বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। “যমুনা ঢাকি” সিরিয়ালের সেটেই একে অপরকে মন দিয়ে বসেছিলেন তাঁরা। দেখতে দেখতে সেই সম্পর্কের বয়স আজ প্রায় তিন বছর। তাঁদের এই মিষ্টি ভালোবাসার কথা প্রকাশ্যে বলতে যে কোনও দ্বিধা নেই, তা বারবার প্রমাণ করেছেন তাঁরা। এবার প্রেমিকের জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে দিলেন শ্বেতা।
এদিন রুবেলের জন্মদিন উপলক্ষে ছোট্ট আয়োজন করেছিলেন শ্বেতা। গোলাপি, লাল, সোনালি রঙের বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছিলেন তিনি। এছাড়াও এসবের পাশাপাশি সেখানে ছিল “মানি হাইস্ট”-এর মুখোশও। তার সঙ্গে সুন্দর একটি রেড ভেলভেট কেক ছাড়াও নিজেদের ছবি দেওয়া একটি বিশেষ কেকেরও ব্যবস্থা করেছিলেন অভিনেত্রী। বাবা মা এবং রুবেলের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।
কী বললেন শ্বেতা
এই ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ” আজ এই বিশেষ দিনে আমি তোমাকে কিছু বলতে চাই। বাবাই শুধুমাত্র আনন্দ নয়, একে অপরের দুঃখগুলোও আমরা ভাগাভাগি করে নেবো। আমরা একসঙ্গে আনন্দের দিনে যেমন হাসব ঠিক তেমনি দুঃখের দিনে একসঙ্গে চোখের জলও ফেলবো। আমাদের একসঙ্গে কাটানো প্রতিটি মুহুর্তগুলোর জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আমাদের ভালবাসা চিরন্তন হোক। অনেক ভালোবাসি তোমায়”।
শ্বেতার এই সুদীর্ঘ পোস্টে ধন্যবাদ জানিয়েছেন রুবেল। তিনি লিখেছেন, “কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও আমার মুখে কীভাবে হাসি ফোটানো যায়, সেই জাদুকৌশল একমাত্র তুমি জানো। আমার জীবনে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার প্রতিটি দিনকে একটি বিশেষ দিন করে তোলার জন্যেও তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার সমস্ত যত্ন এবং ভালোবাসা পেয়ে আমি ধন্য। তবে শেষে একটাই কথা বলতে চাই, আমার জন্মদিনটি তোমার আবৃত্তির কারণে আরও বিশেষ হয়ে উঠল। তোমাকে অনেক ভালবাসি মাম্মা”।
প্রসঙ্গত, রুবেল দাস কে অভিনয় করতে দেখা যাচ্ছে “নিম ফুলের মধু সিরিয়াল”-এ। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন পল্লবী শর্মা। পাশপাশি শ্বেতা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে কোন “গোপনে মন ভেসেছে” সিরিয়ালে, তাঁর বিপরীতে নায়কের চরিত্রে রয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু।