বলিউডে এইমুহূর্তে অন্যতম চর্চিত বিষয় হল অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন এর বিবাহ বিচ্ছেদ। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায় তাঁদের ১৭ বছরের সংসার ভাঙনের খবর। গত কয়েক মাস ধরেই আলাদা বাড়িতে থাকছেন তাঁরা এমনটাও কানাঘুষো শোনা গিয়েছে।
দীর্ঘদিন ধরেই শোনা গিয়েছিল তাদের সম্পর্কের টানাপড়েন চলছে। এরপরই শুরু হয় বিচ্ছেদের জল্পনা। আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বচ্চন পরিবার। তবে সেই ফ্রেমে সবাই থাকলেও দেখা যায়নি বচ্চন বধূ ঐশ্বর্যরাই এবং তাঁর কন্যা আরাধ্যাকে। পড়ে অবশ্য আলাদাভাবে উপস্থিত হতে দেখা গিয়েছিল ঐশ্বর্য এবং আরাধ্যাকে। বিচ্ছেদের জল্পনাকে আরও একবার উসকে দিলেন ঐশ্বর্যরাই বচ্চন।
সম্প্রতি, দুবাই ভ্রমণে গিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। এই ভ্রমণেও রয়েছে তাঁর সবসময়ের সঙ্গী মেয়ে আরাধ্যা। সূত্রের খবর, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সামিল হতেই অভিনেত্রীর এই বিদেশভ্রমণে যাওয়া। তবে সেখানে গিয়েও ফের একবার বিচ্ছেদ জল্পনায় জড়িয়ে পড়লেন তিনি।
উল্লেখ্য, অভিনেত্রীর দুবাই ঘুরতে যাওয়ার একাধিক ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় ছড়িয়ে পড়েছে। সেখানেই নেটিজেনদের একাংশের নজরে এসেছে প্রাক্তন বিশ্বসুন্দরীর হাতে নাকি তাঁর বিয়ের আংটিটি নেই!
প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাতকারে বিচ্ছেদ সংক্রান্ত উত্তর দিতে গিয়ে নিজের হাতে থাকা বিয়ের আংটিটি ক্যামেরার সামনে তুলে ধরেছিলেন জুনিয়র বচ্চন। সকলের উদ্দেশ্যে তাঁর বক্তব্য ছিল তিনি এখনও বিবাহিত। এখনও সংসারও রয়েছে বলে দাবি অভিনেতার। তাদের বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে যে ধরনের জল্পনা শুরু হয়েছে তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশও করেছেন অভিষেক বচ্চন। আর এবার স্বয়ং ঐশ্বর্য রাই বচ্চনের হাতে বিয়ের আংটি না থাকায় প্রশ্ন জেগেছে অনুরাগীদের মধ্যে।
২০০৭ সালের এপ্রিল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। ২০১১ সালে জন্ম হয়ে তাঁদের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চনের। বর্তমানে মেয়েকে নিয়ে নাকি নিজের মায়ের সাথেই থাকছেন ঐশ্বর্য রাই। বচ্চন পরিবারের অন্দরে যে বিচ্ছেদের আবহ তৈরী হয়েছে তা অনেক আগেই আন্দাজ করেছিলেন অনুরাগীরা। তাদের মতে, যা রটে তা কিছুটা হলেও সত্য বটে।