পরিচালক জয়দেব মুখোপাধ্যায়ের হাত ধরে আইনজীবি পিকে বসু এবার আসতে চলেছেন বড়ো পর্দায়। নারায়াণ সান্যালের উপন্যাস ‘কাঁটায় কাঁটায়’ অবলম্বনে তৈরি হয়েছে এই গোটা সিরিজটি। সিরিজের প্রথম গল্প হিসেবে থাকছে উপন্যাসের প্রথম সংকলন সোনার কাঁটা গল্পটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ট্রেলার। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শকরা। এই সিরিজের মুখ্য চরিত্র অর্থাৎ আইনজীবি পিকে বসুর চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
পিকে বসু পেশায় ছিলেন একজন আইনজীবী।
অবসর গ্রহন করার পর তিনি বিভিন্ন রহস্য সমাধান করার জন্য একটি গোয়েন্দা সংস্থাও খোলেন। এরপর তাঁর কাছে আসা একের পর এক কেসেগুলির রহস্য সমাধান করতে দেখা যায় তাঁকে।
এই সিরিজে পিকে বসুর স্ত্রীর ভুমিকায় দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়কে। বহুদিন পরে আবার বড়ো পর্দায় দেখা যাবে তাঁকে। অভিনেতা সোহম চক্রবর্তী প্রথম ওয়েব সিরিজ এটি। এই কাজের মাধ্যমেই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে পা রাখলেন তিনি।
শাশ্বত চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই সিরিজে দেখা যাবে পায়েল সরকার, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়, মীর আফসার আলি, কিঞ্জল নন্দ, সোহম চক্রবর্তী সহ প্রমুখকে।
গল্প অনুযায়ী, মেয়ের মৃত্যুর পর মেয়ে স্ত্রীকে নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছেন আইনজীবি পিকে বসু। সেখানে বেড়াতে গিয়ে তাঁদেরই পরিচিত এক দম্পতির তৈরি নতুন হোমস্টেতে উঠেছেন তাঁরা। আর সেখানেই ঘটে যায় একটি খুনের ঘটনা। সেই খুনের মামলার ক্ষেত্রে জড়িয়ে পড়েন পিকে বসু। এবার খুন এবং খুনির কিনারা পেতে পিকে বসুর তদন্তের গল্প নিয়ে এগিয়ে যাবে এই ওয়েব সিরিজটি। আগামী ১৫ ই অগস্ট জি ফাইভে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।
You may also like
OTT
গোয়েন্দা শার্লক হোমস ফিরলেন সৃজিত মুখোপাধ্যায়ের শেখর হোমস হয়ে
- BY admin
- August 10, 2024
- 0 Comments
OTT
হইচই-এ আসছে পরবর্তী সিরিজ, প্রথমবার জুটি হিসাবে দেখা যাবে রোহন-শোলাঙ্কি কে
- BY admin
- August 10, 2024
- 0 Comments