বিনি অর ফ্যামিলি ছবির হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছে অভিনেতা বরুণ ধাওয়ানের ভাইজি অঞ্জিনি ধাওয়ান। এই ছবিতে অন্যান্য চরিত্রে রাজেশ কুমার, পঙ্কজ কাপুর, হিমানি শিবপুরী ইত্যাদি অভিনেতা এবং অভিনেত্রীরা অভিনয় করেছেন।
বিনি অর ফ্যামিলি ছবির ট্রেলার
ছবির গল্প দুই প্রজন্ম এবং তাদের মধ্যে থাকা পার্থক্যকে তুলে ধরে আমাদের সামনে। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। সেই ট্রেলার জুড়ে দেখা মিলল স্কুলে যাওয়া ছটফটে বিনি যে কিনা বন্ধুদের সঙ্গে পার্টি করতে, ভিডিয়ো শ্যুট করতে ভালবাসে। অন্যদিকে বিন্নির পরিবার বুঝতে পারেনা তাঁদের মেয়ে কী করছে তবে তাঁরা সবসময় বিনি ভালো উপদেশ দিতে চায় তবে সে ভাবে তাঁর পরিবার তাকে তাঁর কাজে বাধা দিচ্ছে। এমনকি পরিবারের ভয়ে ট্রেলারের একটা অংশে দেখা যায় বিন্নি লুকিয়ে বাথরুমে সিগারেট খাচ্ছে।
ট্রেলারে বিষয়গুলি আরও বেশি নাটকীয় হয়ে ওঠে যখন পঙ্কজ কাপুর এবং হিমানি শিবপুরী অভিনীত বিনির দাদু এবং ঠাকুমা তার উপর বিধিনিষেধ আরোপ করা শুরু করেন। তারা তাকে সবার সাথে খেতে, সময়মতো বাড়ি ফিরতে এবং বেশিক্ষণ ওয়াশরুমে না থাকতে বলে। এমনকি বিনিকে দেখা গেল তার বন্ধুর সাথে ফোনে কথা বলার সময় কীভাবে তার ঠাকুমা তার জিন্স সেলাই করে তা বলতে। ট্রেলারের একটি অংশে বিনির বাবা এবং মাকে বলতে শোনা যায় যে কীভাবে তাদের বাবা-মা “ব্যক্তিগত জায়গা” – এর ধারণাটি বুঝতে পারেন না। বিনি অর ফ্যামিলি ছবির ট্রেলারে পঙ্কজ কাপুর অভিনীত বিন্নির দাদুকে বলতে শোনা গেল , ” তুমি মেয়ের জাত , কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেলে আমরা কাউকে মুখ দেখাবো কী করে?”।
বিনি অর ফ্যামিলি ছবির গান
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সঞ্জয় ত্রিপাঠি, তিনি এই ছবির লেখকও। অন্যদিকে কিছুদিন আগে এই ছবির গান ‘ জিন্দেগি ‘ স্ত্রী২ ছবির কলাকুশলীদের হাত ধরে একটি ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হয়। এখানে উপস্থিত ছিলেন স্ত্রী২ ছবির অভিনেতা অভিষেক ব্যানার্জি, পরিচালক অমর কৌশিক এবং চিত্রনাট্যকার নীরেন ভাট।
এছাড়া বিনি অর ফ্যামিলি ছবির তারকারাও উপস্থিত ছিলেন এই ইভেন্টে। ‘ জিন্দেগি ‘ গানটি রচনা করেছেন বিশাল মিশ্র। শুধু তাই নয় বিশাল মিশ্র এই গানটি নিজেই গেয়েছেন। এই গান গোটা ছবির মাধুর্য তুলে ধরে দর্শকদের সামনে।
এছাড়া সিনেমার একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। সেই স্ক্রিনিং ইভেন্টে উপস্থিত তরুণ দর্শকদের বেশ মনে ধরেছে এই ছবি।
আরও পড়ুন
প্রসঙ্গত, বিনি অর ফ্যামিলি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল চলতি মাসের অর্থাৎ সেপ্টেম্বরের ২০ তারিখ। তবে সেই তারিখ পিছিয়ে যায়, এবার ২৭ সেপ্টেম্বর বক্স অফিসে রিলিজ করতে চলেছে বিনি অর ফ্যামিলি। সিনেমা হলে এই ছবির সঙ্গে জোড় টক্কর দিতে চলেছে জাহ্নবী কাপুর এবং জুনিয়ার এনটিআর অভিনীত দেভারা: পার্ট ১।