পুজোর আর কটা দিনমাত্র বাকি। আর এই পুজোয় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘ বহুরূপী ‘। এই নিয়ে দ্বিতীয়বারের মতো দর্শকদের পুজো উপহার দিচ্ছেন তাঁরা। গতবছর পুজোয় শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘রক্তবীজ’ বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে। ছবির গল্প দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল।
এবারের পুজোয় উইন্ডোজ-এর নতুন পরিবেশনা ‘বহুরূপী’। মুক্তির আগেই মোটা অঙ্কের লক্ষীলাভ হলো এই ছবির। অনেকক্ষেত্রে যে পরিমাণ বাজেটও থাকে না বহু বাংলা ছবিতে, সেই টাকা লাভ করে ছক্কা হাঁকাল ‘বহুরূপী।’ ৫০ লাখের লক্ষীলাভ কীকরে সম্ভব হলো?
কীভাবে হলো এই উপরি আয়?
একদিকে অভয়া কান্ডে বাংলার বিনোদন বাজারে চলছে ভয়ানক মন্দা। বাংলা সিনেমার ব্যবসা একরকম তলানিতে গিয়েই দাঁড়িয়েছে। অনেকের ধারণা হতেই পারে হয়তো অগ্রীম বুকিংয়ের মাধ্যমে হয়েছে এই উপরি আয়। তবে সেই ধারণা পুরোপুরি ভুল। কোনোরকম অগ্রীম বুকিং ছাড়াই মুক্তির আগেই ৫০ লাখের ব্যবসা করলো শিবপ্রসাদ-নন্দিতার ‘ বহুরূপী ‘।
সিনেমা মুক্তির আগেই সিনেমার গানে মুগ্ধ হয়েছেন শ্রোতারা। আর এই গানই বহুরূপী’র লক্ষীলাভের উৎস। ‘শিমূল পলাশে’, ‘আজ সারা বেলা’, ‘ডাকাতিয়া বাঁশি’র মতো মনোমুগ্ধ সুরে মেতেছে দর্শক-শ্রোতাদের মন। সিনেমার সব গানেই দর্শকদের মাতোয়ারা করেছে উইন্ডোজ। এই সিনেমার গানের স্বত্বই বিক্রি হয়েছে ৫০ লক্ষ টাকায়। কিনেছে জঙ্গলি মিউজিক। এই ঘটনা বাংলা সিনেমার ব্যবসার বাজারে বেশ বড় আলোড়ন সৃষ্টি করেছে।
ছবির গানের এই সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর এই সাফল্য তিনি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই কৃতিত্বের অধিকারি করেছেন সুরকার, গায়ক থেকে শুরু করে সকল শিল্পীদের । ছবির গানে কণ্ঠ দিয়েছেন বাস্তবের বহুরূপী লোকশিল্পী ননীচোরা দাস বাউল স্বয়ং।
এর আগেও উইন্ডোজের প্রযোজনায় যেসব সিনেমা হয়েছে তাতে গান বরাবরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মধ্যে ‘রঙ্গবতী’, ‘টাপা টিনি’, ‘নাক্কু নাকুর’ গানগুলি রীতিমতো সুপারডুপার হিট! মোটামুটি বাচ্চা থেকে বৃদ্ধ সকলেরই মন জিতে নিয়েছে এই গানগুলো। এবার ‘বহুরূপী’র ‘ডাকাতিয়া বাঁশি’র বাংলা ব়্যাপও বেশ সাড়া ফেলে দিয়েছে দর্শকমহলে।
কি গল্প নিয়ে আসছে বহুরূপী?
এই পুজোয় ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’। গতবছর পুজোয় রক্তবীজ রিলিজের মাধ্যমে পুজো-উপহার দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। পুজোয় মুক্তিপ্রাপ্ত তাঁদের প্রথম ছবি। এবারেও পুজোর মরশুমেই রহস্য-রোমাঞ্চে ভরপুর ছবি ‘বহুরূপী’ নিয়ে আসছেন টলিপাড়ার হিট পরিচালক জুটি। নব্বইয়ের দশকে ঘটে যাওয়া এক ব্যাঙ্ক ডাকাতি এবং সেই ঘটনার নেপথ্যের যড়যন্ত্রকারী, আর তাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা নিয়েই ছবির গল্প ।
আরও পড়ুন
‘বহুরূপী’তে এসআই এর চরিত্রে সুমন্ত ঘোষাল হিসেবে দেখা যাবে বাংলার হার্টথ্রব আবির চট্টোপাধ্যায়কে। অন্যদিকে ধুরন্ধর ‘বহুরূপী’ বিক্রমের চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় সহঅভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী। কৌশানি মুখোপাধ্যায়ের ‘ডাকাতিয়া বাঁশি’ ইতিমধ্যেই মন চুরি করেছে অনেক দর্শক শ্রোতার।