সিনেমার মধ্য দিয়েই কিন্তু সমাজের বিভিন্ন গল্প বাস্তবে ফুটিয়ে তোলা হয়। সত্য মিথ্যের বহু ভেদাভেদ মানুষ বুঝতে পারে সিনেমার ভেতর দিয়ে। তেমনই সত্যি মিথ্যের মুখোশ খোলা হবে আবারো। বাঙলার টলিপাড়ার নায়িকার সঙ্গে জুটি বেঁধে এই কাজ করবেন আরবাজ খান।
বড়পর্দায় ফিরছেন আরবাজ খান!
টলি নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন আরবাজ খান। সঙ্গে নিয়ে আসছেন, অন্য ধরনের এক গল্প। সমাজে আধুনিকতার ছোঁয়া যতই আসুক, সংস্কার ও কুসংস্কারের মাঝে আজও আটকে রয়েছেন সমাজের বহু মানুষ। সমাজের উন্নতি হলেও আদৌ কি মানুষের চারিত্রিক উন্নতি ঘটছে? দর্শকের উদ্দ্যেশ্যে এই প্রশ্ন বড়পর্দায় তুলে ধরতে আসছে, প্রযোজনা সংস্থা ‘শুকরানা ফিল্মস’। ছবির নামখানাও বেশ অদ্ভুত। সিনেমার নাম, ‘মূত্র বিসর্জন বর্জিত হ্যায়’। ছবির পরিচালনায় রয়েছেন সুনিল শুভ্রামণি।
বাঙালি নায়িকা পায়েল মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধবেন বলিউড অভিনেতা আরবাজ!
শুকরানা ফিল্মস নামক এই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে প্রথম মুক্তি পাবে এই ছবি। আর প্রথম ছবিতেই রোম্যান্স বা কমেডি না দেখিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন সামাজিক দিক। সমাজের গাফিলতি বা উন্নতির মতো অনেক কিছুই। উঠে আসবে বহু প্রাচীন ইতিহাসও। এহেন উদ্যোগ নেওয়াও নতুন প্রযোজনা সংস্থার জন্য বেশ সাহসিকতার পরিচয়। এই সিনেমাতে যেসব গল্প বলা হবে তাঁর ভেতর থাকবে অভিশাপ ও শাপমোচনেরও। এর আগেই ছবির প্রথম ঝলক সামনে এনেছিলেন নির্মাতারা। তবে এবার জানা গেলো, কোন কোন শিল্পীরা এই ছবিতে অভিনয় করছেন।
সূত্রের খবর অনুযায়ী, এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আরবাজ খানকে। তবে তাঁর বিপরীতে অভিনয় করবেন বাংলার নায়িকা। টলিপাড়ার মেয়ে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে দেখা যাবে আরবাজ খানের বিপরীতে। জানা গেছে, ২০২৫ এর শুরুতেই শুরু হয়ে যাবে সিনেমার শুটিং। বাঙালি কন্যা পায়েল টলিউড এর সঙ্গে সঙ্গে বলিউড এবং দক্ষিণী সিনেমাতেও বেশ পরিচিত মুখ। এবার বলিউড তারকা আরবাজের সঙ্গে জুটি বেঁধে সমাজের কোন চিত্র ফুটিয়ে তুলবেন তিনি সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
প্রসঙ্গত, মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং ফের বিয়ের পিঁড়িতে যাওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনার শীর্ষে ছিলেন আরবাজ খান। তবে কটাক্ষে কান না দিয়ে অভিনয়কে আঁকড়ে ধরেই সামনে এগিয়েছেন তিনি। এবার টলিপাড়ার নায়িকার সঙ্গে জুটিতে আবারো দর্শকের মন জয় করতে চলেছেন অভিনেতা।
‘পাটনা শুক্লা’ ছবির সেটেই রূপটানশিল্পী সুরা খানের সঙ্গে আলাপ হয় আরবাজের। সেই আলাপ গড়ায় প্রেম অবধি। শেষমেশ সুরার নেশাতেই পুরোপুরি মত্ত হবার সিদ্ধান্ত নেন আরবাজ। তাঁদের বিয়ের সবথেকে সুন্দর বিষয়টি ছিলো হচ্ছে, আরবাজের বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত অভিনেতার সঙ্গে ছিলেন তাঁর ছেলে আরহান খান।
অন্যদিকে ৩ ইন্ডাস্ট্রি জুড়ে কাজের জন্য মাঝে মধ্যেই খবরের শিরোনাম হন পায়েল। এর আগে আরজিকর কান্ডের সময় তাঁর সঙ্গে ঘটা এক ঘটনায় বেশ সরব হয়েছিলেন অভিনেত্রী। সেসময় চারিদিকে যখন নারীসুরক্ষার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে আছে, ঠিক তখনই পায়েল সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করেন। সেখানে তিনি জানান ভর সন্ধ্যায় এক ব্যক্তি তাঁকে রীতিমত আক্রমণ করেছে। অভিনেত্রীর গাড়ির কাঁচও ভেঙেছিলেন সেই আক্রমণকারী। পরে অভিযুক্তকে ওই জায়গা থেকেই গ্রেফতার করা হয়েছিল।