বর্তমানে, কলকাতাসহ সমগ্র পশ্চিমবঙ্গবাসীর মূলত এখন আলোচনার একটাই বিষয় ‘বিচার চাই, তিলোত্তমার বিচার চাই’। তিলোত্তমার চোখে ছিল একরাশ স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা। যা এখন সবই মিলিয়ে গেছে অন্ধকারের গভীরে। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড, টলিউডের তারকারা এমনকি বিশ্বের গন্ডি পেরিয়েও বিদেশের বিভিন্ন প্রান্তে চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। ইদানিংকালে, তিলোত্তমার সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য কাণ্ডের প্রতি সুবিচার পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেককিছু মন্তব্য পোস্ট করছেন। প্রসঙ্গত, উল্লেখযোগ্যভাবে ঘটনার প্রতি প্রতিবাদ জানিয়ে পোস্ট করছেন শ্রীলেখা মিত্র, সৃজিত মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, মীর আফসার আলী প্রমুখেরা। প্রতিবাদ করতে পিছিয়ে নেই বাংলার ছোটপর্দার তারকারাও। কণিনিকা বন্দ্যোপাধ্যায়, মিশমি দাস, সৌমিতৃষা কুন্ডু, শ্রুতি দাস এবং আরও অনেকে।
এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোষ্টের মাঝে শ্রুতি দাসের করা মন্তব্যটি বেশ নজর কেড়েছে সকলের। অভিনেত্রী বলেছেন, “যে মেয়েটার নভেম্বরে বিয়ে, তার কিন্তু মেকআপ আর্টিস্ট মেহেন্দি আর্টিস্ট ঠিক করা হয়ে গেছিলো, তত্ত্বের জিনিস কেনা হয়ে গেছিলো, ফটোগ্রাফার ঠিক করা হয়ে গেছিলো, ব্যাংকুয়েট বুক করা হয়ে গেছিলো। একমাত্র মেয়েটা বাবা মাকে ছেড়ে কি করে থাকবে হয়তো পেশেন্ট দেখার ফাঁকে ফাঁকেও ভেবে চলতো। হয়তো সেই রাতে মা কে ঘুমাতে বলেও ভেবেছে বিয়ের পর সামলাতে পারবো তো এইভাবেই! বেনারসিটা হয়তো কিনা বাকি ছিল আর দিন রাত হবু বরের মাথা খেতো নাকি যেন সিঁদুর পরে নাহলে কিন্তু ছবি ভালো আসবে না। বা হয়তো হানিমুনে টিকিট হয়ে গেছিলো তাদের পছন্দের পাহাড়ে যাবে নাকি সমুদ্রে নাকি পশু ঘেরা জঙ্গলে! পাগলিটা বোঝেনি এখানে দানব থাকে দানব!! এখানে মানুষ মানুষকে ছিঁড়েখুঁড়ে খায় সাথে তার স্বপ্নগুলো গিলে নেয়!! ঘুম হচ্ছে? আমার হচ্ছে না!!”
মূলত, এই মন্তব্যের মাধ্যমে ত্রিনয়নী ধারাবাহিকখ্যাত অভিনেত্রী শ্রুতি সমাজের কাছে তুলে ধরতে চেয়েছেন এক সাধারণ নারীর মনের ভাষা, ভাবনা। যা কিনা যেকোনো নারীই ভেবে থাকেন। এই মন্তব্য পড়ে মনে হতেই পারে, মন্তব্যটি করেছেন স্বয়ং তিলোত্তমাই।
You may also like
Tollywood
ধর্ষণের হুমকি মিমি চক্রবর্তীকে? তিলোত্তমার পাশে দাঁড়াতে গিয়ে এ কোন পরিস্থিতি
- BY admin
- August 21, 2024
- 0 Comments