ের অভিনয় দর্শকদের কাছে আজও প্রাসঙ্গিক।
সূত্রের খবর, যদিও এখনও পর্যন্ত শুরু হয়নি এই ছবির কাজ। সব কিছু ঠিক থাকলে হয়েতো আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মুক্তি পেতে পারে ‘মর্দানি ৩’। আগের দুটি ছবির মতোই এবারও শিবানি শিবরাজ রায় দর্শকদের মনে জায়গা করে নেবে বলে আশাবাদী নির্মাতারা।
Sudeshna
About Author
You may also like
Bollywood
হৃত্বিক-শ্রদ্ধার রোম্যান্স! কোন খবর কানে আসতেই মন খারাপ ভক্তদের
- BY admin
- August 21, 2024
- 0 Comments
Bollywood
প্রথম রাখি উদযাপন ভামিকা- অকায়ের, বিশেষ মুহূর্ত পোস্ট করলেন অনুষ্কা শর্মা
- BY admin
- August 21, 2024
- 0 Comments