স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তেঁতুলপাতা। প্রধান চরিত্রে অভিনয় করছেন গৌরব চ্যাটার্জি ও ঋতব্রতা বসু। তবে হঠাৎই গুঞ্জন শোনা যাচ্ছে ধারাবাহিকে নাকি নায়িকার চরিত্রে দেখা যাবে রোশনিকে। অর্থাৎ ছোটপর্দায় ফিরছেন রোশনি ভট্টাচার্য। সদ্য বাংলার সিনেমা জগতের ওপরের সারির সব পরিচালকদের সঙ্গে কাজ সেরে উঠলেন তিনি। বড়পর্দা ছেড়ে আবার ছোটপর্দায় ফিরছেন কেন?
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অতি উত্তম’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন রোশনি। পথিকৃৎ বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। সেখানে মিঠুন চক্রবর্তীর নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি। এছাড়াও রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজ ‘পরিণীতা’তেও অভিনয় সেরেছেন খুব বেশি দিনের কথা নয়। তবে হঠাৎ বড়োপর্দা ছেড়ে আবারও ছোটপর্দায় ফিরছেন রোশনি ভট্টাচার্য? হ্যাঁ গুঞ্জন তো তেমনটাই শোনা যাচ্ছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তেঁতুলপাতা’য় তিনি নাকি নায়িকার চরিত্রে ফিরছেন। তবে কি ধারাবাহিকের বর্তমান নায়িকা ঋতব্রতা বসুকে সরিয়ে দেওয়া হবে?
উত্তমকুমার থেকে মিঠুনের পর আবারো গৌরবের নায়িকার ভূমিকায় অভিনয়!
এই ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জনপ্রিয় এক সংবাদমাধ্যমেকে জানান, তিনি নিজেও এখনও ঠিকমতো জানেন না, ঠিক কী ধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে। এমনটাও হতে পারে যে তিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন। তবে ধারাবাহিকে ইতিমধ্যেই খলনায়িকা আছে। রোশনি বলেন, তাঁকে নায়িকার সমান্তরাল চরিত্রেও দেখা যেতে পারে। তবে তিনি যে ধারাবাহিকের নায়িকা হয়েই ফিরছেন, এ রকম কোনও খবর তাঁর কাছেও নেই।
ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রচারের ঝলকে দেখা গিয়েছে রোশনিকে। তাঁর অভিনীত চরিত্রের নাম ‘ঝোরা’। প্রথম দর্শনে তাঁকে দেখে মনে হচ্ছে তিনি শিক্ষিতা, অতি আধুনিকা। নায়িকাকেও বলতে শোনা গিয়েছে, নায়কের জীবনের অনেকটাই জুড়ে নাকি ‘ঝোরা’। এতে বেশ ভালোই বোঝা যাচ্ছে যে ধারাবাহিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রোশনিকে। এরআগেও রানি রাসমণি ধারাবাহিক বা অতি উত্তম ধারাবাহিকে গৌরবের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আবারো গৌরব রোশনি জুটি একসঙ্গে কাজ করবে জেনে বেশ উচ্ছ্বসিত দর্শক।
ধারাবাহিক দিয়েই কেরিয়ার শুরু, তাই ধারাবাহিকে ফেরার সুযোগ মিস করবেন না!
তবে যার ঝুলিতে রয়েছে একের পর এক বড় মাপের ছবি বা সিরিজ, বাংলা ইন্ডাস্ট্রিতে যিনি এখন গুরুত্বপূর্ণ মুখ, তিনি কেন আবারও ছোট পর্দায় ফিরছেন? রোশনির বলেন, তাঁর অভিনয় জীবনের শুরু ছোট পর্দা দিয়ে। বিভিন্ন ধারাবাহিকে অভিনয়ই তাঁকে পরিচিতি দিয়েছে দর্শকমহলে। পাশাপাশি দিয়েছে স্থায়ী উপার্জনও। ফলে, ছোট পর্দাকে ভুলে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাই সুযোগ মিলতেই আবারও ফিরছেন ছোটপর্দায়। বাকিটা দর্শকের অপেক্ষায় রাখলেন রোশনি। পরপর মহানায়ক থেকে মহাগুরুর নায়িকা হিসেবে অভিনয় করলেন রোশনি। বেশ কিছুদিন তাই ফুরফুরে মেজাজে রয়েছে অভিনেত্রী। এরপর সৌমিত্র চট্টোপাধ্যায়ের নায়িকা হওয়ার ইচ্ছে আছে রোশনির।